ইয়াবা ও টাকাসহ আটকের পর সেগুলো রেখে দুই ব্যক্তিকে ছেড়ে দেয়ার অভিযোগে তিন পুলিশ সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলেও বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।

গ্রেপ্তার পুলিশ সদস্যরা হলেন শাহ মোহাম্মদ হাসান, আরাফাত নাজিম উদ্দীন এবং বিমল চাকমা। তারা সাতকানিয়া থানার ঢেমশা তদন্ত কেন্দ্রের কনস্টেবল। গ্রেপ্তার অন্য তিনজন হলেন মাদকসহ আটক মো. বেলাল ও মো. আরাফাত এবং তাদের সহযোগী নেজাম উদ্দিন।

থানা সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট নাপিতের চর থেকে ২৪০ পিস ইয়াবা ও এক লাখ টাকাসহ বেলাল ও আরাফাতকে আটক করেন ওই তিন কনস্টেবল। ইয়াবা ও টাকা রেখে দেয়ার বিনিময়ে ওই দুজনকে ছেড়ে দেন তারা। সেই টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন ওই তিনজন।

বিষয়টি জানাজানি হলে সাতকানিয়া সার্কেলের এএসপি জাকারিয়া রহমান জিকুর নির্দেশে তদন্ত শুরু করেন থানার এসআই জাহাঙ্গীর আলম। অভিযোগের সত্যতা পেয়ে তিন কনস্টেবল, তাদের সোর্স সোলাইমান এবং মাদক কারবারি বেলাল, আরাফাতসহ আটজনকে আসামি করে মামলা হয়। মামলা করেন এসআই জাহাঙ্গীর।

সেই মামলায় ওই তিন কনস্টেবলকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বুদ্বীপ থেকে গোপন সংবাদে ভিত্তিতে বরিশাল ডিবি (ওসি) আব্দুল রাজ্জাক মোল্লার নির্দেশনায় উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মো কাদের ফরাজি’র ছেলে মো.মাসুম ফরাজিকে (৩৫) ১ কেজি গাঁজা সহ আটক করে বরিশাল ডিবি টিম।।

১০ আগস্ট মঙ্গলবার রাত ১২টায় ডিবি পুলিশের উপ- পরিদর্শক বেলায়েত হোসেন, আবু হুরায়রা জিহান, সহকারী উপ-পরিদর্শক মো. কিবরিয়া,মো.মশিউর, মো. বশির উদ্দিন, ও মো. রিয়াজ হোসেন এই অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন।

দীর্ঘদিন ধরে বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গাঁজার রমরমা ব্যবসায় মাদক বিক্রেতা উৎফুল্ল হয়ে উঠেছিল।

১ কেজি গাঁজা সহ মাদক বিক্রেতাকে এবং এর আগেও বিভিন্ন সময়ে ইয়াবা ট্যাবলেট সহ বহু মাদক ব্যবসায়ী ও সেবকদের আটক করায় বানারীপাড়া উপজেলার সচেতন মহলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছে বরিশাল ডিবি পুলিশ।

এবিষয়ে ডিবি পুলিশের উপ- পরিদর্শক বেলায়েত হোসেন বলেন,গাঁজাসহ আসামি কে বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে, বরিশাল জেলা ডিবি পুলিশের মাদকের বিরুদ্ধে অভিযান সবসময়ই অব্যাহত থাকবে ।।

বরিশালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (৯ আগস্ট) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- চরবাড়িয়া এলাকার মাসুম খান ওরফে হেলাল উদ্দীন ওরফে বুলেট (৪১), বন্দর থানাধীন চরকাউয়া দিনারের পোল এলাকার পারভিন বেগম (৪০) ও যশোর জেলার শারশা থানাধীন বাগাছড়া বকুলতলা এলাকার মোসা. রিজিয়া আক্তার তানিয়া (৪২)। এছাড়া অভিযানের সময় ইকবাল হোসেন নামে একজন পালিয়ে যান।
তিনি যশোর জেলার শর্শা থানাধীন ১ নম্বর কলোনির বাগাছড়া এলাকার ফজর আলী গাইনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম কোতোয়ালি মডেল থানাধীন বৈদ্যপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় তাদের আটক করা হয়। অভিযানে আটকদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অপরদিকে, বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশের সদস্যরা চরকাউয়া সংলগ্ন লাহারহাটগামী সড়কে অভিযান চালান। এ সময় ১২২ পিস ইয়াবা ও আধাকেজি গাঁজাসহ রাসেল তালুকদার (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক রাসেল চরকাউয়া এলাকার বাসিন্দা করিম তালুকদারের ছেলে।
উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

 

নিজস্ব প্রতিবেদক: আশেকানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামীর বিভাগ FGRF অধীনে বিভিন্ন জায়গায় অসহায় ও দুঃস্থ মানুষদের কে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। সোমবার ৯ আগস্ট বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। দাওয়াত ইসলামীর বিভিন্ন দ্বীনি কাজের পাশাপাশি করোনাকালীন সময়ে দেশব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ ,কাফন দাফন কার্যক্রম পরিচালনা করা , বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। দেশবাসীকে এই কাজে সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করেছেন। করোনা মহামারী থেকে রক্ষা পেতে আল্লাহ তায়ালার দরবারে দোয়া সহ ভ্যাকসিন নেয়ারও আহ্বান জানায়। এবং দাওয়াতে ইসলামী পরিচালনা দিয়ে ১০০% শরীয়ত সম্মত চ্যানেল মাদানী চ্যানেল বাংলা দেখার আহ্বান জানানো হয় (প্রেস বিজ্ঞপ্তি)।

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে প্রকাশ্যে জমি সংক্রান্ত বিরোধে আলোচিত বীর মুক্তিযোদ্ধা দোলোয়ার হোসেন তালুকদার ও তার ছেলে বিপ্লব তালুকদারকে পরিকল্পিত ভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামী সবুজ সেপাইকে গ্রেফতার করেছে পুলিশ।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, ওসি তদন্ত ও মামলা তদন্তকারী কর্মকর্তা মমিন উদ্দিনসহ একদল চৌকস পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে ৯ আগষ্ট সোমবার ভোরে বানাড়ীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের লবনসারা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার ৪নং আসামী সবুজ সিপাইকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য ২৯ জুলাই সকাল ৭টায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বামরাইল ইউনিয়নের কৃষকলীগের সভাপতি আটিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার(৭০)কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে একই এলাকার নুরুল ইসলাম সিপাই, আগজর আলী সিপাই, সবুজ সেপাইসহ ২৫/৩০ জন সন্ত্রাসী।
এ সময় নিহতের বড় ছেলে বিপ্লব তালুকদার (৩৫) টেটাবিদ্ধ হয়। তার স্ত্রী রোজিনা বেগমকে সম্পূর্ণ বিবস্ত্র করে হাতের কব্জি ও স্তন কেটে ফেলে। মেঝছেলে সোহাগ তালুকদার(৩২) কে মাথায় কুপিয়ে গুরুতর জখম ও ডান পা বিচ্ছিন্ন করে ফেলে।
ছোট ছেলে জুয়েল তালুকদার(৩০) এর মাথা ও পিঠে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার অবস্থা বেগতিক দেখে সকলকে বরিশাল শেবাচি হাসপাতালে প্রেরণ করে।
এদিকে বরিশাল শেবাচিম হাসপাতালে আহতদের নিয়ে উপস্থিত হলে সকাল সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার তালুকদারকে মৃত ঘোষনা করেন।
অন্যান্য আহতদের অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ডাঃ তাদেরকে ঢাকায় প্রেরন করেন।
এ ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের ছেলে জুয়েল তালুকদার বাদী হয়ে ৩২জন/অজ্ঞাত ১০ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
৭ জুলাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আহত বিপ্লব তালুকদার মারা যায়। অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান হত্যা মামলার ৪নং আসামী সবুজ সেপাইকে গ্রেফতার করে বাকী আসামীদের গ্রেফতারের উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। তিনি আরো বলেন বিপ্লব তালুকদারকে সবুজ সেপাই উপর্যুপরি ভাবে কুপিয়ে হত্যা করেছে।
উজিরপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে এক বখাটে বলে অভিযোগ করেছে ছাত্রী ও তার মাতা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী ছাত্রী ও পরিবার সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামের এসকান্দার আলি সরদারের ছেলে বখাটে রবিন সরদার(২৩) ৭ আগষ্ট বেলা ১১ টার দিকে পাশ্ববর্তী বাড়ীর চতুর্থ শেণির ছাত্রীকে পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে বখাটে সটকে পরে।
৯ আগষ্ট সোমবার সকাল ১০ টায় পুনরায় ওই ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করতে গিয়ে হাতে নাতে ধরা পরে। এরপর এ নিয়ে ধর্ষকের পরিবার ও ছাত্রীর পরিবারের মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়।
পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরে। এ ব্যাপারে ছাত্রীর মাতা জানান আমার নাবালিকা মেয়েকে ওই বখাটে জোপূর্বক ধর্ষণ করেছে। আমি ওই বখাটের বিচার চাই। ধর্ষক পলাতক রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন বখাটে রবিন নারী কেলেঙ্কারীসহ এলাকায় বিভিন্ন ক‚-কর্মের সাথে জড়িয়ে পড়েছে। অভিযুক্তর বড়ভাই রুবেল সরদার জানান, ওই ছাত্রীর মা পূর্ব শত্রুতার জের ধরে আমার ছাট ভাই রবিনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাদের হয়রানি করছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে অভিযুক্ত’র বিরুদ্ধে মামলা নেয়া হবে এবং অভিযুক্তকে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ইতিমধ্যে ঘটনাস্থল পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।
 বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত মনির তালুকদার এর কন্য অষ্টম শ্রেনীর মাদ্রাস পড়ুয়া ছদ্মনাম রেসমা (১৪) কে একই বাড়ির শাহজাহান তালুকদারের কুলঙ্গার এবং বখাটে পুত্র পুত্র রফিকুল ইসলাম রাজিব (২৬) প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষনের চেষ্টা করে।
এরি ধারাবাহিকতায় গত ২০ জুলাই বিকাল অনুমান ৫ টায় রেসমাকেকে বখাটে রাজিব তাহার বসত ঘরে ডেকে নিয়ে বারান্দায় রুমের মধ্যে জোর পুর্বক ধর্ষন করার চেষ্টা করে।
রেসি ডাকচিৎকার দিলে রেসির চাচা রাসেল তালুকদার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।উক্ত ঘটনায় রেসমার চাচা মো: রাসেদ তালুকদার বাকেরগঞ্জ থানায় গত ১লা আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী আইনের ২০০৩ এর ৯(৪)খ ধারায় রাজিবকে করে মামলা দায়ের করেন।
যাহার জিআর নং-১৫০/২১। এ প্রসঙ্গে মামলার বাদী সাংবাদিকগনদেরকে অভিযোগ করে জানান মামলাটি রুজু হওয়ার পর থেকেই উক্ত মামলার আসামি রাজিব তালুকদারের পিতা মোঃ শাহজাহান তালুকদার ও অত্র এলাকার একটি ধর্নাঢ্য প্রভাবশালী মহল দেরকে নিয়ে মামলাটি প্রত্যাহারের জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসতেছে।
বর্তমানে মামলার বাদী ও ভিকটিম চরমভাবে নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে বলে জানাযায়। তাই উক্ত বিষয়ে মামলার বাদী রাশেদ তালুকদার আসামি রাজিব তালুকদারকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী পরিবার।
 বরিশাল নগরীর আলোচিত মাদক ব্যবসায়ী মাসুম খান বুলেটকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শহরের বৈদ্যপাড়া এলাকা থেকে দুই নারীসহ তাকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধারের তথ্য দিয়েছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, তাদের সদস্য উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুজিত গোমস্তার নেতৃত্বাধীন একটি ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি থানাধীন বৈদ্যপাড়া এলাকায় অভিযান চালিয়েছে।
এবং সেখান থেকে ফেন্সিডিল ও দুই নারীসহ বুলেটকে আটক করে।
আলোচিত বুলেট বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তোতা মিয়ার ছেলে ও উপজেলা যুবলীগ নেতা খান শাহিনের ভাই। অভিযোগ আছে, সে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে বেড়াতেন।
বিভিন্ন সূত্র নিশ্চিত করে, গ্রেপ্তার বুলেট ও তার বন্ধু অ্যাডভোকেট লিখন নগরীতে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ চালিয়ে আসছিল।
গত বছরে তারা একত্রে ফেন্সিডিল আনতে যশোরে গেলে সেখানে বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা তার দুই সহযোগীকে আটক করে। এসময় কোনো মতে পালিয়ে আসতে সক্ষম হয় তারা।
এর পূর্বে বন্ধু অ্যাডভোকেট লিখনের চেম্বার থেকে একাধিকবার মাদক উদ্ধার হলে সেখানেও বুলেটের নামটি আলোচনায় আসে। কিন্তু অদৃশ্য কারণে তাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার বা মামলায় আসামি করা হয়নি।
একটি সূত্র জানায়, বুলেট সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা হলেও শহরের কালুশাহ সড়কে ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসেছেন।
এবং এই এলাকারসহ আশপাশের মহল্লাগুলোতে মাদকের একটি সিন্ডিকেট তৈরি করেছেন। যশোর থেকে ফেন্সিডিল এনে তা এলাকায় বসে সরবরাহ করতেন।
ডিবি পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গত বছর যশোরে বিজিবির ধাওয়া খেয়ে পালিয়ে আসার পর থেকে বুলেটের ওপর নজর রাখা হচ্ছিল। রোববার ওই দুই নারী তাকে ফেন্সিডিল সরবরাহ করতে আসলে ডিবি পুলিশ সদস্যরা হাতেনাতে গ্রেপ্তার করে।
এবং এই ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় একটি মামলাও করেছে ডিবি পুলিশ।’
 পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় শফিকুল ইসলাম (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার শিশুটির নানা বাদি হয়ে অভিযুক্ত শফিকুলকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। আটককৃত কিশোর শফিকুল ইসলাম উপজেলার ভেচকি গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের কারণে মায়ের সাথে নানা বাড়িতে বসবাস করে শিশুটি।
গত ৫ আগস্ট দুপুরে বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশের একটি গোডাউনে মোবাইলে চার্জ দিয়ে শিশুটিকে সেখানে রেখে মা তার জন্য মুড়ি আনতে যান।
এসময় অভিযুক্ত শফিকুল গোডাউন ঘরে ঢুকে শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার দুইদিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়।
মামলার তদন্তকারি কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই মোঃ নোমান জানান, অভিযুক্ত কিশোর প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, শিশুটির ডাক্তারী পরীক্ষা রোববার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
আটককৃত কিশোরকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে পিরোজপুর শিশু আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদরের সারেঙ্গল গ্রামে বিদ্যুতায়িত হয়ে জালাল সিকদার (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জালাল সিকদার ওই গ্রামের আব্দুর রশিদ সিকদারের ছেলে।

জালাল সিকদারের স্বজন আবু সুফিয়ান মিন্টু জানান, আমন বীজ রোপণের জন্য সকালে জমিতে কাজ করতে যান জালাল। এসময় পড়ে থাকা তার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পাশের জমিতে কাজ করা শ্রমিকরা মুমূর্ষ অবস্থায় সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।