ভোলার চরফ্যাশনে ঘুমন্ত গৃহবধূর ওপর ঝাঁপিয়ে পড়া লম্পটের পুরুষাঙ্গ কেটে নিজের সম্ভ্রম বাঁচালেন এক গৃহবধূ। ধর্ষণের উদ্দেশে রাতের আধারে হামলা করেছে বলে অভিযোগ গৃহবধূর।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাতে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামের আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে। নাঈম একই গ্রামের আজম আলী সর্দারের ছেলে। এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাত।

গৃহবধূ জানান, তার স্বামী ঘটনার রাতে বাড়ি ছিলেন না। ঘরে শিশু সন্তানসহ ঘুমিয়ে ছিলেন তিনি। গভীর রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাহিরে যান। এ সময়ে আগে থেকেই ওঁৎ পেতে থাকা নাঈম ঘরে ঢুকে চকির নিচে লুকিয়ে থাকে। বাহির থেকে এসে দরজা বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়লে নাঈম তাকে ঝাপটে ধরে এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। নিজের সম্ভ্রম বাঁচাতে ধস্তাধস্তির মধ্যেই চৌকির পাশে সেলাইরত কাঁথার সাথে থাকা ব্লেড নিয়ে নাঈমের পুরুষাঙ্গ কেটে দেন।

প্রতিবেশী মাকসুদ জানান, পুরুষাঙ্গ কাঁটার পর যন্ত্রণায় চিৎকার শুরু করেন নাঈম। ডাকচিৎকারে তারা ছুটে আসেন এবং নাঈমকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

গৃহবধূ আরো জানান, স্বামীর সাথে পূর্বপরিচয়ের সূত্রে নাঈম তার বাড়িতে আসা যাওয়া করতো। এক পর্যায় নাঈম তাকে কু-প্রস্তাব দিতে শুরু করে। বিষয়টি তিনি স্বামীসহ পরিবারের সদস্যদের অবহিত করেন।

গ্রামবাসীরা জানান, নাঈম বিবাহিত এবং দুই সন্তানের জনক।

চরফ্যাশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাসেল আহমেদ মিয়া জানান, রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা লম্পট নাঈমকে (৩৫) উদ্ধার করে প্রথমে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসে। কিন্তু পুরুষাঙ্গে ৫০ ভাগ ক্ষত থাকায় পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, গৃহবধূ নিজেই বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।

বিগত কয়েক দিনের অপ্রত্যাশিত বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পিরোজপুরের মানুষের জীবনযাত্রা। আর এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী পেশার মানুষ। বৃষ্টির কারণে কর্মহীন হয়ে কষ্টের মধ্যে জীবনযাপন করছেন তারা।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বিগত কয়েক মাস ধরে মারাত্মক ভোগান্তিতে রয়েছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।

তবে কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায়, আশার সঞ্চার হয়েছে তাদের মাঝে। যে যার মত ফিরেছেন কাজে। তবে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হওয়ার আগেই আবার নতুন করে বিপাকে পড়েছেন তারা। গত কয়েক দিনের অপ্রত্যাশিত বৃষ্টির কারণে আবারও দুর্বিষহ হয়ে পড়েছে তাদের জীবন।

বৃষ্টির কারণে রাস্তায় খুব একটা লোকজন বের না হওয়ায় উপার্জন কমেছে ছোট বড় যানবাহনের চালকদের। আর এর প্রভাব পড়েছে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানসহ দৈনিক কাজের অন্যান্য ক্ষেত্রেও। ফলে উপার্জিত অর্থ দিয়ে দৈনন্দিন খরচ মেটাতে হিমসিম খাচ্ছেন তারা।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ঝাউবন সংলগ্ন সমুদ্র সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনিরুজ্জামান জানান, বিকেলে ঝাউবন সংলগ্ন সমুদ্র সৈকতে লাশটি স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরা ট্রলার ডুবিতে নিখোঁজ জেলের লাশ হতে পারে এটি। এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

এদিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পটুয়াখালীতে ২৯টি কচ্ছপসহ সুকলাল বিশ্বাস (৪০) নামের এক অবৈধ পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৮।

মঙ্গলরাতে পৌর শহরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে কুয়াকাটা আসা যশোরের সেভেন স্টার পরিবহন থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ওই ব্যবসায়ীসহ কচ্ছপগুলোকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বন্য সুরক্ষা আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

আটক সুকলাল কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামের মৃত শৈলেন বিশ্বাসের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুকলালকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায়ের সাথে জড়িত ছিলো।

প্রথম স্ত্রীর করা যৌতুক ও নির্যাতন মামলায় পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পিরোজপুরের হুলারহাট লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এম ডি বদিউজ্জামান শেখ রুবেল (৩২) পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার আসলাম শেখের পুত্র।

রুবেলের প্রথম স্ত্রী শেখ সাজিয়া আফরিন শাম্মী জানান, ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেলের সঙ্গে বিয়ে হয় তার। তাদের সংসারে দেড় বছরের ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুক হিসেবে বিভিন্ন সময় নগদ টাকা, আসবাবপত্র ও মোটরসাইকেল তার স্বামীকে দিয়েছেন শাম্মীর পরিবারের লোকজন। কিন্তু বেশ কিছুদিন ধরে রুবেল ও তার মা জাকিয়া বেগম যৌতুকের ২৫ লাখ টাকা দাবি করে তার ওপর নানা চাপ দিতে থাকেন। টাকা দিতে না পারায় তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং এক পর্যায়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

পরে এ বিষয়ে পারিবারিকভাবে সমঝোতায় চেষ্টা করলেও তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন না মানায় ১৫ জুলাই তিনি বাদী হয়ে খুলনা আদালতে তার স্বামী ও শাশুড়িকে আসামি করে যৌতুক ও নির্যাতন মামলা দায়ের করেন।

শাম্মী আরও জানান, রুবেল স্ত্রী থাকা অবস্থায় অধিক যৌতুকের লোভে এ বছরের শুরুর দিকে তার অনুমতি না নিয়ে যশোর এলাকার একটি মেয়েকে বিয়ে করেছেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার কারণে এ বিষয়ে কিছু বলতে গেলে তিনিসহ তার বাবার পরিবারের লোকজনকে রুবেল নানাভাবে হুমকি দিতেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, স্ত্রীর করা মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেলকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ডা. মো. শফিকুল ইসলামের মেয়াদে শহরের বিভিন্ন উন্নয়নকাজে অনিয়ম, কাজ না করে বিল উত্তোলন এবং নিম্নমানের কাজ করার বিষয়ে তদন্ত শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে মাঠে নামছে সংস্থাটি।

সূত্রে জানা গেছে, দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ওয়াজেদ গাজী তদন্তের দায়িত্বে রয়েছেন। অভিযোগের বিষয়ে প্রকল্পগুলোর অনুসন্ধান শুরু হয়েছে ইতোমধ্যে। এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য ২০ সেপ্টেম্বর পটুয়াখালীর বর্তমান পৌর মেয়রকে দুদকের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি পৌরসভার বিগত দিনের একাধিক প্রকল্পের অন্তত সোয়া ২০০ কোটি টাকার কাজের তথ্য চাওয়া হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ২৪ সেপ্টেম্বর থেকে দুদকের গঠিত প্রকৌশল কমিটি বিভিন্ন প্রকল্পের পরিমাপসহ প্রয়োজনীয় কাজ করবে। এজন্য সার্বিক সহযোগিতা করতে পৌরসভার সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের আলোকে সুষ্ঠু এবং অনুসন্ধানী তদন্তের জন্য পটুয়াখালী দুদকের উপ-পরিচালককে নিয়োগ দেয়া হয়। এর আগে একই অভিযোগে মেয়রের অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু হলেও অজ্ঞাত কারণে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্যাহার করা হয়েছিল। ফলে ২০০ কোটি টাকা দুর্নীতির তদন্ত নিয়ে সংশয় ছিল নানা মহলের।

এ ঘটনায় সর্বশেষ গত ১৩ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার স্বাক্ষরিত এক চিঠিতে বর্তমান মেয়র মো. মহিউদ্দিন আহম্মেদকে ২০১০-২০১১ অর্থবছর থেকে ২০১৮-২০১৯ অর্থবছর পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ, সম্প্রসারণ, টিউবওয়েল স্থাপন সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে নোটিশ করা হয়। এর আগে এসব বিষয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ভিন্ন ভিন্নভাবে সংশ্লিষ্ট দপ্তরে কয়েকটি আবেদন জমা দেন স্থানীয়রা।

ঝালকাঠির রাজাপুরের বেসরকারি প্রতিষ্ঠান সোহাগ ক্লিনিকের অনিয়মের প্রমাণ মেলায় ক্লিনিকের পরিচালক আহসান হাবিব সোহাগকে কারণ দর্শানোর জন্য চিঠি দিয়েছে ঝালকাঠি স্বাস্থ্য বিভাগ। ২১ সেপ্টেম্বর ডা. রতন কুমার ঢালি স্বাক্ষরিত নোটিশ সিভিল সার্জন কার্যালয় পাঠানো হয়েছে। সাত কর্ম দিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, উপজেলার বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কমিটি গত ১৭ সেপ্টেম্বর সোহাগ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে ২০১৮-২০১৯ অর্থ বছর থেকে অনলাইন প্রক্রিয়ায় নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। কিন্তু তারপরও সোহাগ ক্লিনিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন না করেই বর্তমানে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালু রেখেছে।

এছাড়া পরিদর্শনকালে আবদুল কাদের নামে একজন ভর্তি রোগীর ব্যবস্থাপত্রে রক্ত দেয়ার তথ্য উল্লেখ না থাকলেও তার দেহে রক্ত পরিসঞ্চালন করতে দেখা যায় যা সুষ্ঠু চিকিৎসা সেবার পরিপন্থী। একই সঙ্গে প্রতিষ্ঠানের ২০১৭-২০১৮ সনের লাইসেন্সে প্রতিষ্ঠানটি ১০ শয্যার অনুমোদিত হলেও সরেজমিনে প্রায় ৫০টি শয্যা দেখতে পায় পরিদর্শন কমিটি।

ঝালকাঠি সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি বলেন, এসব অনিয়মের কারণ জানতে চেয়ে কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ভোলার গ্যাস বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার প্রতিবাদে এবং সেই গ্যাস বরিশালে আনার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বুধবার ((২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বৃষ্টি উপেক্ষা করে তারা এই মানববন্ধন করেন।

এসময় বাসদের জেলা সদস্য সচীব ডা. মনীষা চক্রবর্তী বলেন, ভোলার গ্যাস উত্তোলনের জন্য দেশের স্বার্থে দেশীয় কোম্পানিকে দায়িত্ব দিতে হবে। উত্তোলনকৃত গ্যাস বরিশালে এনে গ্যাসভিত্তিক কলকারখানা স্থাপনের দাবি জানান তিনি।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাসদের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী জয়তু শেখ হাসিনা অনলাইন আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট শুরু হবে বৃহস্পতিবার বেলা আড়াইটায়।

সাউথ এশিয়ান চেস কাউন্সিল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য এই অনলাইন দাবায় মোট ৬ হাজার মার্কিন ডলার প্রাইজমানি দেয়া হবে।

বাংলাদেশের সর্বাধিক ৪৯ জন দাবাড়ু অংশ নেবেন এই টুর্নামেন্টে। দ্বিতীয় সর্বোচ্চ ৫ জন অংশ নেবেন ভারতের। দুইজন করে প্রতিযোগি থাকবেন পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের। একজন করে প্রতিযোগি থাকবেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইরান ও রাশিয়ার।

১২ জনের মতো গ্র্যান্ডমাস্টর খেলবেন টুর্নামেন্টে। তাই বাংলাদেশের দাবাড়ুদের জন্য রাখা হবে আলাদা দেড় হাজার ডলার প্রাইজমানি। মূল প্রাইজমানি সাড়ে ৪ হাজার ডলার পাবেন ১৬

জন। বাংলাদেশের ৩ জনসহ ১৯ জন পুরস্কার পাবেন প্রধানমন্ত্রীর নামের এই প্রতিযোগিতায়।

কত বড় ফুটবলার ছিলেন, এর আগে তার পরিচয়- স্বাধীন বাংলা ফুটবল দলের গর্বিত সদস্য তিনি। ৭০ দশকের সেই তুখোড় স্ট্রাইকার নওশেরুজ্জামান আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালের আইসিউতে ছিলেন নওশেরউজ্জামান। রাজধানী গ্রিনলাইফ হাসপাতালে তাকে ভর্তি করা হয় ৭ সেপ্টেম্বর। সপ্তাহখানেক আগে তাকে নেয়া হয় ইবনে সিনা হাসপাতালে। সেখানে আইসিইউতে করোনার সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন তিনি।

করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথমে তাকে নেয়া হয় মুগদা হাসপাতালে। সেখানে আইসিইউ খালি না পাওয়ায় পরে নেয়া জয় গ্রিনলাইফ হসপিটালে। সেখানে চিকিৎসা নিয়েও তার অবস্থা কোনো উন্নতি হচ্ছিল না। শেষে ইবনে সিনায় স্থানান্তর করা হয় মোহামেডানের এই তারকাকে। সেখানে তাকে রাখা হয় লাইফ সাপোর্টে। পরিবারের সঙ্গে যোগ হয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টাও। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করে তাকে সুস্থ করার নির্দেশনা ছিল।

কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ৭২ বছর বয়সী এই ফুটবলযোদ্ধা ইহলোকের মায়া কাটিয়ে গেলেন। মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তার মরদেহ আনা হবে বলে জানা গেছে। সেখানে অনুষ্ঠিত হবে তার নামাজে জানাজা।

তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন অন্য একটি হাসপাতালে। মৃত্যুকালে নওশেরউজ্জামান এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-পরিজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কাল মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি চাঁদপুরে।

মেজর (অবঃ) হাফিজউদ্দীন, কাজী সালাউদ্দীন ও এনায়েতুর রহমানদের স্বর্ণ সময়ে ঢাকার ক্লাব ফুটবলে ঢাকা মোহামেডানের অন্যতম স্ট্রাইকার ছিলেন নওশেরউজ্জামান। ১৯৭৫ সালে ঢাকা লিগে ২১ গোল দিয়ে সর্বাধিক গোলদাতাও হয়েছিলেন তিনি।

ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলেছেন সুনাম ও দক্ষতার সঙ্গে। ঢাকা মোহামেডান ও কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে প্রায় এক যুগ ঢাকা ক্রিকেট লিগও খেলেছেন নওশের। ফুটবলার নওশেরের পজিশন ছিল স্ট্রাইকার। আর ক্রিকেটার নওশের ছিলেন ওপেনিং ব্যাটসম্যান।