TT Ads

শামীম আহমেদ ॥ খাদ্য অধিকার মানবাধিকার এই শ্লোগনের বানি নিয়ে সকল মানুষের জীবিকা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রনয়ন করার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে উন্নয়ন সংস্থা খানি এবং ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

 

আজ বুধবার (৯) ডিসেম্বর সকাল ১০ টায় নগরীর অশি^নী কুমার টাউন হল চত্বরে খাদ্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচি পালিত হয়। শিবানী চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে একাত্ব প্রকাশ করে বক্তব্য রাখেন সনাক জেলা সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা,রনজিৎ দত্ত, জহিরুল ইসলাম জাফর,মজিবর রহমান খান,শুভংকর চত্রবর্তী,লিংকন বাড়ৈ প্রমুখ।

 

 

অপর দিকে ধ্রুবতারা উয়ূথ ডেবেলপমেন্ট ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির আয়োজনে গণ স্বাক্ষর কর্মসূচি পালিত হয়। কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মাহাজিব রেজবি, যুগ্ম সম্পাদক ইন্দ্রজিৎ কর্মকার,আফরোজা আক্তার লিনা,মাহফুজ রায়হান,বোরহান মারুফ, ইমরান রনি,সৈকত দে,মনির হাওলাদার ও পপি আক্তার প্রমুখ।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *