#

 

#

নিজস্ব প্রতিবেদকঃ ভরন পোষন দীবিতে তিন বিরুদ্ধে অাদালতের দ্বারস্থ হতভাগ্য পিতা।গতকাল বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ড তাজকাঠীর মোঃ কাজেম অালী সরদার তিন ছেলেকে অাসামী করে অতিরীক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অাদালতে মামলাটি দায়ের করেন।অাদালতের বিচারক মামলাটি অামলে নিয়ে তিন ছেলের বিরুদ্ধে সমন জারী করেন।অাসামীরা হল,বর্তমানে ঢাকা বি, অাই,ডব্লিউ, টি সিতে কর্মরত মোঃ হুমায়ন কবির সরদার,চট্রগ্রাম বি,অাই,ডব্লিউ টি,সিতে মোঃজসিম উদ্দিন সরদার বাবু ও মোঃ ওয়াসিম উদ্দিন সরদার অপু বর্তমানে বরিশাল বি,অাই,ডব্লিউ টিসিতে অাছে।বাদী পক্ষের অাইনজীবি ত্র্যাডঃ শেখ অাবদুল্লাহ নাসির জানান,বাদী কাজেম অালী বি, অাই,ডব্লিউ, টিসিতে গাড়ী চালক হিসেবে কর্মরত ছিল।তিনি ২০১৭ সালে অবসর গ্রহন করে।অবসর যাওয়ার অাগে তার তিন ছেলেকেই বি,অাই,ডব্লিউ, টিসিতে বিভিন্ন পদে চাকরীর পাইয়ে দেনা।অবসারে যাওয়ার পর বাদী কিছু সম্পত্তি মসজিদ-মাদ্রাসা ও কবরস্থানে জন্য ওয়াকফা করে দেয়।এতে ক্ষিপ্ত হয়ে অাসামীরা তার পিতাকে শারীরিক নির্যাতন চালায় এবং বাড়ি থেকে বেড় করে দেয়।দান করা জমি পুনঃরায় অাসামীদের নামে করে দিতে বলে।বাদী এর অাগে থানায় জিডি করেন।কাজেম অালী বাদী হয়ে এর অাগে গত ৫ সেপ্টেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অাদালতে মারধরে অভিযোগে মামলা করেন।মামলা সি.অার নং৭৫৬।এতে অাসামী করা হয় ওয়াসিম উদ্দিন অপু ও রুপাতলি এলাকার মৃত মজিদ মীর ছেলে মোঃ শাহিনুর মীর।অাদালতের বিচারক মামলাটি অামলে নিয়ে অাসামী ওয়াসিম উদ্দিন অপুর বিরুদ্ধে গ্রেপ্তারী পরয়ানা জারী করেন।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here