TT Ads

ভোলার চরফ্যাশনের দুলারহাটে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোস্তফা (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামে মাকসুদুর রহমান একাডেমি (কেজি স্কুল)’র নির্জন কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে শিশুর মা বাদী হয়ে একজনকে আসামি করে দুলারহাট থানায় অভিযোগ দাখিল করেছেন।

শিশুর মা’র অভিযোগ, অভিযুক্ত মোস্তফা এবং তারা একই বাড়িতে বসবাস করেন। সম্পর্কে মোস্তাফা শিশুর চাচা হন। ঘটনার দিন দুপুরে তার শিশুকন্যা বাড়ি সংলগ্ন মাকসুদুর রহমান একাডেমি (কেজি স্কুল) পাশে খেলছিলও। এসময় মোস্তফা তার শিশুকন্যাকে ফুসলিয়ে স্কুলের নির্জন কক্ষে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। শিশুর ডাক-চিৎকারে প্রতিবেশী এক নারী ছুটে এলে মোস্তফা পালিয়ে যায়। শিশুটির মাকে বিষয়টি জানালে তিনি দুলারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

দুলারহাট থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *