TT Ads

মোঃ রিয়াদ মৃর্ধা (২১) পটুয়াখালী করিম মৃধা কলেজের এবার দ্বাদশ উর্ত্তীন্ন এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান করেছে তার পরিবার।ওই শিক্ষার্থী পটুয়াখালী জেলার

পূর্ব চর জৈনকাঠী গ্রামের মোঃ সালেক মৃধা ছেলে।

নিখোঁজ রিয়াদ পরিবারের এক সদস্য জানান,রিয়াদের একটু মানসিক সমস্যা রয়েছে। কিছুদিন আগে বরিশাল ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখিয়েছি।এরপরে কিছুটা সুস্থ হয়ে গেছে সে।গত শনিবার (২৮আগস্ট ) নিখোঁজ হন রিয়াদ মৃর্ধা।মাকে বলে যায় বাহির থেকে ঘুরে আসি। এই বলে বাসা থেকে বের হয় দুপুরের খাবারের পর। কিন্তু আসরের পর সে বাসায় ফিরে না আসলে তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। তবে দীর্ঘ সময় পার হলেও সন্ধান মেলেনি তার। যদি কোন সহৃদয়বান
ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন। বা কোন যায়গায় দেখে থাকেন দয়া করে নিচে দেওয়া নম্বর এ যোগাযোগ করেন।
ফোন নম্বর : মোঃ ছালেক মৃধা 01716699279
ফোন নম্বর : মোঃ সাইফুল মৃধা 01749438120

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *