ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের সঙ্গে টিকটক তৈরি করার দায়ে তিন ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সোমবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান।

শিক্ষক এসএম ফখরুজ্জামান বলেন, ‘তিনছাত্রী স্কুলড্রেস পরা অবস্থায় ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের নিয়ে নৌকায় ঘুরে বেড়াচ্ছিলেন। তারা টিকটক তৈরিতে ব্যস্ত থাকতেন।

এছাড়া শ্রেণি শিক্ষকদের দেওয়া মতামতে তাদের ক্লাস পারর্ফমেন্সও নূন্যতম ছিল না। পরে আমরা তাদের ক্লাস ফাঁকি দেওয়া এবং ঘুরে বেড়ানোর ভিডিও পাই। সেগুলো তাদের অভিভাবকদের ডেকে উত্থাপন করি এবং ছাত্রীদের ছাড়পত্র দেওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘নিয়ম মেনে না চলার প্রভাব হয়তো বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের ওপর পরতে পারে এমন ধারণা থেকেই আমাদের কঠোর হতে হয়েছে।

 

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মালবাহী ট্রলির চালক ও হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন।

সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের তবিরকাঠী গ্রামের জহিরুল ইসলাম, বায়েজিদ হোসেন ও রকিবুল ইসলাম।

ওসি আলাউদ্দিন মিলন বলেন, কুয়াকাটা থেকে যাত্রীবাহী বাস হুমায়ুন পরিবহন সকাল সাড়ে ১০ টার দিকে বরিশালে যাবার পথে বাখরকাঠী একটা মালবাহী খালি ট্রলি মহাসড়কের কাঠেরপুল এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ট্রলি চালক নিহত হন এবং ট্রলির অন্য দুজন যাত্রীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

নিজস্ব প্রতিবেদক|| বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামসুদ্দোহা আবিদের এর পক্ষ থেকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদের রূহে্র মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত এর আয়োজন করা হয়েছে।গতকাল জোহর নামাজ বাদ নগরীর অদুদিয়া জামে মসজিদ, কলমি লজ জামে মসজিদ এবং রোকেয়া আজিম রোড জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এরপর নগরীর ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

বরিশালে ৫ কেজি গাঁজা ও ৭ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৫ আগস্ট) রাত থেকে মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর পর্যন্ত নগরীতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের মিডিয়াসেল।

গ্রেফতারকৃতরা হলো, উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের মো. ফারুক জোমাদ্দার (৬৫), নগরীর সাগরদী দারোগা বাড়ী মসজিদ এলাকার মো. জামাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মো. রাব্বি হোসেন (১৯), গগন গলি শিশু পার্ক কলোনীর মো. মিরাজ হাওলাদার ওরফে কডা মিরাজ (২২) এবং বন্দর থানাধীন চরকরঞ্জী হাজী বা‌ড়ি এলাকার মো. সাইফুল ইসলাম ওরফে তানভীর খান (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ৪ টায় নগরীর ১০ নং ওয়ার্ডের রকেট ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ কেজি গাঁজাসহ মো. ফারুক জোমাদ্দারকে গ্রেফতার করা হয়। একইদিন ভোরে ৯নং ওয়ার্ডের দুইতলা লঞ্চ ঘাটের পল্টুনে অভিযান চালিয়ে মো. রাব্বি হোসেনকে গ্রেফতার করে ১ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি তাঁরই তথ্য সহযোগি মো. মিরাজ হাওলাদার ওরফে কডা মিরাজকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার রাত সাড়ে ৭ টায় সদর উপজেলার ৪নং ওয়ার্ডের বেলতলা-ঘো‌পেরহাট গামী রাস্তার উপর অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম ওরফে তানভীর খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে জানায় পুলিশের মিডিয়াল সেল।

 

রাজধানীর চকবাজারে চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার বরিশাল হোটেল মালিক মো. ফখর উদ্দিনকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এর আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই রাজীব কুমার সরকার আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

এদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে এই রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নাকচ করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার ভোরে রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তাচ্ছিল্যভাবে গ্যাস সিলিন্ডার রাখা, যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গত ১৫ আগস্ট চকবাজারের পলিথিন ও প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডে ৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তারা ওই ভবনের নিচতলায় বরিশাল হোটেলের কর্মচারী।

 

জয় (ছদ্মনাম) নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্র প্রতিষ্ঠানটির শেখ হাসিনা ছাত্রী হলের সামনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি শেরে বাংলা হলের থাকেন।
জানা গেছে, তার প্রেমিকা মেঘা (ছদ্মনাম) ববির শেখ হাসিনা হলে থাকেন। মেঘার সঙ্গে জয়ের সম্পর্কও দীর্ঘদিনের।

দুজনের মধ্যে মনোমালিন্যের কারণে জয় নিজেকে শেষ করে দেওয়া চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে।
শেখ হাসিনা হলের গেটম্যানরা জানান, জয় ও মেঘা দুজনই হলের গেটের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় জয় তার প্রেমিকাকে আত্মহত্যার হুমকি দেন। এ সময় এক শিক্ষক সেখানে আসেন, দুজনকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।

কিছুক্ষণ পরে জয় তার প্রেমিকার হলের সামনে আসেন, এবং চাকু দিয়ে নিজেকে হত্যার চেষ্টা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড. মো. খোরশেদ আলম ঘটনাস্থলে গিয়ে জয়কে নিরস্ত্র করেন।

এ ব্যাপারে প্রোক্টর খোরশেদ আলম বলেন, ঘটনা জেনেই আমি বিশ্ববিদ্যালয়ে আসি। তারপর শেখ হাসিনা হলে যাই দ্রুত। ঘটনাস্থল থেকে ওই ছাত্রকে নিরস্ত্র করে পরিস্থিতি শান্ত করি। ছেলেটি খুবই আবেগী, তাই এমন সিদ্ধান্ত নিয়েছিল। শেরে বাংলা হলের প্রভোস্ট ও শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষকদের উপস্থিতিতে আমরা তাদের দুজনের সঙ্গে কথা বলেছি। সমস্যা সমাধানের জন্য তাদের বলা হয়েছে। এ ব্যাপারে সার্বক্ষণিক আমাদের নজর থাকবে।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বরগুনায় ছাত্রলীগের সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। আজ মঙ্গলবার ছাত্রলীগের দপ্তর সেল থেকে দেওয়া সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন বিদ্যুৎ এবং উপ-তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রশিদ রাফি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক সোমবার বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও হামলার ঘটনার তদন্তের স্বার্থে এই তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী তিনি কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গতকাল সোমবার বরগুনায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি ভবনের ভেতরে থাকা ছাত্রলীগের একপক্ষের নেতাকর্মীদের পিটিয়ে বের করে দেয় পুলিশ।

পুলিশের পিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, সংঘর্ষের একপর্যায়ে ছাত্রলীগের একটি পক্ষ বরগুনা জেলা শিল্পকলা একাডেমি ভবনের ভেতরে ঢুকে যায়। এ সময় পুলিশ সেখানে ভবনে ঢুকে ছাত্রলীগ কর্মীদের পিটিয়ে বের করে দেয়। দৌড়ে বের হওয়ার সময় একাডেমির সড়কে লাঠি নিয়ে দাঁড়িয়ে পুলিশ সদস্যরাও তাদের পেটাতে থাকেন। পিটুনি খেয়ে অনেকে সড়কে পড়ে যান। সেখানেও তাদের পেটানো হয়।

ওই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে এমপির সামনে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে। সেই আলোচনার মধ্যেই তাকে বরগুনা থেকে বরিশাল রেঞ্জে সরিয়ে দেওয়া হয়েছে।

 

রাজশাহীর চারঘাট উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবার হাতে ছেলে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম জাহাঙ্গীর আলম। আজ মঙ্গলবার সকালে উপজেলার ঝিকড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর চারঘাট উপজেলার সাদরা ইউনিয়নের ঝিকড়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। অভিযুক্ত আব্দুল কুদ্দুসের দুই স্ত্রী। নিহত জাহাঙ্গীর আলম বড় স্ত্রীর ছেলে। এ ঘটনায় কুদ্দুসকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আব্দুল কুদ্দুস দ্বিতীয় স্ত্রীর ছেলেমেয়েদের নামে জমিজমা লিখে দিলে প্রথম স্ত্রীর ছেলের সঙ্গে বিরোধ বাধে। এরই সূত্র ধরে আজ সকালে পাটক্ষেতে বাবা আব্দুল কুদ্দুস ও ছেলে জাহাঙ্গীরের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে হাতে থাকা পাট কাটা হাসুয়া দিয়ে ছেলেকে কোপা দেন আব্দুল কুদ্দুস। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।

 

বরিশালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড নগরীর রুপাতলী বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ১৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেন।

(১৬ আগস্ট) রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সাতক্ষীরা থেকে আশা কুয়াকাটাগামী একটি যাত্রীবাহি বাস তল্লাশী করে ১৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। যার বাজার মূল্য এক লক্ষ ২০ হাজার টাকা।

এসময় বাসে জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস এর উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করেন।

আজ মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল।

 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের একটি চরে শ্যালকের ধারালো অস্ত্রের আঘাতে কেতাব আলী সরদার (৫০) নামক একজন নিহত হয়েছেন। চরের জমি চাষাবাদ করা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্যালক টিপু হাওলাদারে শাবলের আঘাতে তিনি নিহত হন।

পুলিশ ঘাতক টিপুকে আহতবস্থায় গ্রেফতার করেছে। নিহত কেতাব আলী সংলগ্ন আন্ধারমানিক ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মৃত বেলায়েত ঢালী সরদারের ছেলে। কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়ের এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা নিয়ে কেতাব আলীর সঙ্গে তার শ্বশুর পরিবারের বিরোধ চলছিল।

মঙ্গলবার সকালে কেতাব আলী বিরোধীয় জমি চাষাবাদ করতে গেলে শ্বশুর পরিবার বাধা দেয় এবং একপর্যায়ে দুইপক্ষের মারামারি হয়। এসময় শ্যালক টিপুর শাবলের আঘাতে কেতাব আলী ঘটনাস্থলে নিহত হন।

ওসি জানান, কেতাব আলীর হাতে থাকা দায়ের আঘাতে শ্যালক টিপুও আহত হয়। তাকে আহতবস্থায় গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, কেতাব আলী দীর্ঘবছর মধ্যপ্রাচ্য প্রবাসী ছিলেন।

প্রবাস থেকে তিনি স্ত্রীর কাছে টাকা পাঠান। শ্বশুর সেরাজ আলী ওই টাকা দিয়ে নিজ নামে জমি কিনে তার ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে ভাগবন্টন করে নেন। এনিয়ে কেতাব আলীর সঙ্গে শ্বশুর পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছে।

বিরোধীয় জমিতে মঙ্গলবার সকালে চাষাবাদ করতে যান কেতাব আলী। এসময় শ্বশুর সেরাজ আলী ও শ্যালক টিপুসহ অন্যনরা এসে বাধা দিলে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এতে কেতাব আলী নিহত ও শ্যালক টিপু গুরুতর আহ হয়েছে।