TT Ads

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে

 

মনিরুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়া ব্রিজে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা জেলা বিশেষ শাখার (ডিএসবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন।

পুলিশ জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে ফকির কান্দি ও হরিদাশপুর গ্রামের সঙ্গে মৌলভীপাড়া এলাকার বাসিন্দাদের সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে রাতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ ।

এসময় মনিরুল ইসলামকে মৌলভীপাড়া ব্রিজের ওপরে একা পেয়ে এলোপাতারি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করেন। পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, ঘটনা তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *