TT Ads

ঝালকাঠিতে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় মিনারা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ. মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। পলাতক থাকায় আসামির অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।

এ মামলার অপর ২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৪ অক্টোবর সকাল ১০ টা ৪৫ মিনিটের দিকে ঝালকাঠির গাবখান সেতুর টোল ঘর সংলগ্ন এলাকায় দণ্ডপ্রাপ্ত মিনারা বেগম মাদক বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মিনারা বেগমকে আটক করে ঝালকাঠি থানা পুলিশে। এ সময় তাকে তল্লাশি করে ২২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিনডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই মাইনুল ইসলাম বাদী হয়ে মিনারা বেগম, কামাল হোসেন ও জামাল হোসেনকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

২০১১ সালের ৩১ নভেম্বর এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৫ সালের ২৭ অক্টোবর মামলার অভিযোগ গঠন করা হয়। সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।

আসামিরা জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *