TT Ads

 

বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে মিছিল এবং গণসংযোগ করেছে নেতাকর্মীরা। বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর দক্ষিণ সদর রোডের নির্বাচনী কার্যালয় চত্বর থেকে মিছিল ও গণসংযোগ শুরু করেন তারা।

প্রতীক পাওয়ার পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সার্কিট হাউজের সামনে থেকে নৌকার পক্ষে একটি মিছিল বের করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিলটি সদর রোড গিয়ে শেষ হয়। পথিমধ্যে পথচারীদের সঙ্গে গণসংযোগ করে নৌকার লিফলেট বিতরণ করেন তারা। এ সময় বরিশালের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকায় ভোট চান আওয়ামী লীগ নেতাকর্মীরা।

গণসংযোগকালে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বরিশালের উন্নয়ন তরান্বিত করতে আবারও নৌকা বিজয়ী করা প্রয়োজন। নৌকা বিজয়ী হলে বরিশালে ভোলার গ্যাস আসবে। সার্বিক উন্নতি হবে। ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন….

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *