#

 

#

বরিশাল নগরীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রাসেল এজলাসে ছিলেন।

দণ্ডিত মো. রাসেল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আদালতের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাতে তিনি বলেন, ‘২০১৩ সালের ২৩ আগস্ট প্রতিবেশীর ঘরে একা ছিল ১৩ বছর বয়সি এক মেয়ে। এ সুযোগে রাসেল ওই শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে সহযোগী পলাশ মোল্লার সহায়তায় মরদেহের গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। শিশুর মা ঘরে এলে ওই দুজনকে পালিয়ে যেতে দেখে। এ ঘটনায় ২৪ আগস্ট শিশুর বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন। ২০১৪ সালের ৩০ জানুয়ারি কাউনিয়া থানার এসআই কামাল হোসেন দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। আদালত ১৪ জনের মধ্যে ৯ জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেছেন।’

তিনি আরও বলেন, ‘মামলার অপর আসামি শিশু হওয়ায় তার বিচার কার্যক্রম শিশু আদালতে হচ্ছে।’

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here