#

 

#

কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় গত ৫ দিনে বরিশাল জেলায় ৫৮৮ জনকে জরিমানা করা হয়েছে। তাঁদের কাছ থেকে আদায় করা হয়েছে ৭ লাখ ৮০ হাজার ৪৫০ টাকা। বরিশাল মহানগর এবং জেলার ১০টি উপজেলায় এই অভিযান পরিচালনা করেন জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। বরিশাল জেলা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়- লকডাউনের পঞ্চম দিনে সোমবার (০৫ জুলাই) জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৮৯টি অভিযান পরিচালনা হয়। এ সময় ৮৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দণ্ডবিধির ২৬৯ ধারার পৃথক মামলায় ৭৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে বরিশাল মহানগরে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৪৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৩০ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি জেলার ১০টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ৯ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)। তারা ৪৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে পৃথক মামলায় ৪৪ হাজার ৯৫০ টাকার জরিমানা আদায় করেন।

এর আগে রোববার (০৪ জুলাই) জেলায় ২১টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫০টি মামলায় ১৫০ জনকে ২ লাখ ২৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এর আগে ৩ জুলাই লকডাউনের তৃতীয় দিনে বরিশালে ২১টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮০টি মামলায় ১৮০ জনকে ৩ লাখ ২২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। ২ জুলাই লকডাউনের দ্বিতীয় দিনে বরিশালে ২০টি অভিযানে ১১১ মামলায় ১১৩ জনকে ১ লাখ ১৯ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়। ১ জুলাই লকডাউনের প্রথম দিনে ২০টি অভিযানে ৫৬টি মামলায় ৫৬ জনকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। বরিশাল নগর এবং জেলার সব কটি উপজেলায় লকডাউন কার্যকর করতে জেলা ও উপজেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।’

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here