বরিশালে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি)। রবিবার রাত দেড়টার দিকে নগরীর নিউ কলেজ রো বিএম কলেজের মুসলিম হোস্টেলের পিছন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, নিউ কলেজ রো এলাকার মোসলেম উদ্দিনের বাসার ভাড়াটিয়া মো. সাইফুল ইসলাম (২৭), মো. মামুন কাজী (৩৩) ও একই এলাকার মো. রাজীব হাওলাদার ওরফে নলী। বিএমপি মিডিয়া সেল পাওয়া তথ্যানুযায়ী, রবিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নিউ কলেজ রো বিএম কলেজের মুসলিম হোস্টেলের পিছনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম।
এসময় ১০০ পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম, মো. মামুন কাজী ও মো. রাজীব হাওলাদার ওরফে নলীকে গ্রেফতার করা হয়। এসময় মো. মাকসুদুর রহমান নান্টু গাজী (৪২) অপর মাদক ব্যবসায়ি পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।