নিজস্ব প্রতিবেদক :: বরিশালে দুইশত পিস ইয়াবা ও একশত গ্রাম গাঁজাসহ রাসেল হাওলাদার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নগরীর ৩০ নং ওয়ার্ডের চহঠা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাসেল হাওলাদার নগরীর ৩০নং ওয়ার্ডস্থ চহঠা তালুকদার বাড়ির মৃতঃ আঃ মালেক হাওলাদারের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ ফিরোজ আহমদের নেতৃত্বে এসআই খাইরুল আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর ৩০ নং ওয়ার্ডের চহঠা তালুকদার সড়কের তালকুদার বাড়ী ‘শাহিন স্টোরের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

ভোলার বোরহানউদ্দিনে লিমা নামের এক গৃহবধূ পিটিয়ে তাঁর স্বামীর মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত লিমা (২০) উপজেলার টবগী ইউনিয়নের দালালুর গ্রামের মোঃ মহসিনের মেয়ে।

লিমার স্বামী মোঃ নাসিম (২৪) একই উপজেলার হাসান নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ নিরবের ছেলে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে স্বামী নাসিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্বামী নাসিমের অভিযোগ, তাঁর মায়ের সাথে লিমা খারাপ আচরণ করায় তাকে চুপ করিয়ে রাখতে মুখ চাপ দিয়ে ধরলে লিমা স্বামী নাসিমকে এলোপাতাড়ি লাথি মারে। এক পর্যায়ে তাঁর পাশে থাকা পানি খাওয়ার মগ দিয়ে নাসিমের মাথায় আঘাত করলে নাসিম চিৎকার করে মাটিতে পড়ে যায়। চিৎকার শুনে নাসিমের মা ও আশেপাশের লোকজন এসে দেখে তাঁর (নাসিমের) মাথা ফেটে অনর্গল রক্ত বের হচ্ছে। পরে দ্রুত তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসাধীন মোঃ নাসিম বলেন, ২০১৭ সালে লিমার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের তিন-চার মাস পর থেকেই লিমার উশৃংখলতার কারণে সংসারে প্রতিনিয়ত ঝগড়াবিবাদ লেগেই থাকে। লিমা সংসারে শশুর-শাশুড়ীর কথা মোটেই মানতে নারাজ। গতকাল রাতে আমার মা তাকে রাতের খাবার প্রস্তুত করতে বললে সে (লিমা) না করে উল্টো বারাবারি করায় আমি তাকে চুপ করতে বলি। পরে কথা কাটাকাটির একপর্যায়ে সে আমাকে লাথি মারে এবং তাঁর পাশে থাকা পানি খাওয়ার একটি মগ দিয়ে আমাকে আঘাত করে। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নাসিমের মা বলেন, বউকে ভাল-মন্দ কোনো ব্যাপারে আমার ছেলে ও আমি ডাক দোহাই দিতে গেলেই সে আমাদের কথা অমান্য করে সংসারে মনগড়া চলে। কিছু থেকে কিছু হলেই ছেলের বিরুদ্ধে মামলা করবে বলে ভয় দেখায়৷

এদিকে গৃহবধূ লিমা ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, গতকাল রাতে আমার শাশুড়ী ও স্বামীর সাথে আমার কিছু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাগ করে আমি বাসা থেকে বের হয়ে যেতে চাইলে আমার স্বামী আমাকে আটকিয়ে রাখার চেষ্টা করায় মগ দিয়ে আমি আমার নিজের মাথায় বাড়ি দেই পরে সে (নাসিম) আমাকে ধরতে আসলে তাঁর মাথায়ও একটি বাড়ি লেগে যায়। এতে তাঁর মাথা ফেটে যায়।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালীর মহিপুরে প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপান করেছে। এ ঘটনায় প্রেমিক রাজুর (২২) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লতাচাপলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পরিত্যাক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত রাজু পাঞ্জুপাড়া গ্রামের সোহরাব খানের ছেলে। প্রেমিকা একই ইউনিয়নের আলিপুর গ্রামের এমাদুল আকনের মেয়ে। এক বছর পূর্বে একই ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে কামালের সাথে সুমাইয়ার বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে রাজু ও ওই যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিক ভাবে তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে গত বছরে ওই যুবতীকে অন্যত্র বিয়ে দেয়া হয়। গতকাল রাতে তারা দুইজনে একসঙ্গে বিষপান করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রেমিক রাজুকে মৃত ঘোষণা করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ওই যুবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক,:: বরিশালের এক শিশু গৃহকর্মীকে ঢাকায় অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের স্ত্রীর বিরুদ্ধে। ওই শিশুকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা না করে বরিশালের গ্রামের বাড়ির কাছে ফেলে রাখা হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজনরা। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিপা বাড়ৈ (১১) নামে এই শিশুকে বরিশালের উজিরপুর থানা পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উজিরপুর থানার ওসি মো. জিয়াউল আহসান জানান, শিশুটিকে তার গ্রামের বাড়ি উজিরপুরের জামবাড়ি এলাকা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিপাকে বাসু নামে জনৈক ব্যক্তি সেখানে ফেলে যায়।

নিপা ও তার স্বজনরা জানায়, নিপা গত ৬ মাস ধরে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালের অর্থপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডা. সিএইএস রবিনের শ্যামলীর বাসায় গৃহপরিচারিকা কাজ করে আসছিল। কাজ শুরুর কয়েক দিনের মাথায় নিপার উপর নানা অজুহাতে নির্যাতন করে ডা. রবিনের স্ত্রী রাখি দাস। প্রায়ই তার উপর চালানো হতো নির্যাতন। তার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাকা এবং আঘাতের চিহ্ন রয়েছে। এই ধারাবাহিকতায় তার শারীরিক অবস্থার অবনতি হলে নিপাকে গুরুতর অবস্থায় ঢাকা থেকে বরিশালের উজিরপুরের নিজ বাড়ির কাছে একটি দোকানের সামনে ফেলে রাখা হয়।

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা তৌহিদ বরিশালটাইমসকে বলেন, শিশু নিপার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও ছ্যাকার চিহ্ন রয়েছে। তবে সে মানসিকভাবে বেশী আঘাত পেয়েছে।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান বরিশালটাইমসকে জানান, শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ঢাকায়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট থানা পুলিশ।

বরিশালের মিডিয়া ব্যক্তিত্ব, সবার প্রিয়ভাজন সাংবাদিক মুরাদ হোসেন ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। স্ট্রোকজনিক কারণে আজ শুক্রবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মুরাদ হোসেন এক যুগের বেশি সময় ধরে সংবাদপত্রের সাথে সম্পৃক্ত। বর্তমানে তিনি দৈনিক বরিশালের আজকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করে আসছিলেন। বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে ছিলেন।

এছাড়া তিনি দৈনিক আজকের বার্তাসহ আরও বেশ কয়েকটি পত্রিকায় কাজও করেছিলেন।

তার এই মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন।

আগামীকাল শনিবার সকাল ১০ টার সময় ২৪ নং ওয়ার্ড মোল্লা বাড়ি জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তার পারিবারিক গোরস্তানে সমাহিত করা হবে।

কোস্ট গার্ড কন্টিনজেন্ট রায়পুর থানাধীন পুরানবেড়ী ঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৭ ডাকাত সদস্যকে আটক করেছে।

বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে বলে আজ কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মেঘনা নদীতে সন্দেহজনক দুইটি নৌকা থামার জন্য সংকেত দেয়া হলে ডাকাত দল নৌকাসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে একটি নৌকা ও ডাকাত দলের ৭ সদস্যকে আটক করে। পরবর্তীতে জব্দকৃত নৌকাটি তল্লাশি করে ৫টি রামদা, ১টি চোখা রাকসা, ১টি লোহার পাইপ এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে।

