বরিশাল শের ‍ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অনিক বনিককে ফেনসিডিলসহ আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

চিকিৎসক অনিক বরিশাল নগরীর ভাটিখানার বাসিন্দা। তিনি হাসপাতাল ছাড়াও নগরীর প্রাইভেট ক্লিনিক আরিফ মেমোরিয়ালেও চেম্বার করেন।

 

মামলার বাদী নগর গোয়েন্দা পুলিশের ‍এসআই খায়রুল আলম জানান, শুক্রবার সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় মোড়ে চেকপোস্ট চলাকালে অনিকের দেহ তল্লাশি চালিয়ে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রাতেই ফেনসিডিল আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় মামলা দায়ের কড়া হয়।

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ‍আদালতের জিআরও ‍এসআই ‍আশীষ পাল বলেন, তিনি শুনেছেন ‍আসামি চিকিৎসক অনিক ‍অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভতি করা হয়েছে। ‍এ কারণে আদালতে ‍আনা হয়নি

আগামী ২৬ সে মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন থেকে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন চলাচল করবে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে বরিশালের জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে বরিশাল-ঢাকা রুটে বাংলাদেশ বিমান ফ্লাইট চালু সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইনের বরিশাল অফিসের ব্যবস্থাপক সঞ্চয় কুমার কুন্ডু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা থেকে প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিটে আর বরিশাল বিমানবন্দর থেকে প্রতিদিন ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে। শুধুমাত্র বৃহস্পতিবার দিন ঢাকা থেকে ছেড়ে আসবে ৩টা ৩০ মিনিটে আর বরিশাল থেকে ছেড়ে যাবে ৪টা ৪০ মিনিটে। প্রতিটি টিকিটের মূল্য ভ্যাটসহ ৩ হাজার ২০০ টাকা নির্ধারন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বিমানের ফ্লাইট সপ্তাহে সাতদিন এবং প্রতিদিন একটি করে ফ্লাইট চলাচল করবে। করোনার কারনে ২০২০ সনের ২১ মার্চ বিমানের সার্ভিস বন্ধ হয়ে যায়। বর্তমান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের একক প্রচেষ্টায় এ সার্ভিসটি পুনরায় শুরু করতে উদ্যোগ গ্রহন করেছে সরকার। আগামী ২৬ মার্চ থেকে বাংলাদেশ বিমান চলাচল শুরু করবে।

যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ায় এবং স্বামীর পক্ষে কাজ না করার অভিযোগ তুলে স্ত্রীকে তালাক দিয়েছেন কাউন্সিলর প্রার্থী এক বিএনপি নেতা। ভুক্তভোগী নারী এ বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য বৃহস্পতিবার (১৮ মার্চ) কেশবপুর পৌরসভা মেয়রের দপ্তরে লিখিত আবেদন করেছেন। ওই আবেদনপত্রে তিনি স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানষিক নির্যাতনেরও অভিযোগ তুলেছেন।

স্থানীয়রা জানান, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কেশবপুর পৌরসভা নির্বাচনে ১নং ভোগতি নরেন্দ্রপুর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন সোহেল হাসান আইদ। তিনি পানির বোতল প্রতীকে নির্বাচন করেন। মাত্র ৩৮ ভোট পেয়ে জামানতও হারিয়েছেন। ওই নির্বাচনে তার জন্য কাজ না করার জন্য এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলামের পক্ষে কাজ করা ও নৌকা প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে স্ত্রী জামিলা পারভীনকে গত ২ মার্চ তিনি তালাক দিয়েছেন।

 

জামিলা জানান, তার স্বামী বিএনপির কর্মী হিসেবে অসংখ্যবার হামলা, মামলা ও কারাবাস করায় মানসিক দিক দিয়ে সব সময় উগ্র মেজাজের হওয়ায় দীর্ঘদিন ধরে তার ও তার সন্তানদের ওপর মানুষিক ও শারীরিক নির্যাতন করে আসছে। তার বিরুদ্ধে কেশবপুর থানার অস্ত্র, বিস্ফোরক ও নাশকতার চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে সোহেল হাসান আইদ বলেন, ‘জামিলা নৌকায় ভোট দিয়েছে কি দেয়নি সেটা বিষয় না। সে আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আতিয়ার রহমানের উট পাখি মার্কার নির্বাচনী প্রচারণা করেছে। আমার সামনে অন্যের নির্বাচন করা, স্বামী হিসেবে মর্যাদাহানী ও অপমানকর মনে হওয়ায় তাকে তালাক দিয়েছি। এ ছাড়াও সন্ত্রাসীদের দিয়ে একাধিকবার সে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। যার প্রমাণ হাতে পাওয়ায় গত ২ মার্চ তালাক দেয়ার পর ১৫ মার্চ জামিলাসহ তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি। সন্তানরা বড় হওয়ার পরও কেউ কম কষ্টে বউকে তালাক দেয় না, সেটা আপনাদের বুঝতে হবে।’

কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, বিষয়টি পারিবারিক ও খুবই অমানবিক। স্বামীর কাছে ওই গৃহবধূ দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার শুনেছি। এখন অভিযোগের প্রেক্ষিতে দু’পক্ষকে নোটিশ করে ডেকে শুনানি গ্রহণ করে পারিবারিক আইন অনুযায়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ১৮ মার্চ মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই/ মোঃ সাইদুল হক সঙ্গীয় অফিসারবৃন্দ এয়ারপোর্ট থানা এলাকার কাশিপুর হযরত শাহজালাল( রঃ) সড়কে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকার কাজুমুদ্দিন ( ৫০) এবং তার স্ত্রী কহিনুর বেগমকে ১২৪ পুরিয়া হিরোইন সহ আটক করেন।

আসামীরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

১০ বছরের সাজার (কারাদণ্ড) তথ্য গোপন করে সাধারণ ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া জামাল মৃধাকে শুক্রবার বিকেলে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৯ মার্চ) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

জামাল প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

উপজেলা সহকারি রির্টানিং কর্মকর্তা পলাশ সরদার জানান, একটি মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন ওই প্রার্থী। কিন্তু সাজার তথ্য গোপন রেখে তিনি ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

শুক্রবার যাচাই-বাছাইয়ের সময় এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি একটি জামিনের কাগজ দেখান। যেটিরও মেয়াদ ২০১৯ সালে শেষ হয়েছে।

পরে থানা থেকে একটি ওয়ারেন্টের কাগজ আমাদের কাছে পাঠানো হলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পাশাপাশি তাকে পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয়।

 

অপরদিকে সরিকল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য পদপ্রার্থী বাবুল হোসেন কবিরাজ ও হালিম কবিরাজের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ওই দুই প্রার্থীর প্রস্তাবকারি ও সমর্থনকারী একই ব্যক্তিরা হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় ঝালকাঠির নলছিটিতে মো. ইমাম হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে উপজেলা শহরের স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে গত ১৪ মার্চ রাতে নলছিটি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর মা। গ্রেপ্তার ইমাম হোসেন উপজেলার আজিমপুর গ্রামের মো. শাহজাহান খানের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, বাবা-মা ওমান প্রবাসী হওয়ায় ওই ছাত্রী নানা বাড়িতে থেকে পড়াশোনা করতো। গত ৯ ফেব্রুয়ারি ওই ছাত্রীর নানা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থ নানাকে দেখাশুনা করতে ওই ছাত্রীর নানীও হাসপাতালে অবস্থান করেন৷ পরদিন (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ছাত্রীকে বাড়িতে একা পেয়ে তার নিকটাত্মীয় ইমাম হোসেন তাকে ধর্ষণ করেন। ১১ ফেব্রুয়ারি সকালে নানী হাসপাতাল থেকে বাড়িতে এলে তার মোবাইলফোনের মাধ্যমে ধর্ষণের বিষয়টি মাকে (মামলার বাদি) জানায় ওই ছাত্রী। বিষয়টি ধামাচাপা দিতে ওইদিনই ছাত্রীর নাম-পরিচয় গোপন করে একটি বেসরকারি ক্লিনিকে অসুস্থ ছাত্রীকে চিকিৎসা করান ইমাম হোসেনের বোন মিতু বেগম। ধর্ষণের ঘটনাটি কাউকে না বলতে ওই ছাত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান তিনি। পরবর্তীতে ওমান থেকে ফিরে ওই ছাত্রীর মা ১৪ মার্চ থানায় মামলা করেন।

মামলার বাদি বলেন, আসামির পরিবারের লোকজন প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে। আমি এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলা শহরের স্টেশন রোড থেকে ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার (১৯ মার্চ) সকালে আদালতে পাঠানো হয়েছে।

জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেরনিয়াবাতের পূর্ব সমরসিংহ গ্রামের বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। খবর পেয়ে আজ শুক্রবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তার বসত ঘরের বিল্ডিংয়ের গ্রীল কেটে কক্ষে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাত দল। এসময় তাকে ও তার স্ত্রীর মুখ বেঁধে মারধর করে স্টীলের আলমিরাতে থাকা পৌনে আট লাখ টাকা এবং আট ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

কিনতে এসে চালিয়ে দেখার (টেস্ট ড্রাইভ) নামে নিয়ে যাওয়া মোটরসাইকেল ৪৮ ঘণ্টায়ও উদ্ধার করতে পারেনি পুলিশ। সেইসঙ্গে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করার খবরও পাওয়া যায়নি।

পুলিশ বলছে বিষয়টি জানার পর থেকেই তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী বাহাদুর হোসেন (২০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, কৌশলে নিয়ে যাওয়া ইয়ামাহা কোম্পানির আর ওয়ানফাইফ মডেলের নীল রংয়ের ওই মোটরবাইকটি (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ল ৪৪-৩৪৭০) বিক্রির জন্য বাহাদুর তার ফেসবুক আইডি থেকে বাইকের ছবি দিয়ে একটি স্ট্যাটাস দেন। পরবর্তীতে তারিকুল ইসলাম আইডি থেকে অজ্ঞাতনামা ব্যক্তি মোটরবাইকটি কেনার জন্য যোগাযোগ করেন।

পরে ১৭ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বরিশাল নগরের ১৩ নম্বর ওয়ার্ডের আমতলার মোড়ে মোটরবাইকটি দেখানোর জন্য আসেন বাহাদুর। এরপর চালানোর উদ্দেশ্য করে সে বাইকটি নিয়ে চলে যায় এবং এরপর আর ফিরে আসেনি।
অভিযোগকারী বাহাদুর  জানান, প্রথমে সে আমাকে নিয়ে চালিয়ে মোটরসাইকেলটি দেখেন। পরে তিনি সেটি কিনতে অপারগতা প্রকাশ করে মোটরসাইকেল থেকে আমাকে নামিয়ে দেন। কিন্তু ওই সময় মোটরসাইকেল থেকে ওই ব্যক্তি না নেমে সোজা নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দিকে দ্রুত গতিতে চালিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম  বলেন, মোটরসাইকেল উদ্ধার ও দুর্বৃত্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মো:রাজিবুল হক (বরগুনা প্রতিনিধি),
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার ১৮ মার্চ, ২০২১ মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখে বামনা উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড, সাধারণ ওয়ার্ডে সর্ব মোট ১৯৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
বামনা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত ৮জন, সাধারণ ওয়ার্ডে ৩১জন। বুকাবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত ৭জন, সাধারণ ওয়ার্ডে ৪০জন। রামনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত ৯জন, সাধারণ ওয়ার্ডে ৩৮জন। রামনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত ৯জন, সাধারণ ওয়ার্ডে ৩৮জন। ডৌয়াতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত ৭জন, সাধারণ ওয়ার্ডে ৩৪জন প্রার্থী দাখিল করেন। এদিকে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করার ঘোষণা দিলেও বামনার ৪টি ইউনিয়নের মধ্যে বামনা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ এনায়েত কবীর হাওলাদার সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। এ ছাড়া বুকাবুনিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারমান মোঃ সাইদুররহমান সবুজ, রামনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এডৎ আঃ খালেক জোমাদ্দার, ডৌয়াতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিজানসহ উপজেলার সকল ইউনিয়নেই আ,লীগের একাধিক নেতারা সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বামনা সদর ইউনিয়নে চৌধুরী কামরুজ্জামান সগির, বুকাবুনিয়া ইউনিয়নে মীর আসাদুজ্জামান, রামনা ইউনিয়নে মোঃ নজরুল ইসলাম জোমাদ্দার, ডৌয়াতলা ইউনিয়নে মোঃ কামরুল ইসলাম নিজাম মৃধা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।

 

নিজেস্ব প্রতিবেদকঃ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৮ নং ওয়ার্ড আওয়ামীলিগের উদ্যেগে দোয়া ও প্রার্থনার সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।গতকাল সকালে ৯ টা ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্হায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

ক্যাপসন ঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিসি অায়োজনে বাই সাইকেল র‍্যালীতে অংশ নেন ৮নং ওয়ার্ড অাওয়ামীলিগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম মাইনুল সহ নেতৃবৃন্দ।ক্যাপসন ঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিসি আয়োজনে বাই সাইকেল র‍্যালীতে অংশ নেন ৮নং ওয়ার্ড অাওয়ামীলিগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম মাইনুল সহ নেতৃবৃন্দ।

 

 

 

 

 

সন্ধ্যায় মাগরিব নামাজের পরে খাজা মঈনউদ্দিন মাদ্রাসা,লাইন রোড বাবড়ি মসজিদ, বায়তুল্লাহ জামে মসজিদ সহ ওয়ার্ডে ৫ টি মসজিদে দোয়া মোনাজাত অনুস্ঠিত হয়।এবং ওয়ার্ডে বাজার রোড কালীবাড়ি মন্দির,বাকলার মোড় রাধা গোবিন্দ জি’উর মন্দির সহ ৫ টি মন্দিরে জাতির জনক বঙ্গবন্ধুর জন্য প্রার্থনা করা হয়।দোয়া মোনাজাতে ওয়ার্ড আওয়ামীলিগের সাধারন সম্পাদক মোঃ তারিকুল ইসলাম মাইনুল সহ ওয়ার্ড আওয়ামীলিগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ওয়ার্ডের বিভিন্ন ধর্ম উপাসনালায় এ সময় উপস্হিত ছিলেন।এবং বিকাল ৩ টায় মহানগর অাওয়ামীলিগের নির্দেশ অনুযায়ী বাই সাইকেল র‍্যালীতে অংশ গ্রহন করেন ওয়ার্ড আওয়ামীলিগ নেতৃবৃন্দ।