#

 

#

ঝালকাঠির কাঠালিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের শিক্ষার্থী মো: রাকিব ও দক্ষিণ চেঁচরী গ্রামের ঢাকার একটি বেসরকারি কোম্পানির কর্মচারী মো: সুজন খানের পরিবারকে দুই লাখ করে চার লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শহীদদের পরিবারের কাছে এ অনুদানের অর্থ হস্তন্তর করেন।

ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথির ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, পিরোজপুর সাইদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদি, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক নেতা ও বরিশাল বি এম কলেজের সাবেক এ জি এস শেখ নেয়ামুল করীম, কাঠালিয়া উপজেলা আমির মাস্টার মজিবুর রহমান, কাঠালিয়া উপজেলা সেক্রেটারি অধ্যাপক মো: সাইদুর রহমান, কাঠালিয়া উপজেলা জাময়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো: নাসির উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের অনুদান প্রদানের পাশাপাশি এই দুই শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বলে জানান তারা।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here