TT Ads

 

ব‌রিশা‌লের আগৈলঝাড়ায় ছয়‌টি হ‌রি‌ণের চামড়াসহ ৩৭ কে‌জি মাংস জব্দ ক‌রে‌ছে পু‌লিশ। এসময় চারজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৭ সে‌প্টেম্বর) দিনগত রা‌ত ১১টার দি‌কে উপ‌জেলার রা‌জিহার ইউনিয়‌নে হ‌রি‌ণের খামার থে‌কে চামড়া ও মাংস জব্দ করা হয় এবং সেখান থে‌কেই চারজন‌কে আটক করা হয়।

আটকরা হ‌লেন- আগৈলঝাড়াস্থ এক‌টি হ‌রি‌ণের খামার মা‌লিক ও এন‌জিও আলো‌শিখা সমাজ উন্নয়ন কে‌ন্দ্রের নির্বাহী প‌রিচালক জেমস মৃদুল হালদার, খামা‌রের অফিস সহকা‌রী খোকন সরকার, খামা‌রের নৈশপ্রহরী সুনীল চন্দ্র হালদার ও বিপ্লব সরকার।

আটকদের ম‌ধ্যে তিনজ‌নের বা‌ড়ি অগৈলঝাড়ার বি‌ভিন্ন এলাকায় হ‌লেও বিপ্লব সরকা‌রের বা‌ড়ি মাদারীপু‌রের ডাসার থানা এলাকায়। তার মাধ‌্যমেই হ‌রি‌ণের মাংস পাচার করার প্রক্রিয়া চল‌ছি‌লো ব‌লে ধারণা পু‌লি‌শের।
বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে অগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম স‌রোয়ার ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রা‌জিহার ইউনিয়‌নের হ‌রি‌ণের খামারে অভিযান প‌রিচালনা কর‌লে সেখানে পাচার ও স্থানীয়ভা‌বে বি‌ক্রির উদ্দেশ্যে রাখা ছয়‌টি হ‌রি‌ণের চামড়া ও ৩৭ কে‌জি মাংস জব্দ করা হয়। আটক করা হয় ওই খা‌মা‌রের মা‌লিকসহ চারজন‌কে‌।

আটকদের বিরু‌দ্ধে মামলা দা‌য়ে‌র করা হয়েছে ব‌লে জানান পু‌লি‌শের এই কর্মকর্তা।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *