নিজস্ব প্রতিবেদক: “চারা রোপণ করুন, বৃক্ষে পরিনত করুন” এই স্লোগানকে সামনে রেখে দেশ ব্যাপী FGRF এর অধিনে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছ অরাজনৈতিক দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ। দা’ওয়াতে ইসলামীর বরিশাল বিভাগীও নেতা মোহাম্মদ তাজ উদ্দীন আত্তারীর সভাপতিত্বে, প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন আত্তারী এই কর্মসূচির উদ্বোধন করেন। শুক্রবার (২৭ আগস্ট সি এন্ড বি রোড ২৩ নং ওয়াডে অবস্থিত “মাদ্রাসাতুল মদিনা ” প্রাঙ্গণে সংগঠনটির সমাজকল্যান বিভাগ (FGRF) এর অধিনে এই কর্মসূচি শুরু করে। তাজ উদ্দীন আত্তারী বলেন, সবুজ পৃথিবী বিনির্মানে দা’ওয়াতে ইসলামী বিশ্বব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। চারা রোপন করে চারাকে পরিচর্যার মাধ্যমে বৃক্ষে পরিনত করার চেস্টা করে যাচ্ছে। বৃক্ষরোপণের অগনিত দুনিয়া ও আখিরাতের কল্যান রয়েছে, রাসূলে কারীম “সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম” এরশাদ করেন, যে ব্যক্তি গাছ রোপন করে অথবা বীজ বপন করে অতঃপর সেখান থেকে মানুষ, পাখি বা প্রানী আহার করে তবে তা ( রোপন কারীর ) জন্য সদকা স্বরুপ।