বরিশাল নগরীর হাটখোলা এলাকায় এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টায় চালিয়েছে কিশোর সন্ত্রাসীরা। রোববার গভীর রাতে এই ঘটনায় আমানগতগঞ্জ থানা পুলিশ ধারালো অস্ত্রসহ দুই কিশোর সন্ত্রাসীকে গ্রেপ্তার করলেও আরও দুইজন পালিয়ে যায়। হামলা ও মারধরের শিকার মিথুন বাবু (৩২) নামের ব্যবসায়ী এই ঘটনায় কোতয়ালি থানা পুলিশে একটি মামলা করেছেন। থানা পুলিশ গ্রেপ্তার কিশোর দুই সন্ত্রাসী কায়েস শিকদার এবং সুজন মাঝিকে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

শহরের জোর মসজিদ এলাকার বাসিন্দা ব্যবসায়ী মিথুন বাবু অভিযোগে উল্লেখ করেন, রোববার রাত ৯টার দিকে তিনি মাছ কিনতে পোর্টরোড বাজারে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মাসুদ শিকদার ওরফে কালা মাসুদ, কায়েস শিকদার, অভি হাওলাদার এবং সুজন মাঝি তার মোটরসাইকেল গতিরোধ করে। এবং তারা ধারালো অস্ত্র উচিয়ে চারদিক থেকে ঘিরে ধরাসহ মারধর শুরু করে। একপর্যায়ে তারা পকেটে থাকা টাকা নিয়ে যায়। শেষে মোটরসাইকেলটির চাবি নিতে গেলে ব্যবসায়ী ডাক-চিকৎকার দিলে আশপাশে জনতা ছুটে আসলে অভি ও কালা মাসুদ অস্ত্র সড়কে ফেলে পালিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা কায়েস এবং সুজন মাঝিকে আটক করে একচোট পিটুনি দেয়।

পুলিশ জানায়, এই খবর পেয়ে আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম এসে তাদের দুইজনকে দুটি ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করে। এবং রাতেই থানা পুলিশে একটি লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী।

কোতয়ালি থানা পুলিশ জানায়, ব্যবসায়ীর মামলায় গ্রেপ্তার দুইজনকে সোমবার সকালে আদালতে প্রেরণ করলে বিচারক কারাগারে পাঠিয়ে দেন।

এদিকে বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, সশস্ত্র এই বাহিনীটি গভীর রাতে প্রায়শই তাদের বসবাসস্থল কলাপট্টি, পোর্টরোডসহ আশপাশ এলাকাসমূহে রাতের বেলা মহড়া দেয় এবং গভীর রাতে চলাচলরত পথচারিসহ সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব হাতিয়ে নেয়

বরিশালে যুব‌কের রহস্যজনক মৃত্যু গোরস্থান থে‌কে লাশ ম‌র্গে

নিজস্ব প্রতিবেদক : ব‌রিশাল নগরীর পলাশপুর এলাকা থে‌কে রুহুল আ‌মিন (২০) না‌মে এক যুব‌কের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার দুপু‌রে ওই এলাকার কা‌জির গোরস্থান এলাকায় দাফন করার সময় রুহু‌লের লাশ উদ্ধার ক‌রা হয়। রুহুল আ‌মিন পলাশপুর এলাকার ১৭ নম্বর গ‌লির বা‌সিন্দা আব্দুর রহমানের ছে‌লে এবং সে পেশায় একজন দিনমজুর। স্থানীয়রা জানান, রোববার রা‌তে রুহু‌লের ঘর থ‌কে তার চিৎকা‌রের আওয়াজ শুন‌তে পায় এলাকাবাসী। ত‌বে সকা‌লে ওই এলাকার এক ফার্মা‌সিস্ট‌কে ঘ‌রে নি‌য়ে যায় আব্দুর রহমান। ওই ফার্মা‌সিস্ট রহুল আ‌মি‌নের মুত‌্যু হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে। কিন্তু রুহু‌লের গলায় দাগ ছি‌লো। এরপর রুহু‌লের প‌রিবার ত‌রিঘ‌রি ক‌রে পার্শ্ববর্তী কা‌জির গোরস্থা‌নে দাফ‌নের জন‌্য ‌চেষ্টা কর‌লে ঘটনাস্থ‌লে পু‌লিশ উপ‌স্থিত হয় এবং লাশ উদ্ধার ক‌রে। ত‌বে রুহু‌লের প‌রিবার পু‌লিশ‌কে জা‌নি‌য়ে‌ছে অসুস্থ হ‌য়ে মৃত‌্যু হ‌য়ে‌ছে রুহু‌লের। ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের কাউ‌নিয়া থানার ও‌সি আ‌জিমুল ক‌রিম ব‌লেন, ওই যুব‌কের মুত‌্যুর বিষয়‌টি স‌ন্দেহজনক হওয়ায় তার লাশ উদ্ধা‌রের পর ময়নাতদ‌ন্তের জন‌্য ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হচ্ছে। আর সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হবে বৃহস্পতিবার থেকে।

তবে আগের চেয়ে এবারের লকডাউন আরও কঠোর হবে বলে সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে। মাঠ পর্যায়ে পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করবে। প্রয়োজনে সেনাবাহিনীও নামানো হতে পারে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না।

শুধু জরুরি সেবা ছাড়া আর কোনো কিছুই চলবে না। গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক) লকডাউনের আওতামুক্ত থাকবে। আপাতত এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হলেও পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে সময়সীমা বাড়ানো হতে পারে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে পরামর্শ কমিটি কঠোর বিধিনিষেধ জারির সুপারিশ করেছে। সেই আলোকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সময় আরও বাড়ানো হতে পারে। মাঠ পর্যায়ে লকডাউন পালনে পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করবে। প্রয়োজনে সেনাবাহিনীও নামতে পারে।

শুক্রবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সোমবার সাত দিনের কঠোর লকডাউন শুরু হবে। কিন্তু শনিবার রাতে সে সিদ্ধান্ত বদলে যায়।

জানানো হয়, দেশব্যাপী কঠোরভাবে সর্বাত্মক লকডাউন বৃহস্পতিবার থেকে শুরু হবে। তবে সোমবার থেকে ‘সীমিত পরিসরে’ লকডাউন থাকবে। গণপরিবহন বন্ধ হয়ে যাবে।

তবে সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান বা ক্ষেত্র খোলা থাকবে। এ ছাড়া শিল্প ও কলকারখানা লকডাউনের আওতার বাইরে থাকতে পারে বলে জানা গেছে। এই সময়ে রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবাও খোলা রাখা হতে পারে।

শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি>> ঝালকাঠির রাজাপুরে একটি ওয়ার্কশপ থেকে অন্তু মাতুব্বর নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ জুন) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত অন্তুর বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায়। অন্তুর বাবার নাম শুক্কুর মাতুব্বর। সে রাজাপুরের ওই ওয়ার্কশপে বেশ কয়েকমাস যাবত কাজ করে আসছিল।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ‘শনিবার (২৬ জুন) রাত ১০টার দিকে ওয়ার্কশপের ভেতরে থাকা একটি কক্ষ থেকে অন্তুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় রাজাপুর সার্কেলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘রাতেই রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

পটুয়াখালীর বাউফলে প্রেমের সালিশ করতে গিয়ে কিশোরী মেয়েকে দেখে পছন্দ হওয়ার পর বিয়ে করা ৬০ বছর বয়সী সেই চেয়ারম্যানকে তালাক দিল কিশোরী নসিমন বেগম। শনিবার সন্ধ্যায় তালাক সম্পন্ন হয় বলে মেয়ের বাবা নজরুল ইসলাম জানিয়েছেন। তিনি জানান, মেয়ে এখন আমার বাড়িতেই আছে।

এর আগে গত শুক্রবার দুপুরে কনকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন হাওলাদার পাঁচ লাখ টাকা দেনমোহরে ওই কিশোরীকে বিয়ে করেছিলেন।

জানা যায়, কনকদিয়া ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে নসিমনের সঙ্গে একই ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের রমজান নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার রাতে তারা দুজন পালিয়ে যায়। বিষয়টি কিশোরীর বাবা কনকদিয়ার ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে জানান। এরপরে চেয়ারম্যান শাহিন হাওলাদার আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়ার কথা বলে শুক্রবার কনকদিয়া ইউপি কার্যালয়ে ছেলে ও মেয়ের পরিবারকে যেতে বলেন।

সেই অনুযায়ী শুক্রবার সকাল ৯টার দিকে দুই পরিবারের সদস্যরা ইউপি কার্যালয়ে যান। সেখানে মেয়েটিকে দেখে পছন্দ হয়ে যায় চেয়ারম্যানের। তিনি মেয়েটিকে বিয়ে করার আগ্রহ দেখান।
শুক্রবার দুপর ১টায় স্থানীয় কাজী মো. আবু সাদেককে বাড়িতে ডেকে পাঁচ লাখ টাকা দেনমোহরে ওই কিশোরীকে বিয়ে করেন চেয়ারম্যান।

এদিকে এই বিয়ের পর তা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। শনিবার ওই একই কাজীর মাধ্যমেই তালাক সম্পন্ন হয়।

ইউনিয়ন চেয়ারম্যান শাহিন হাওলাদার জানান, ওই মেয়ে তাকে স্বামী হিসেবে মেনে না নেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়েটিকে তার বাবার সঙ্গে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

রেগিং ও ভয়-ভীতি সহ বিভিন্ন রকমের অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট ২ এর ইনচার্জ পুতুল সুতারের বিরুদ্ধে। তার অত্যাচারে মুসলিম নার্সরা অতিষ্ঠ হয়ে পড়েছে। এ যেন দেখার কেউ নেই। সূত্র জানায়, পুরুষ সার্জারি ওয়ার্ডের ইনচার্জ পুতুল সুতার ওয়ার্ডের কর্তব্যরত হিন্দু নার্সদের আঁতাত করে মুসলিম নার্সদের সাথে উস্কানিমূলক কথাবার্তা অসৌজন্যমূলক আচরণ, রেগিং করা, এবং হুমকি-ধামকি সহ বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখানোর একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

প্রতিনিয়ত ওয়ার্ডের দায়িত্বরত হিন্দু নার্সদের নিয়ে তার অফিস কক্ষে ব্যক্তিগত মিটিং করা এবংহিন্দু নার্সদের নিয়ে গ্রুপিং করে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। নার্সদের তার আওতায় রাখার জন্য বাসা থেকে বিভিন্ন রকমের খাবার তৈরি করে এনে হিন্দু নার্সদের নিয়ে তার অফিস কক্ষে খাবারের আড্ডায় হই হুল্লোর করে থাকে বলে ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নার্স জানায়, কোন নার্স তার আওতার বাইরে চলে গেলে তার বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ সহ বিভিন্ন রকমের হয়রানির শিকার হতে হয়। এছাড়াও মুসলিম নার্সদের বিভিন্ন রকমের রেগিং করে থাকে।

এবং ওয়ার্ডবয়দের কাছ থেকে প্রতিদিন নাস্তা খাওয়ার জন্য টাকা নিয়ে থাকে। এছাড়াও সাবেক পরিচালক ডা.বাকিব হোসেন থাকাকালীন পুতুল সুতারের বিরুদ্ধে সাধারন নার্সরা ও স্বাধীনতা নার্সেস পরিষদ(স্বানাপ) এর পক্ষ থেকে তার অনিয়ম ও নার্সদের সাথে খারাপ আচারনসহ বিভিন্ন কথা উল্লেখ করে পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছিলো। পরে পরিচালক বাকিব হোসেন একটি তদন্ত কমিটি গঠন করে দেন। পরে পুতুল দোষী প্রমানিত হওয়ায় তাকে সতর্ক করে দেন হাসপাতাল কতৃপক্ষ। কিন্তু তাদেও তিনি থেমে নেই সহকর্মীদের সাথে খারাপ আচারন করা।

বিষয়টি জানতে হাসপাতালের সার্জারী-২ ইউনিটের দায়িত্বে থাকা সুপারভাইজার হাসিনা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, সার্জারী-২ ইউনিটে ১৯ জন নার্স রয়েছে। তার মধ্যে ২/৩ জন হিন্দু। বাকিরা সবাই মুসলিম। তবে ওই ওয়ার্ডের ইনর্চাজ হাচিনার নাকি মুসলিম নার্সদের সাথে তাদের ধর্ম নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথা বলে। এবিষয়ে আমাকে এবং নাসিং তত্ত্বাবধায়ক সেলিনা আক্তারের কাছে অনেক নার্স অভিযোগ করছিলো। তিনি আরো বলেন, সাবেক পরিচালক বাকিব হোসেন স্যারের কাছে অনেক নার্স পুতুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। পরে একটি তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়। এবং পুতুল দোষী প্রমান হওয়ায় তাকে সতর্ক করা হয়।

পুতুল দোষী হওয়ার পর তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি কেন জানতে চাইলের তিনি প্রশ্নের কোন উত্তর না দিয়ে বলেন ওটা দেখার দায়িত্ব পরিচালক স্যার ও নাসিং তত্ত্বাবধায়কের। এছাড়াও তার ব্যবহারে অনেক চিকিৎসকরা ক্ষিপ্ত বলে জানা গেছে।

বিষয়টি জানার জন্য নার্সিং তত্ত্বাবধায়ক সেলিনা আক্তারের মুঠোফোনে ফোন করা হলে তিনি সাংবাদিক শুনে ব্যস্ত আছি বলে একটু পরে ফোন দিতে বলেন। কিছুক্ষন পরে তাকে একাধিক বার ফোন দিলে তিনি ফোনটি আর রিসিভ করেনি। বরিশাল স্বাধীনতা নার্সেস পরিষদ(স্বানাপ) এর সাধারন সম্পাদক সাহিনা আক্তার বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এবিষয়ে আমি কিছু বলতে পারবোনা। আগামীকাল হাসপাতালে আসেন সাক্ষাতে কথা হবে।

বরিশালের গৌরনদী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী সহিংসতায় ককটেল হামলায় ২ জন নিহত হওয়ার ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে।

পাশাপাশি একটি হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জন গ্রেফতার করা হয়েছে, তবে অপর হত্যাকাণ্ডে অভিযুক্তরা এখনও অধরা রয়ে গেছেন।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে পুলিশ জানায়, ইউপি নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে গত সোমবার (২১ জুন) দুপুরে ককটেল হামলায় মৌজে আলী মৃধা (৬৫) নামে এক ব্যক্তি নিহত এবং অপর ৫ জন আহত হয়।

একই দিন সন্ধ্যায় একই ইউনিয়নের পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার পর সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন মৃধার বিজয় মিছিলে ককটেল হামলার অভিযোগ ওঠে পরাজিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

ওই মামলায় আবু বক্কর (২৭) নামে একজন নিহত এবং আরও ২ জন আহত হয়।
মৌজে আলী নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার তার ছেলে নজরুল মৃধা বাদী হয়ে ২১ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৭০ থেকে ৮০ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলার নামীয় ৩ আসামি ফিরোজ মৃধা, মাহফুজুর রহমান ইমন এবং নয়ন মৃধা নামে ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
তবে বাদীর অভিযোগ তার দেওয়া আসামিদের নাম পরিবর্তন করে মামলা নিয়েছে থানা পুলিশ।

যদিও এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. তৌহিদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন বাদীর সঙ্গে একাধিকবার আলোচনা করেই মামলায় ২১ জনের নামোল্লেখসহ আরও ৭০/৮০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এখন যদি তিনি (বাদী) অন্যকিছু বলে থাকেন তাহলে তিনি আদালতে লিখিত আবেদন করতে পারেন।
অপরদিকে আবু বক্কর নিহত হওয়ার ঘটনায় তার বাবা আনজু ফকির বাদী হয়ে অর্ধ শতাধিক ব্যক্তির নামে মঙ্গলবার দুপুরে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। তবে এই মামলার কোনো আসামি পুলিশ গ্রেফতার করতে পারেনি। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা।

দুপুরে বরিশাল মর্গে ওই দুই জনের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান।

আর দুই হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম।

নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স দিয়ে সারাদেশে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে।

ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক চালক পরিষদ ও রিকশা–ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ব্যানারে জেলা বাসদ নেতারা মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১০ টায় অশ্বিনী কুমার হলের সামনে নগরের প্রধানসড়ক সদররোড আটকে এ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুম্মন, সদস্য সচীব ড. মনীষা চক্রবর্তী, জেলা শামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার প্রমূখ।

এসময় বক্তরা ব্যাটারিচালিত রিকশা ভ্যান ও ইজিবাইক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণাকে গণবিরোধী বলে আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানান।

পাশাপাশি নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবি জানান।
আর দাবি মানা না হলে সারাদেশে পর্যায়ক্রমে বিক্ষোভ সমাবেশ এবং প্রয়োজনে হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

এদিকে ব্যাটা‌রিচা‌লিত রিকশা ব‌ন্ধের সিদ্ধা‌ন্তকে স্বাগত জা‌নি‌য়ে‌ছেন বেশিরভাগ মানুষ। ঝুকিপূর্ণ এ যানবাহন বন্ধ হলে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা হ্রাস পাবে বলে দাবি তাদের।

বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় ২৩ জুন ১৯৪৯ খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তী কালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৭০ সাল থেকে এর নির্বাচনী প্রতীক নৌকা।

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরকাড়া আলোকসজ্জা করা হয়েছে। দিনের বেলায় আলোকসজ্জার নিভু বাতি দৃষ্টিনন্দন দেখালেও রাতে নজরকাড়া পরিবেশের সৃষ্টি হয়। এ ছাড়া নগরীর ৭২টি স্থান থেকে একযোগে আতশবাজি প্রদর্শন এবং ৭২ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করেছে মহানগর আওয়ামী লীগ।

আগামীকাল ২৩ জুন (বুধবার) বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ।

মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের বিবির পুকুরপাড়, সিটি করপোরেশনের এনেক্স ভবন, জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়, সব ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়, দলীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, কাকলী হল মোড়, জিলা স্কুল মোড়, বিএম কলেজ রোড, থানা কাউন্সিল, নাজিরের পোলসহ আলোকসজ্জা করা হয়েছে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে ও মোড়ে।

দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে ৭২ হাজার গাছের চারা রোপণ করবে মহানগর আওয়ামী লীগ। বুধবার বিকাল ৩টায় নগরীর ওয়াপদা কলোনীর বধ্যভূমি এলাকায় গাছের চারা রোপণের মধ্য দিয়ে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

এ ছাড়া কাল সকাল ৬টায় দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, দোয়া-মোনাজাত, আলোচনা সভা এবং ৭২ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বরিশাল থেকে রাজধানীর উদ্দেশ্যে মঙ্গলবার কোনো বাস ও লঞ্চ ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন এ পথের যাত্রীরা।

বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে নৌপথ। মঙ্গলবার বরিশাল নৌবন্দর থেকে কোনো লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ রুটের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মোস্তাফিজুর রহমান জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে রাজধানীর সঙ্গে বরিশালের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের সাউদিয়া পরিবহনের কাউন্টার ইনচার্জ ইমাম হোসেন জানান, মঙ্গলবার সকাল থেকে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সকালের দিকে কিছু বাস ছেড়ে গেলেও প্রশাসন মাদারীপুরের ভুরঘাটায় ওই বাসগুলো বরিশালের দিকে ফিরিয়ে দেয়।