TT Ads
চট্টগ্রামের বায়েজিদ থানার বেসরকারি মেরিন সিটি হাসপাতালে বিষপান করা অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) লাশ রেখে পালিয়ে গেছে তার স্বজন। বৃহস্পতিবার পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে নিয়ে যায়।
জানা গেছে, ৩০ জুন মধ্যরাত থেকে ওই নারীর কোনো স্বজনকে খুঁজে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতাল থেকে এ তথ্য বায়েজিদ থানা পুলিশকে জানানো হয়।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, এটি হত্যা না বিষপানে আত্মহত্যা, তা তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাত ১২টার পর তারা খবর পায়। রোগীর স্বজন মাস্ক আনার কথা বলে হাসপাতাল থেকে বেরিয়ে গিয়ে আর আসেনি।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ূয়া জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদ থানা পুলিশ অজ্ঞাত নারীর লাশ নিয়ে আসেন। সেটি মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মৃত ব্যক্তির কোনো স্বজন যোগাযোগ করেনি।
TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *