বরিশাল নগরীর চরকাউয়া এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

আজ ১১ অক্টোবর ভোর ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি। অভিযানে ১ কেজি গাঁজাসহ পিরোজপুর জেলার সদর থানা এলাকার মরিচাল গ্রামের মৃত শাহাদাৎ খানের পুত্র মোঃ বাহাদুর হোসেন অপু (৩২)কে আটক করা হয়েছে।

জানা গেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক সুজিত কুমার গোমস্তা অভিযানটি পরিচালনা করেন। এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অনলাইন ডেস্ক :: বগুড়ার ধুনট উপজেলায় শেফালী বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছেন স্বামী এশারত আলী আকন্দ। শনিবার রাত ২টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি-সরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অন্যান্য দিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন এশারত আলী ও তার স্ত্রী শেফালী বেগম। রাত ২টার দিকে তাদের ঘরের ভেতর থেকে শব্দ শুনতে পান লোকজন।

প্রতিবেশীরা এ সময় এশারত আলীর ঘর চারদিক থেকে ঘিরে ফেলেন। সবাই এশারতকে ঘরের দরজা খুলতে বলেন।

এ সময় এশারত আলী ঘরের ভেতর কেউ ঢোকার চেষ্টা করলে সবাইকে জবাই করার হুমকি দেন। এক পর্যায়ে কৌশলে ঘরের দরজা খুলে পালিয়ে যান এশারত আলী।

নিহতের ছেলে সেলিম হোসেন জানান, সন্ধ্যার দিকে মা ও বাবার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। সেই বিরোধের জের ধরে বাবা আমার মাকে গলা কেটে হত্যার পর পালিয়ে গেছেন।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক এশারত আলীকে আটকের চেষ্টা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্নার বিরুদ্ধে আপন ভাইকে খুন-জখমের হুমকির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ক্ষুদ্রকাঠি গ্রামে বাবার রেখে যাওয়া সম্পত্তি সমবন্টন না করে নিজে একাই ভোগদখল করার প্রতিবাদ করায় ছোট ভাইকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

এমন অভিযোগ এনে ছোট ভাই আফজাল ওয়াহিদ আবির শনিবার সংশ্লিষ্ট বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জানা গেছে- ফয়সাল ওয়াহিদ মুন্না এবার কলসকাঠি ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ নৌকার প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।
বিষয়টি শনিবার রাতে মুঠোফোনে নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম বরিশালটাইমসকে জানান, সাধারণ ডায়েরিটি মাঠপর্যায়ের একজন কর্মকর্তাকে তদন্তভার দেওয়া হয়েছে।


সাধারণ ডায়েরি
সাধারণ ডায়েরিতে আফজাল ওয়াহিদ আবির উল্লেখ করেন- তার পিতা আব্দুর রাজ্জাক তালুকদার তিন মাস পূর্বে আকস্মিক মৃত্যুবরণ করলে বড় ভাই ফয়সাল ওয়াহিদ মুন্না বাবার রেখে যাওয়া সম্পত্তি একই ভোগদখল করেন। পরে আমি বরিশালের কাউনিয়াস্থ বাসায় অবস্থান নিলে সেখান থেকেও বের করে দেয়। এবং সর্বশেষ কলসকাঠিতে বাবার বাড়িতে অবস্থান নিলে সেখানে গিয়েও তাড়িয়ে দিতে প্রভাব বিস্তার করে নানান ভাবে হুমকি-ধামকি দেয়।

সর্বশেষ ১ সেপ্টেম্বর সকালে ফয়সাল ওয়াহিদ মুন্না ক্ষুদ্রকাঠি গ্রামের বাসায় উপস্থিত হয়ে আফজাল ওয়াহিদ আবিরকে বের হয়ে যেতে বলেন। নতুবা খুন-জখম ও পঙ্গু করে দেওয়ার হুমকিসহ মামলায় ফাঁসানোর ভয়ভীতি দেখায়। এতে ভীতিগ্রস্ত হয়ে আফজাল ওয়াহিদ আবির জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরিটি করেন।

তবে বাবার সম্পত্তি জবরদখল করাসহ হুমকি-ধামকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে ফয়সাল ওয়াহিদ মুন্না মুঠোফোনে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলেন- আনীত অভিযোগসমূহ মিথ্যে। তার দাবি- ছোট ভাই আবির একজন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন।

তিনি এবার নৌকার প্রার্থী হয়ে কলসকাঠি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন জানিয়ে বলেন, কোন একটি মহল ছোট ভাইকে ব্যবহার করে অপপ্রচার চলানোর সুযোগ নিয়েছে।’

অনলাইন ডেস্ক :: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ মো. সুমন (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে র‌্যাব-১০ (সিপিসি-২)-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইলফোন জব্দ করা হয়।

র‌্যাব-১০ (সিপিসি-২) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ জানান, গ্রেফতার সুমন সুমন সিলেট কোতোয়ালি শেখঘাট খাসি এলাকার কামাল হোসেনের ছেলে।

তিনি আরও জানান, সুমন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্যের চালান গাড়িযোগে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্র দেয়াসহ বিভিন্ন অভিযোগে বরিশালের উজিরপুরের শিকারপুর বন্দরের হাঁতুরে চিকিৎসক সঞ্জয় কুমার রায়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার শিকারপুর বন্দরে হাঁতুরে চিকিৎসক সঞ্জয় রায়ের নাইস হেলথ কেয়ার নামের ফার্মেসীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র।

এছাড়া ওই বন্দরের কীটনাশক ব্যবসায়ী জহিরুল মৃধাকে তিন হাজার ও মিষ্টি ব্যবসায়ী করিমকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে সকালে ইচলাদী বাসষ্ট্যান্ডের এলাকায় অভিযান চালিয়ে ২ ওষুধ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর সংলগ্ন এলাকা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটকের পর রহস্যজনক কারণে একজনকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। একই সাথে সংশ্লিষ্ট থানা পুলিশের এমন কর্মকান্ডের পেছনে মোটা অংকের ঘুষ লেনদেনের গুঞ্জন শোনা যাচ্ছে ওই এলাকায়।
শিকারপুর বন্দরের প্রত্যক্ষদর্শী একাধিক বাসিন্দারা জানান, শুক্রবার রাত ১১টার দিকে শিকারপুর বন্দরের উত্তর পাশের মসজিদ-মাদ্রাসা সংলগ্ন একটি বাগান থেকে লঞ্চের ভ্রাম্যমাণ হকার সোহাগকে ১০ পিচ ইয়াবা ও গাঁজাসহ আটক করে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিএম আনিসুজ্জামান।

পরবর্তীতে আটককৃত সোহাগের দেয়া তথ্য অনুযায়ী স্থানীয় মাদক ব্যবসায়ী কালাম ও সোহেল খানকে আটক করা হয়। তবে আটকের কয়েকঘন্টা পরে রাতেই রহস্যজনক কারণে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সোহেলকে ছেড়ে দেয় এসআই আনিসুজ্জামান। একই সাথে সোহাগ ও কালামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে জানতে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিএম আনিসুজ্জামানের ০১৯১১১৩২১৩২ নম্বরে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, সোহাগ ও কালাম নামের দুইজনকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে কাউকে ছেড়ে দেয়ার বিষয়টি আমার জানা নেই।

 

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় মাছের দাম চাওয়ায় ৪ মাছ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মামুন মোল্লার বিরুদ্ধে।

শনিবার রাতের দিকে এই ঘটনার পর প্রতিবাদে মাছ ব্যবসায়ী সহ বাজারের সকল দোকানী দোকান বন্ধ করে প্রতিবাদ জানায়।

হামলাকারী মামুন মোল্লা ও তার সহযোগী সোহেল বিশ্বাস স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা আরো জানান, মামুন ২ বছর আগে ছাত্রদলের রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়। তার বড় ভাই জাকির মোল্লা ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মেঝ ভাই মনির মোল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

হামলায় আহত হন মাছ ব্যবসায়ী জসিম, সমীর, দেলোয়ার ও আনিচ।

তারা জানান, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে রূপাতলী হাউজিংয়ের পরিত্যক্ত জায়গায় অবৈধভাবে বাজার বসিয়ে প্রতি দোকান থেকে দেড়শ’ এবং বড় দোকান হলে ২শ’ টাকা করে আদায় করছে মনির মোল্লা ও তার ভাই মামুন মোল্লা। বাজারের নিয়ন্ত্রক হওয়ায় মামুন মোল্লা মাছ ব্যবসায়ীদের কাছ থেকে মাছ নিয়েও টাকা দেন না। বাজারের মাছ ব্যবসায়ী সমীরের কাছ থেকে ৬শ’ টাকা কেজি দরে ৩ কেজি মটকা চিংড়িং এবং জসিম ও আনিচের কাছ থেকে অন্যান্য মাছ নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলো মামুন মোল্লা। এ সময় তারা টাকা চাওয়ায় মামুন ও তার সহযোগী সোহেল বিশ্বাস ঐ ৪ মাছ ব্যবসায়ীকে মারধর করে।

বাচ্চু খান নামে আরেক মাছ ব্যবসায়ী জানান, মামুন মোল্লা তার কাছ থেকে দেড় বছর আগে দেড় হাজার টাকার মাছ নিয়ে ২ মাস আগে ৫শ’ টাকা পরিশোধ করে। এখনও তার কাছে মাছের ১ হাজার টাকা পান তিনি। এভাবে বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও মামুনের কাছে টাকা পায়। বকেয়া টাকা চাইলে মামুন দোকানীদের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ তাদের।

এ ঘটনার পর বাজারের সকল ব্যবসায়ী দোকান বন্ধ করে প্রতিবাদ করে। শত শত ক্রেতা বাজারে গিয়েও দোকান বন্ধ থাকায় কেনাকাটা করতে পারেনি। খবর পেয়ে রাতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাকির মোল্লা ঘটনাস্থলে গিয়ে মামুনের সহযোগী সোহেল বিশ্বাসকে কয়েকটি চড় থাপ্পর দিলেও তার ভাই মামুনকে কিছুই বলেননি বলে জানিয়েছেন হামলার শিকার মাছ ব্যবসায়ীরা।

কাউন্সিলরের আশ্বাসে মাছ পঁচে যাওয়ার আশংকায় রাত ৮টার দিকে ফের বাজারে বেঁচাবিক্রি শুরু করেন তারা। এভাবে অসহায়ত্বের মধ্যেই তাদের ব্যবসা করতে হচ্ছে বলে দাবী তাদের।

ওয়ার্ড কাউন্সিলর জাকির মোল্লা সাংবাদিকদের জানান, বাজারে টুকটাক ওরকম ঘটনা ঘটে থাকে। হামলাকারী সোহেলকে ডেকে পিটিয়েছেন। বিবাদ মিটিয়ে দিয়েছেন। ভাইকে কেন কিছু বলেননি জানতে চাইলে জাকির মোল্লা বলেন, তার ভাই মামুন কিছু করেনি। মাছ বিক্রেতারা যে সব সত্যি বলে তাও নয়।

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, রূপাতলী বাজারে মাছ ব্যবসায়ীর উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

শামীম আহমেদ :: বরিশালের হিজলার মেঘনা নদীতে দিনভর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ সরঞ্জাম দিয়ে মাছ নিধন করার অপরাধে সাত জেলেকে আটক করে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছরের সাজা প্রদান করার পর আজ শনিবার সকল জেলেকে বরিশাল কারাগারে প্রেরণ করেছে হিজলা থানা পুলিশ প্রশাসন।

আটককৃত জেলেরা হচ্ছেনঃ খলিল খান,সুমন মাঝি, দেলোয়ার হোসেন,বাবুল সরদার,শহীদ বেপারী, মানিক মাঝি ও জালাল সরদার।

বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বেল­াল হোসেন বলেন, শুক্রবার হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুলচন্দ্র কবিরাজ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ হালিম হিজলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ সরঞ্জাম দিয়ে মাছ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করে। এদের সকলের বাড়ি হিজলা ও পাশ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলায়। এরা সকলেই পেশাধারী মৎস্য জেলে এবং জীবন জীবিকার একমাত্র অবলম্বন বলে জেলেরা জানান।

রাতে অভিযান শেষে ফিরে এসে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১ বছর করে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। পরে তাদেরকে রাতে হিজলা থানায় হস্তান্তর করা হয়। আজ শনিবার (১০ই) অক্টোবর সকালে সাজা প্রদান করা জেলেদেরকে বরিশাল কারাগারে প্রেরন করে থানা পুরিশ প্রশাসন।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা মোঃ আঃ হালিম জানান, তাদের অভিযান অব্যহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক : বরিশালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮)।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে নগরীর বিমান বন্দর থানা ক্ষুদ্রকাঠী সাকিনস্থ এলাকা থেকে অভিযুক্ত মোঃ আবুল হোসেন(৪৫)ও মোঃ সাইফুল ইসলাম (২৫) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫৫ (চারশত পঞ্চান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মদক বিক্রয়ের নগদ ৩০০ (তিন শত) টাকা উদ্ধার করে ।

আজ সকাল ১০ টায় র‌্যাব-৮ সদর দফতর প্রেরিত এক ই-মেইল বার্তায় জানিয়েছে, আটককৃত আবুল হোসেন বাবুগঞ্জ উপজেলার আমজেদ হোসেন হাওলাদারের এবং সাইফুল ইসলাম একই উপজেলার মৃত আদম আলী খানের সন্তান। তারা দীর্ঘদিন ধরে ক্ষুদ্রকাঠী এলাকায় মাদক ব্যবসা করে আসছিল ।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বিমান বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন ।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল শহরের নতুন বাজার সংলগ্ন বগুড়া রোড এলাকায় অভিযান চালিয়ে এক হেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। কোতয়ালি মডেল থানাধীন ওই এলাকায় শুক্রবার ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহির নেতৃত্বাধীন টিম অভিযান চালিয়ে রিয়াজ হোসেন (৪০) ও জামাল মোল্লা ওরফে রামু (৪৫) নামের এই দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার রিয়াজ তালুকদার শহরের অক্সফোর্ড মিশন রোডের তালুকদার বাড়ির মৃত সামসুল হক তালুকদারের ছেলে এবং জামাল মোল্লা ২৭ নম্বর ওয়ার্ডের রুইয়ার পোল এলাকার আব্দুর রব মোল্লার ছেলে।

ডিবি পুলিশ সূত্র জানায়- মাদকসহ দুই ব্যক্তি নতুন বাজারস্থ বগুড়া রোডে বন অফিসের সামনে ঘোরাঘুরি করে। এই খবর পেয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে হানা দিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে এবং সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করেন।

মাদক উদ্ধারের এই ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।’