আসাদুজ্জামান শেখ ::
বরিশাল নদীবন্দর থেকে ঘন কুয়াশা ও নদীপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বিআইডব্লিউটি এর বরিশাল নদী বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন,
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল থেকে ঢাকা ও ঢাকা থেকে বরিশাল অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল স্থগিত থাকবে।
হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ ঘোষণায় বরিশাল নৌ-বন্দরে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। অনেক যাত্রী টিকিট কেটে লঞ্চে উঠলেও পরে তাদের নামিয়ে দেওয়া হয়। কেউ কেউ বিকল্প সড়কপথে যাত্রার চেষ্টা করছেন।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আরও জানায়,পরবর্তীতে কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সবাইকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।







