কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৪ বছর আগে আত্মসমর্পণকারী ১০১ ইয়াবা কারবারির মামলায় প্রত্যেককে দেড় বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার কক্সবাজারের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালত মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

|

গত ১৫ নভেম্বর মামলার বিচার কাজ চলাকালীন মোট ১০১ জন আসামির মধ্যে ১৭ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত ওই ১৭ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়। বাকী ৮৪ জন আসামিরও জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন আদালত।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম রায়ের ব্যপারে এ তথ্য নিশ্চিত করেন।

ছাত্রকে নাস্তার লোভ দেখিয়ে বলাৎকারের অভিযোগে মো. জোবাইর হোসেন (২৮) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরীর কোতোয়ালীর জয়নাব কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জোবাইর হোসেন (২৮) জয়নাব কলোনির হযরত জয়নাব হেফজুল কোরআন নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়।

আক্রান্ত ছাত্রের বাড়ি বোয়ালখালী উপজেলায়। বাসা নগরীর বাকলিয়ায়। জয়নাব কলোনির আবাসিক মাদ্রাসাটিতে হেফজ ও বাংলা- দুই মাধ্যমে পড়ালেখা হয়। আক্রান্ত ছাত্রটি ওই মাদ্রাসায় থেকে হেফজ শ্রেণির পাশাপাশি বাংলা মাধ্যমে চতুর্থ শ্রেণিতে পড়ে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ওই শিশু জয়নাব কলোনির হেফজুল কোরআন নূরানী মাদ্রাসায় পড়তো। মাদ্রাসাটি আবাসিক ছিল। শিশুটিকে গত ১১ নভেম্বর বিকেল ৫টার দিকে প্রাইভেট পড়ানোর সময় নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে সাইফুলকে নিজের রুমে ডেকে নিয়ে বলাৎকার করে। পরে সাইফুল এ ঘটনা পরিবারকে জানালে তার মা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। দুপুরে অভিযান চালিয়ে জয়নাব কলোনি থেকে শিক্ষক জোবাইরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জোবাইর ওই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মারামারি ও ছিনতাই মামলায় গ্রেপ্তার পটুয়াখালীর কুয়াকাটার কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মাল জামিন পেয়েছেন। বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান তার জামিন মঞ্জুর করেন।  

সাদ্দাম মালের বড় ভাই সেলিম মাল জানান, অহেতুক আমার ছোট ভাইকে কারাগারে পাঠিয়েছে একটি চক্র। আজকে সন্ধ্যার মধ্যে তাকে পটুয়াখালী জেলা কারাগার থেকে বের করা হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম।

এর আগে গত দুই দিন কুয়াকাটাসহ বিভিন্ন জায়গায় সাদ্দাম মালের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে তার পরিবার ও ভক্তরা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদ্দাম মালকে গ্রেপ্তারের প্রতিবাদে নিন্দার ঝড় ওঠে।

গত ২১ নভেম্বর কুয়াকাটায় সেলফি তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বরগুনা থেকে আসা সাদিক মৃধা নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে মহিপুর থানা পুলিশ। পরে ওইদিন বিকেলেই তাকে কারাগারে পাঠানো হয়।

সাদ্দাম মাল সামাজিক সচেতনতা নিয়ে ইউটিউব চ্যানেলে বরিশালের আঞ্চলিক ভাষায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে কনটেন্ট তৈরি করেন। এই সুবাদে তার অনেক ভক্ত রয়েছে।

 বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে প্রধান আসামি করে মামলা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গৃহবধূর বাবা বাদী হয়ে মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীর সাবেক স্ত্রীকে পুলিশ হেফাজতে নিয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গৃহবধূ মারুফা বেগমের বাবা মো. আইউব আলী বাদী হয়ে মামলা করেছেন।

মামলায় গৃহবধূর স্বামী ব্যবসায়ী যুবদল নেতা মিলন খানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ৭ জনকে আসামি করা হয়েছে মামলায়। তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যা ও সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মিলন খানের প্রথম স্ত্রী ঝুমুর বেগমকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে সিদ্ধান্ত নেওয়া হবে যে, গ্রেপ্তার দেখানো হবে কি না।

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় পপি সিকদার (১৮) নামে এক সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাগর হাওলাদারের বিরুদ্ধের। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার উত্তর মঠবাড়িয়া গ্রামে। সাগর উত্তর মঠবাড়িয়া গ্রামের লিটন হাওলাদারের পুত্র।

নিহত পপির বাবা গৌতম জানান, গত ৪ বছর পূর্বে তার মেয়ে পপি স্কুলে যাওয়ার পথে সাগর জোর পূর্বক তুলে নিয়ে বিয়ে করেন। বিয়েতে তার পরিবার রাজি না থাকলেও তাদের দাম্পত্য জীবনে পুত্র সন্তান হওয়ায় মেয়ের সুখের কথা চিন্তা করে পরে মেনে নেন। কিন্তু সাগর নেশাগ্রস্থ হওয়ায় প্রায়ই পপিকে মারধর করত। সম্প্রতি পপিকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

নিহত পপির ভাই অপু সিকদার জানান, গত দুই দিন আগে আমি আমার বোনকে জামাই বাড়িতে দিয়ে যাই। কিন্তু বুধবার সকালে খবর পাই পপি মারা গেছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক সন্তানের জননী পপির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি রোধ ও ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ (২৩ নভেম্বর) বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত দেওয়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি রোধে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি বরিশাল জেলার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং ভূমিহীন মানুষের খাসজমি বন্দোবস্ত দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর সমিপে খোলা চিঠি বিতরণ করা হয়।

 

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম শাফিনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক আরিফুর রহমান মিরাজ। বক্তব্য রাখেন কেন্দ্রী কমিটির সভাপতি জননেতা বাচ্চু ভূইয়া, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, সদস্য নজরুল ইসলাম খান, গণসংহতি আন্দোলন বরিশাল সদর উপজেলার সদস্য সচিব ইয়াসমিন সুলতানা বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সভাপতি মোহাম্মদ জাবের প্রমুখ।

 

 

বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির কেন্দ্রীয় সভাপতি বাচ্চু ভূঁইয়া বলেন, “করোনার প্রভাবে দেশের সকল মানুষে অর্থনৈতিকভাবে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক এই সময়ে ভাসমান শ্রমজীবীদের জন্য সরকারের যে ব্যবস্থা গ্রহন করার কথা ছিল তারা তা না করে বরং দূর্বল বাজার মনিটরিং এর মাধ্যমে জনগনের জীবনকে আরো সংকটের দিকে ঠেলে দিয়েছে। সকল ধরনের জ্বালানী খরচ বৃদ্ধির প্রতিবাদে আমরা বারবার প্রতিবাদ করেছি। কিন্তু দুর্নীতিবাজ সরকার কর্ণপাত করছে না। যার ফলে জ্বালানির সাথে সম্পর্কিত সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। ঘন্টায় ২০ টাকা শ্রম বিক্রি করে শ্রমিকদের বেঁচে থাকা সম্ভব নয়। অবিলম্বে সরকারকে সকল নাগরিকদের রেশনিং এর আওতায় আনতে হবে। জ্বালানি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে না পারলে দ্রুত পদত্যাগ করার দাবি করেন।

 

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, “দ্রব্যমূল্য বৃদ্ধির চাপ ও ফ্যাসিবাদি দুঃশাসনে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই পরিস্থিতি থেকে উত্তরনে জনগণ ইতিমধ্যে রাজপথে নেমে এসেছে৷ ভূমির অধিকার সহ সকল নাগরিক অধিকার আাদায়ে রাজপথের সংগ্রামকে বেগবান করতে হবে৷ গণজাগরণ তৈরি করে সরকার ও শাসন ব্যবস্থা বদলাতে হবে”।

 

সভাপতির বক্তব্যে আরিফুর রহমান মিরাজ বলেন, “দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জনগনের জীবনে নাভিশ্বাস উঠেছে। শ্রমজীবী মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুন। এই পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের জীবন দূর্বিষহ হয়ে গেছে। তারা এর থেকে পরিত্রাণ চায়। সুপরিকল্পিত ভাবেই সরকার সিন্ডিকেটের কাছে আত্মসমার্পন করেছেন। । তারা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে নানান অযুহাত দিচ্ছে। কিন্তু জনগণ আসল ঘটনা জানে। লুটপাট ও সীমাহীন দূর্নীতির মাধ্যমে সরকার জনগণকে আজ বিপদে ফেলেছে। সরকারের দুর্নীতি ও লুটপাটের দায় জনগণ নেবে না। বরিশালের শ্রমজীবী পরিবারগুলো দ্রব্যমূল্যের দাম কমানো, সিন্ডিকেট হটাও এবং ভুমিহীনদের খাস জমির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছে। সংবিধানে খাসজমির মালিকানা ভূমিহীনদের দেওয়া হয়েছে। এসকল দাবি না মানা হলে শ্রমজীবীদের নিয়ে অচিরেই দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ।

 

 

বরিশাল অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে সমাবেশ শুরু করে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে সমাপ্ত হয়।