এস.এম.মিরাজ || বরিশাল প্রশাসনের এক কর্মকর্তার কালো রঙের ওয়াকি টকি ব্যবহার করে নগরীতে মাদক ব্যবসা পরিচালনা ও বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে ভাটিখানার চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু ও তাঁর সহযোগীর বিরুদ্ধে।রয়েছে নগরীতে তার নামে মামলা চাঁদাবাজি চুরি-ছিনতাই ও চাঁদা না দিলে হত্যার উদ্দেশ্যে মানুষকে মারার অভিযোগ।নিজেকে কখনো সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ও প্রশাসনের বড় কর্মকর্তা দাবি করতো। সাধারণ মানুষকে এই ভাবেই সে প্রতিনিয়ত হয়রানি করত। বোঝার কোন উপায় নেই, কারণ তার হাতে থাকতো প্রশাসনের কালো রংয়ের ওয়াকি টকি। ইতিমধ্যে
প্রশাসনের ওয়াকি টকি নিয়ে নেটে একটি ভিডিও ভাইরাল হলে নেটিজেনদের সমালোচনার ঝড় ওঠে প্রশাসনের বিরুদ্ধে।
ভিডিওটিতে দেখা যায় ডান হাতে প্রশাসনের কালো রংয়ের ওয়াকি টকি বাম হাতে মোবাইল।
মোবাইল ফোনটি লাউড স্পিকার দিয়ে কোন এক মাদক ব্যবসায়ীর কাছে এক পিস ফেনসিডিল চাচ্ছে। অপরপ্রান্তে ওই ব্যক্তির কাছে হুমকিস্বরূপ একপিস মাল যাচ্ছে বাবু।এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মাদক ব্যবসায়ী বাবু, রিফাত ও শাওনের সাথে বরিশাল ডিবির এক কর্মকর্তার খুব ভালো সম্পর্ক। তার ইশারায় এবং পাওয়ার দেখিয়ে নগরী দাপিয়ে বেড়াচ্ছে এই শীর্ষ মাদক ব্যবসায়ীরা।তবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসায়ী বাবু কালো রংয়ের ওয়াকি টকি হাতে নিয়ে নিজেকে প্রশাসন দাবি করে মাদক ব্যবসা পরিচালনা ও মানুষকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা উত্তোলন করছে সেই ওয়াকি টকি টি ওই কর্মকর্তার।
সম্প্রতি সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বাসা থেকে ৩৮ টি ওয়াকি টকি উদ্ধার করে প্রশাসন। এঘটনা ও বিভিন্ন অপরাধের কারণে তাকে জেলহাজতে প্রেরণ করে আদালত।একজন সংসদ সদস্যের ছেলে হয়েও পার পায়নি আইনের কাছে। আইনের কাছে সবাই সমান হয়। হতে পারে সে গরিব, নয় সে ধনী। কিন্তু প্রশাসনের নাকের ডগায় বসে বাবু একাধিক অপরাধ করে আসলেও প্রশাসন নীরব নিরব থাকাই নগরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুশীল সমাজের দাবি এখনই যদি ওই অপরাধকে না থামানো যায় তাহলে ভবিষ্যতে এর মাশুল দিতে হবে প্রশাসনকে।
বাংলাদেশের আইন অনুযায়ী কোন ব্যক্তি ওয়াকি টকি ব্যবহারের নিয়ম নেই। ওয়াকি টকি লাইসেন্স কোন ব্যক্তিকে নয়, প্রতিষ্ঠানকে দেয় বিআরটিসি। যার মাধ্যমে আধা কিলোমিটার পর্যন্ত যোগাযোগ করা সম্ভব। শুধু মাত্র কালো রঙ এর ওয়াকি টকি প্রশাসন ব্যবহার করবে এবং অন্য কালারের অকি টকি প্রতিষ্ঠানের ব্যবহার করবে। কোনভাবেই কালো রংয়ের ওয়াকি টকি কোন প্রতিষ্ঠানের ব্যবহার করিতে পারিবে না।বেআইনিভাবে যদি কেউ ওয়াকি টকি ব্যবহার করে তাহলে বাংলাদেশি আইন অনুযায়ী ১০ বছরের সাজা তিনশত কোটি টাকা জরিমানার বিধান রয়েছে।
। এ ব্যাপারে বিটিআরসির চেয়ারম্যান জহিরুল হক জানান,ওয়াকি টকি এক এলাকার জন্য অনুমতি নিয়ে অন্য এলাকায় ব্যবহার বেআইনি।
মাদক ব্যবসায়ী বাবু ও তার সহযোগীরা কথা না শোনায়,নগরীতে এক যুবককে হত্যার উদ্দেশ্যেই হাতুড়ি দিয়ে পিটিয়ে তার সাথে থাকা মোবাইল ফোন, টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এই বাবু। পরবর্তীতে আহত ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরেবাংলা হাসপাতালে ভর্তি করে।অতঃপর ওই যুবকের ভাই রুবেল কাউনিয়া থানায় একটি মামলা করে। মামলা নাম্বার ১।