#

 

#

ভোলায় দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার। যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে রোববার (৩ ডিসেম্বর) এসব মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং অফিসার আরিফুজ্জামান। বাতিলকৃত প্রার্থীদের মধ্যে ভোলা-১ আসনের প্রার্থী মিজানুর রহমান এবং ভোলা-২ আসনের প্রার্থী বাংলাদেশ কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। ভোটার তালিকা সঠিক না থাকা এবং একই দলের একাধিক প্রার্থী থাকায় তাদের প্রার্থীরা বাতিল করা হয়।

এর আগে প্রার্থীদের উপস্থিতিতে দাখিলকৃত যাচাই-বাছাই করেন রিটার্নিং অফিসার। ভোলার চারটি সংসদীয় আসনে ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যার মধ্যে সদর আসন থেকে চারজন, ভোলা-২ থেকে ছয়জন, ভোলা-৩ থেকে পাঁচজন ও ভোলা-৪ থেকে পাঁচজন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে ১৭টি, দুইটি অবৈধ এবং একটির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here