যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের দপ্তরের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলকে শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি এবং বরিশাল সিটি কপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।
এ সময় বরিশাল জেলা আওয়ামী আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. লষ্কর নুরুল হক, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, মেজবাহ উদ্দিন জুয়েল, বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি’র ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারসহ বরিশাল সিটি করপোরেশন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ,বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন,বরিশাল কলেজ ছাত্রলীগ এর সাবেক সভাপতি আল-মামুন,বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাহিদুর রহমান মাহাদ, বিএম কলেজ বাকসুর সাবেক নেতা ফয়সাল আহমেদ মুন্না, প্রিন্স সরদার, বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়নসহ বরিশাল জেলা ও মহানগর শাখার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি ও বরিশাল সিটি কর্পোরেশন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের উদ্যোগে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়েছে ।