‘আগামীকাল সারাদেশে ৬৯১২টি বিট এলাকায় এক যোগে ‘নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় দেশের অন্যান্য বিট এলাকার ন্যায় বরিশাল মেট্রোপলিটন এলাকায়ও এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
তাই ১৭ অক্টোবরের এ বিট পুলিশিং সমাবেশ সফল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নগর পুলিশ প্রধান মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)।
প্রস্তুতিমূলক এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোক্ততার হোসেন- পিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার- পিপিএম, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. মনজুর রহমান- পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) খাঁন মুহাম্মদ আবু নাসের প্রমুখ।
এসময় বিএমপি কমিশনার ১৭ অক্টোবরের ‘নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ সফল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদে