বরিশাল নগরীতে অভিযান চালিয়ে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরর বরিশার বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও জেলার সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া’র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় মূূল্য তালিকা না দেখানো এবং পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে ওসমানের ফলের দোকানে প্রোপাইটর মো. সুমন আলী, দোকানী সেলিম খান, লিটন স্টোরের প্রোপাইটর লিটন দাস, সবুজ স্টোরের প্রোপাইটর সবুজ খান, জাহিদ স্টোরের প্রোপাইটর মো. জাহিদ, আফিম জেনারেল স্টোরের প্রোপাইটর মো. এনামুল হক ও জাকির হোস্টোরের প্রোপাইটর জাকির হোসেনকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে ১০ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর একটি টিম।