TT Ads

 

মোঃ শাহীন আলম
তালতলী,প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি অভিযানে চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন, জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। এ সময় উপজেলার উজ্জ্বল চত্বর এলাকার মুদি ব্যাবসায়ী শাহীন মিয়া পিয়াজের মূল্য বেশি রাখায় ৩ হাজার, গ্যাসের মূল্য বেশি রাখায় মিম স্টোরের সোবাহান মিয়াকে ৪ হাজার। স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন না করায়
মায়ের দোয়া হোটেল ৩ হাজার ও রুচিতা হোটেল ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় তার সাথে ছিলেন প্রকিসিশন অফিসার স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো.রফিকুল ইসলাম।

জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, প্রতিটা দোকানে মূল্য তালিকার চার্ট টানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং সকল ক্রেতা ভাইদের অনুরোধ করবো কোন পণ্য ক্রয় করার সময় অবশ্যই পাকা রশিদ নিয়ে নিবেন। তিনি আরো বলেন,আমাদের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *