অনিয়ম-দুর্নীতি করে সরকারের উন্নয়ন কাজের টাকা আত্মসাত ও ভাগাভাগির ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালের ঘটনায় বরিশালের উজিরপুরের জল্লা ইউপির চেয়ারম্যান বেবী রানী হালদারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক এনফোর্সমেন্ট ইউনিটে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম তদন্তটি শুরু করেন। বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আল-আমিন মোবাইলে জানিয়েছেন, সরকারি কাজের টাকা আত্মসাত ও ভাগাভাগির ফোনালাপ ফাঁসের ঘটনায় জল্লা ইউপির চেয়ারম্যান বেবী রানী হালদার ও সদস্য দিপালি হালদারের বিরুদ্ধে দুদকের হটলাইনে একাধিক অভিযোগ আসে। এর প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে ও তার নেতৃত্বে একটি টিম গত ২৮ মার্চ উপজেলার জল্লা ইউপির কারফা বাজারে চেয়ারম্যান বেবী রানী হালদারের অস্থায়ী কার্যালয়ে গিয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে ওই ঘটনার তদন্ত শুরু করেন।

তিনি আরো জানান, দুদকের সদস্যরা সরেজমিনে অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্পসমূহ পরিদর্শন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তার (পিআইও) দপ্তর হতে সংশ্লিষ্ট প্রকল্পের রেকর্ডপত্র সংগ্রহ করেন। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস ও প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা (পিআইও) অয়ন সাহাসহ প্রকল্পের কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট অনেকের সাথে কথাও বলেছেন।

এরপরই তদন্ত অনুযায়ী দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানান সরকারি সংস্থাটির এই কর্মকর্তা। এ সম্পর্কে জানতে জল্লা ইউপির চেয়ারম্যান বেবী রানী হালদারের সাথে যোগাযোগের জন্য তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। সূত্রে জানা গেছে, গ্রামীণ জনপদ উন্নয়ন প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম-দূর্নীতি করে সরকারের টাকা লোপাটের পরে তা ভাগাভাগি নিয়ে উপজেলার জল্লা ইউপির চেয়ারম্যান বেবী হালদার ও সদস্য দিপালি হালদারের ফোনালাপের একটি অডিও রেকর্ড গত ১০ ফেব্রুয়ারি ফেসবুকে ভাইরাল হয়েছিল।

ফোনালাপের ওই অডিও রেকর্ডটি ‘মো. জুনায়েদ সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। রেকর্ডটি কীভাবে ফাঁস হয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ফোনালাপের ওই অডিও রেকর্ডে হতদরিদ্রের জন্য কর্মসৃজন কর্মসূচি প্রকল্প (৪০ দিনের) বাস্তবায়নে নামমাত্র কাজ করিয়ে সরকারের টাকা আত্মসাতের পরে তা ভাগবাটোয়ারার বিষয়টি স্পষ্ট ছিল।

একইসাথে চেয়ারম্যান বেবী হালদারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনকে ঘুষ দেওয়ার বিষয়টিও ছিল স্পস্ট। ওই ঘটনায় গোটা জেলা জুড়ে সমালোচনার তুঙ্গে ছিলেন দুর্নীতিবাজ উভয় নারী জনপ্রতিনিধি এবং তাদের নিয়ে স্থানীয় প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরাও চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন।

এমনকি ওই ঘটনা জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত গড়ালেও রহস্যজনক কারণে বিষয়টি ধামাচাঁপা পড়ে যায়। এতোটা বিতর্কিত হওয়ার পরেও আসন্ন ইউপি নির্বাচনে দুর্নীতিবাজ ওই চেয়ারম্যানকেই আ’লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে জল্লা ইউনিয়ন আ’লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এবং এলাকাবাসী পৃথক ব্যানারে দুর্নীতিবাজ ওই চেয়ারম্যানের মনোনয়ন বাতিলের দাবিতে গত ২৩ মার্চ দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন-বিক্ষোভ মিছিল করেছিল।

 

শাওন ইসলামঃ মারণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে সরকারি নির্দেশ মেনে বাস ও ট্রেনের মতো লঞ্চেও ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০১ এপ্রিল) থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে লঞ্চ। একইসঙ্গে ভাড়াও বাড়ানো ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে বুধবার (৩১ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।লঞ্চের ক্ষেত্রেও বাসের মতো ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা।লঞ্চের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হলেও সরকারে নির্দেশনা মানেনি যথাযথ লঞ্চ কতৃর্পক্ষ।গত বৃহস্পতিবা (১এপ্রিল)ঢাকা-বরিশাল লঞ্চ কুয়াকাটা-২ রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে অাসে কিন্ত লঞ্চ কতৃর্পক্ষ স্বাস্হবিধি না মেনে অতিরীক্ত যাত্রী তোলেন এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া বেশী নেয় যাত্রীদের কাছ থেকে।এ সময় লঞ্চের ডেকে থাকা যাত্রীরা মাঝ নদীতে বসে বিক্ষোভ করে।ঢাকা থেকে বরিশালে কুয়াকাটা-২ এর যাত্রী ভাটিখানার এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম প্রতিবেদকে জানান,ঢাকা সদর ঘাট থেকে কুয়াকাটা-২ লঞ্চ কতৃর্পক্ষ যাত্রী ডেকে তোলেন।লঞ্চের ভিতরে কোন সরকারী নির্দেশনা স্বাস্থবিধির কোন বালাই ছিল না।কিন্তু লঞ্চ কতৃর্পক্ষ ডেকের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া প্রত্যেক যাত্রীরে কাছ থেকে ৪০০ টাকা ভাড়া আদায় করেন।এরই প্রতিবাদে মাঝ নদী বসে ডেকের যাত্রীরা লঞ্চে বিক্ষোভ করেন।এ ব্যাপারে ঢাকা-বরিশাল লন্ঞ্চ কুয়াকাটা-২ কতৃর্পক্ষের সাথে যোগাযোগ করার হলে পাওয়া যায়নি।

মো:রাজিবুল হক(বরগুনা প্রতিনিধি)||
বরগুনার বামনায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতারকৃত দু’জন স্বতন্ত্র প্রার্থীসহ ২০জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার বরগুনার চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আসামীকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আসামীরা হলেন, বামনা উপজেলায় ২নং বামনা সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ সোহেল সিকদার (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুজ্জামান সোহাগ(মটর সাইকেল), ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাফান জোমাদ্দার আকাশ(২৮), সিদ্দিক(২৮), শাহজাহান মল্লিক(৬৪), ইলিয়াছ(২০), রাজ্জাক(২২), শাওন(১৮), নিরু মল্লিক(২৬), আলমগীর(৩৫), ইমরান(১৯), সোহাগ(১৮), সাগর(৩৫), মামুন(২২)সহ ২০জন।

এদেরকে গত বুধবার সোনাখালী বাজারের নির্বাচনী অফিস থেকে আগ্নে অস্ত্র পিস্তল, ১ ম্যাগজিন গুলি, ককটেল বোমা, হাতবোমা তৈরীর সামগ্রী, দেশীয় অস্ত্র চাকু ও বিষ্ফোরকদ্রব্যসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, ডিবি পুলিশ বাদী হয়ে আগ্নে অস্ত্র, হাতবোমা, , হাতবোমা তৈরীর সামগ্রী ও বিষ্ফোরকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেন। আটককৃত সকল আসামীকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার বিবরণে জানাযায় আ,লীগের সমর্থিত প্রার্থী সোনাখালী বাজারে গনসংযোগ করতে গেলে সতন্ত্র প্রার্থী মোঃ সোহেল সিকদার ও তরিকুজ্জামান সোহাগের নেতৃত্বে তাদের সমর্থকরা গুলি ও বোমা হামলা করেন।

এতে আ,লীগ সমর্থিত ৮জন গুরুতর আহত হয়। এলাকাবাসী ও আ,লীগ সমর্থকরা তাদেরকে দাওয়া দিলে তারা সতন্ত্র প্রার্থী সোহেল সিকদারের অফিস ও আস্তানায় আশ্রয় নিয়ে তিন তলা ভবন থেকে এলোপাথারী গুলি ও বোমা নিক্ষেপ করেন। পরে ডিবি পুলিশ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে অস্ত্র সামগ্রিসহ আটক করে বামনা থানায় নিয়ে আসে।

 

নিজস্ব প্রতিবেদক || বরিশাল নগরীর কাউনিয়া ১ নং ওয়ার্ড বিসিক এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতার বিরুদ্ধে জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশ অমান্য করে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা শামসুদ্দিন গাজী জোরপূর্বক ভাইয়ের জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালায়। গত ১৬ ই ফেব্রুয়ারি কাউনিয়া ১ নং ওয়ার্ড বিসিক এলাকায় মৃত আয়নাল গাজীর ছেলে মোঃ জানে আলম গাজী বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসুদ্দিন গাজীকে আসামি করে মামলা করে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশালে এসিলেন্ট অফিসের সার্ভেয়ার কে তদন্ত করে আগামী ৩ মে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু আসামি ১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি হওয়ায় গত ১৫ ফেব্রুয়ারি দলবল নিয়ে জানে আলম গাজীর জমি দখল নিয়ে ঘর নির্মাণের চেষ্টা চালায়। এসময়ে বাদী ও তার পরিবার বাধা দিলে তাদের খুন-জখমের হুমকি দেয় আসামি। গত ১৭ ই ফেব্রুয়ারি কাউনিয়া থানা পুলিশ আসামি ও বাদীপক্ষকে আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই জমিতে কোন ধরনের কাজ না করার নির্দেশ দেন। উভয়পক্ষকে স্ব-স্ব স্থানে থাকার কথা বলেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে বর্তমানে রাতের আধারে আসামি শামসুদ্দিন গাজী নিজের ক্ষমতার অপব্যবহার করে আদালতের নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় “নো-মাস্ক নো-সার্ভিস” বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীর বাজার মনিটরিং এ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নতুন বাজার, নথুল্লাবাদ, এলাকায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, রাহাতুল ইসলাম ও মোঃ মুশফিকুর রহমান এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাজারে আগত লোকদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ ও সামাজিক দূরত্ব রেখে চলাফেরা এবং মাস্ক ব্যতিত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি জেলা প্রশাসন কর্তৃক প্রচারপত্র নো-মাস্ক নো-সার্ভিস সংম্বলিত ফ্যাস্টুন এবং দিনমজুর, খেটে খাওয়া মানুষদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ এবং ফ্রি মাস্ক বিতরন করা হয়। অধিকন্তু মাস্ক না পড়ে ঘোরাফেরা করার মাধ্যমে স্বাস্থ্যবিধি লংঘন করায় ১৫ জন ব্যক্তিকে ৩৭০০ টাকা টাকা জরিমানা করা হয়। অধিকন্তু স্বাস্থ্যবিধি প্রতিপালন সংক্রান্ত সামগ্রী তথ্য মাস্ক, স্যানিটাইজার ইত্যাদির মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংপূর্বক অতিরিক্ত মূল্য না রাখার বিষয়ে বিভিন্ন ফার্মেসীর মালিকদের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ও সরকারী নির্দেশনা মোতাবেক গণপরিবহণে ৫০ ভাগ যাত্রী পরিবহণের বিষয়ে বাস মালিক ও চালকদের সতর্ক করা হয়।

উক্ত অভিযানে আইন শৃঙখলা রক্ষায় মেট্রোপলিটন পুলিশ, বরিশাল এর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জানান, জনগণকে করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসন বরিশালের পক্ষ হতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

র্যাব-৮ সদস্যরা জেলার গৌরনদী উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা, মাদক ব্যবসার নগদ ৩ হাজার ১০০ টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছেন।

আটক মাদক ব্যবসায়ী আল-ফায়েজ খান (২৩) গৌরনদীর মাহিলাড়া এলাকার আজিম খানের পুত্র। বুধবার সকালে বরিশাল র্যাব-৮’র সদর দফতর থেকে পাঠানো ই-মেইল বার্তায় তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। সূত্রমতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে মাহিলাড়ার বাঘার কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল-ফয়েজ খানকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র্যাব-৮’র সিপিএসসি’র ডিএডি একরামুল হক বাদি হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আল-ফয়েজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশালসহ দেশের ৬টি বিভাগ ও দুটি অঞ্চলের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, গতকাল মঙ্গলবার (৩০ মার্চ) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল>> করোনাভাইরাস আক্রান্তে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। সবমিলিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে।

বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।

এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) দেশে আরও ৫ হাজার ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৪৫ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৩১ মার্চ) সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৮৫৪ জন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮ লাখ ১৫ হাজার ৩৫ জন। বরিশালটাইমস।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৫ লাখ ৪০ হাজার ৭১৩ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার ৯৫৮ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৩৩২ জন। বরিশালটাইমস।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১০ লাখ ৯৭ হাজার ১৫৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ১৩৮ জনের।

আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ১৭ হাজার ৯৩৬ জন। বরিশালটাইমস।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ২১ লাখ ৪৮ হাজার ৪৮৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬২ হাজার ৫০২ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৮৫ হাজার ৩৮৫ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৫ হাজার ৩৩৭ জন। বরিশালটাইমস।

আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ লাখ ৩৬ হাজার ৮২০ জন। এর মধ্যে মারা গেছেন ৯৮ হাজার ৪৪২ জন।

এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম। বরিশালটাইমস।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও পটুয়াখালী:: পটুয়াখালী জেলা বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ঘটনাস্থলে পুলিশ এসে তা নিভিয়ে ফেলে। ফলে মঙ্গলবার (৩০ মার্চ) রাতে পটুয়াখালীর বনানীতে বিএনপি কার্যালয়ে এই আগুনে বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০ থেকে ১২ টি মোটরসাইকেলে ২০/২২ জন লোক এসে প্রথমে অফিসের সামনে ভাঙচুর করে। তারা সবাই অল্প বয়সি পোলাপান। পরে পাশে মোটরসাইকেলের গ্যারেজ থেকে হাতুড়ি এনে তালা ভাঙে। এরপর ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। বেরিয়ে যাওয়ার সময় তারা ব্যানার ও কাগজপত্রে আগুন ধরিয়ে দিয়ে যায়। তারা যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে।

বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন নান্নু বরিশালটাইমসকে বলেন, আমি শব্দ শুনে এসে দেখি হেলমেট পরিহিত ২৫ থেকে ৩০ জন লোক হবে। তারা অফিসে তাণ্ডব চালাচ্ছে। চেয়ার থেকে শুরু করে তারেক রহমানের ছাবি পর্যন্ত সবকিছু ভেঙে ফেলে। স্টিলের আলমারি ভেঙে দলীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র নামিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই পুলিশ আগুন নিভিয়ে ফেলে।

পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বরিশালটাইমসকে বলেন, ‘সকালে আমাদের বিক্ষোভ মিছিলে বের হয় পুলিশের বাধায় মিছিল করতে পারিনি । এরপর থেকেই আমাদের নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলা করেছে ছাত্রলীগের ছেলেরা। দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। রাতে আমাদের অফিসে ভাঙচুর করেছে এবং আগুন দিয়েছে।’
এ বিষয়ে জানতে ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর ফোনে কল দিলে তারা কেউ ফোন রিসিভ করেনি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বরিশালটাইমসকে বলেন, কার্যালয়ের সামনে কিছু ব্যানারে আগুন দিয়ছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করবো। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মারণঘাতী করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে সরকারি নির্দেশ মেনে বাস ও ট্রেনের মতো লঞ্চেও ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। এজন্য ২/১দিনের মধ্যে বাড়ছে লঞ্চ ভাড়া।

আগামীকাল বৃহস্পতিবার (০১ এপ্রিল) থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে লঞ্চ। একইসঙ্গে ভাড়াও বাড়ানো হবে।

বুধবার (৩১ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লঞ্চের ক্ষেত্রেও বাসের মতো ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা।