#

 

#

ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে চিকিৎসাধীন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা। পরে শহরে খণ্ডখণ্ড মিছিল বের করেন তাঁরা। এ সময় শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং শহরের সদর রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ মিছিলে বিএনপির নেতারা স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহমান ও ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যার বিচার দাবি করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর আগামীকাল বৃহস্পতিবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, পুলিশের হামলায় আহত ছাত্রদল সভাপতিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানে আজ বেলা সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড আর কত দিন চলবে?

আমরা স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও ছাত্রদল সভাপতি নুরে আলমের হত্যাকারী পুলিশ বাহিনীর বিচারের দাবিতে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করছি।

এ হরতালের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের আন্দোলন করেই যাব। কোনোভাবেই আমাদের দমন করা যাবে না।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here