TT Ads

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাপের কামড়ে মোসা. মাইশা (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বিষধর সাপ কামড় দেওয়ার পর বৃহস্পতিবার ভোর রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাইশা উপজেলার কাঠালতলী ইউনিয়নের দক্ষিণ কাঁঠালতলী গ্রামের মো. মামুনের মেয়ে ও কাঠালতলী প্রি-ক্যাডেট একাডেমির প্রথম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, উপজেলার কাঠাতলী গ্রামের ওই শিশু শিক্ষার্থী বুধবার মাগরিবের নামাজের পর চাচার ঘর থেকে নিজ ঘরে যাওয়ার সময় তার বাম পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হয়। ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম দৈনিক শিক্ষাডটকমের পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

TT Ads