TT Ads

বরিশালের উজিরপুর উপজেলায় সর্পদংশনে মিরাজ সিকদার (২৪) নামের এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ শোলক গ্রামের এই বাসিন্দা সোমবার দিবাগত রাতে বাড়ির পাশের ধানক্ষেতে মাছ শিকারে গেলে তাকে বিষাক্ত একটি সাপ কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। কিন্তু এর আগেই তার মৃত্যু ঘটে।

নিহত মিরাজ ওই গ্রামের কুদ্দুস সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে- সোমবার দিবাগত রাতে মিরাজ বাড়ির পাশের ধানক্ষেতে মাছ শিকার করছিলেন। এমন সময় তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। এতে মিরাজ অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি না ঘটায় পরবর্তীতে শেবাচিমে নিয়ে আসা হয়।

মিরাজের বাবা জানান, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার বিকেলে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম মুঠোফোনে এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন।’

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *