#

মো:রাজিবুল হক(বরগুনা প্রতিনিধি)
বরগুনার বামনায় ঘূর্ণিঝড় ইয়াসের কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে ভেরিবাদ ভেঙ্গে লোকালয়ে প্রবেশ করায় কয়েক হাজার মানুষ পানি বন্দি রয়েছে।এদিকে দক্ষিণ ডৌয়াতলা গ্রামের মতি জোমাদ্দারেরন পুত্র নান্না জোমাদ্দার মাছ শিকার করতে গিয়ে মৃত্যু বরণ করেন।
এলাকা বাসী ও থানা সূত্রে জানা যায় নিহত নান্না গত মঙ্গলবার দিবাগত রাতে বাড়ির পাশের হোতাখালে মাছ শিকার করতে গেলে হঠাৎ খালের পানি বৃদ্ধি পাওয়ায় তিনি পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।
বামনা থানার অফিসার ইনচার্জ মো হাবিবুর রহমান জানান নান্না দীর্ঘ দিন রৃদ রোগে ভুগতে ছিল। ঠান্ডা জনিত কারণে পানিতে পরেই তার মৃত্যু হয়েছে।পরিবারের দাবিতে ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাপন করা হয়েছে।

#
#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here