TT Ads

 

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রদবদল করা হয়েছে। তারা হলেন- ওসি মো. গোলাম ছরোয়ার ও আফজাল হোসেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. রব হাওলাদার এ তথ্য জানান।

তিনি জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক আদেশে গৌরনদী মডেল থানায় কর্মরত ওসি মো. গোলাম ছরোয়ারকে আগৈলঝাড়া থানায় এবং আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেনকে গৌরনদী মডেল থানায় বদলি করা হয়েছে।

অপরদিকে, দায়িত্বপ্রাপ্ত থানায় যোগদানের পরপরই থানা এলাকার আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও জনমানুষের সেবায় নিজেদের আত্ম নিয়োগ করতে সব নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন তারা।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *