TT Ads

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা ও মহানগর প্রজন্ম জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এসব কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান সরোয়ার।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ–সভাপতি নুরুল আলম ফরিদ ও জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আজিজুল হক আক্কাস।

রক্তদান ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে মজিবর রহমান সরোয়ার বলেন, আমরা ত্যাগের মাধ্যমে আমাদের নেতার জন্মবার্ষিকী পালন করতে চাই। যাতে করে তরুণ প্রজন্মকে মানবিক কাজের সঙ্গে যুক্ত করতে এ ধরনের সামাজিক উদ্যোগ কার্যকর ভূমিকা রাখে।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মহসিন মোর্শেদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইসরাইল পণ্ডিতসহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

TT Ads