#

 

#

ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের সঙ্গে টিকটক তৈরি করার দায়ে তিন ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সোমবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান।

শিক্ষক এসএম ফখরুজ্জামান বলেন, ‘তিনছাত্রী স্কুলড্রেস পরা অবস্থায় ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের নিয়ে নৌকায় ঘুরে বেড়াচ্ছিলেন। তারা টিকটক তৈরিতে ব্যস্ত থাকতেন।

এছাড়া শ্রেণি শিক্ষকদের দেওয়া মতামতে তাদের ক্লাস পারর্ফমেন্সও নূন্যতম ছিল না। পরে আমরা তাদের ক্লাস ফাঁকি দেওয়া এবং ঘুরে বেড়ানোর ভিডিও পাই। সেগুলো তাদের অভিভাবকদের ডেকে উত্থাপন করি এবং ছাত্রীদের ছাড়পত্র দেওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘নিয়ম মেনে না চলার প্রভাব হয়তো বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের ওপর পরতে পারে এমন ধারণা থেকেই আমাদের কঠোর হতে হয়েছে।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here