আটককৃতরা হলো- আক্তার মোল্লা (২৮), দীন ইসলাম হাওলাদার (২৫), বাকের শিকদার (২৬), মোক্তার মোল্লা (২০), ইসমাইল মোল্লা (২২), আক্তার রারী (২৩) এবং শফিক হাওলাদার (২১)।

আটককৃত সদস্যরা সবাই বরিশাল জেলার হিজলা থানার মান্দ্রা চর খুশিরা গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে আটককৃত ডাকাতদের চাইনিজ কুড়াল, রামদা ও দেশীয় অস্ত্রসহ রায়পুর থানায় হস্তান্তর করা হয়।

 

নিজস্ব প্রতিবেদক ঃ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রচলিত গনতন্ত্রকে বিশ্বাস করলে ঈমান থাকবে না। প্রচলিত গনতন্ত্রে বলা হয় সকল ক্ষমতার মালিক জনগণ যা স্পষ্ট শিরক।ধর্মনিরপেক্ষতা বলতে নাস্তিক্যবাদকে বুঝায়। আমরা (ইসলামী আন্দোলন) রাজনীতি করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। এমপি মন্ত্রীত্ব পাওয়ার জন্য নয়। সাড়াদেশে আগত ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী দেয়া হবে। ইসলামী আন্দোলন আল্লাহ ও রাসুলুল্লাহ সাঃ এর আদর্শ বাস্তবায়নের জন্যই রাজনীতি করে। তিনি ২৬ ফেব্রুয়ারী শুক্রবার বয়ানে কুরআনের উদ্বৃতি দিয়ে বলেন, আল্লাহ বলেন আক্বিমুদ্দীন অর্থাৎ দ্বীন প্রতিষ্ঠা কর। শুধু ব্যক্তি জীবনে দ্বীন মানলেই দ্বীন প্রতিষ্ঠা হয়না। আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হলে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সমাজ জীবনে, এবং রাষ্ট্রীয় জীবনেও দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী আন্দোলন আল্লাহর এ হুকুম পালন করতেই রাজনীতি করে দুনিয়ার স্বার্থ হাসিল করতে নয়। দুনিয়ার স্বার্থ হাসিলের চেষ্টা করলে আল্লাহ কাউকেই ছাড় দেবেনা। যে যতবড় ক্ষমতাশালী হোকনা কেন মৃত্যুর হাত থেকে কেহ রেহাই পাবেনা। তখন বেঈমানদের জন্য কবরে কঠিন শাস্তি দিবেন।শেষ বিচারের দিনে মহান আল্লাহ জীবনের প্রত্যেকটা কর্মের পুংখানুপুংখ হিসেব নিবেন। সেদিন কে পীর আর কে মুরিদ সেই হিসাব থাকবেনা। যার আমল ভালো হবে সে জান্নাতে যাবে আর যার আমল খারাপ হবে তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। এসময় তিনি জান্নাত ও জাহান্নামের কিছু বর্ননা দেন। হাশরের ময়দানের ভয়াবহতার বর্ননা দেন। এছাড়া সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জুম্মা পূর্ব বয়ানে বলেন ভোট মানে সহযোগিতা করা, সমর্থন দেয়া। যাকে ভোট দেয়া হয় সে বিজয়ী হয়ে ভালো কাজ করলে তার সওয়াবও ভোটার পাবে ঠিক তেমনি ভোট পেয়ে বিজয়ী হয়ে যদি কেউ কেউ খারাপ কাজ করে, জিনা ব্যভিচারের সমর্থন দেয় তার পাপেরও সমান ভাগী হতে হবে। মৃত্যুর আগেই নিজেকে আল্লাহর জন্য সংশোধন করতে হবে। মানুষের নৈতিক চরিত্র পরিশুদ্ধ নয় বিধায় মানুষ অপরাধে জড়িয়ে সমাজকে কলুষিত করছে। কলুষমুক্ত সমাজ গড়ার জন্য পরিশুদ্ধ আত্মার মানুষ প্রয়োজন। চরমোনাই দাদা হুজুর রহ. চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা করেন পরিশুদ্ধ আত্মা ইমানদার মানুষ গড়ার জন্যই। শায়েখে চরমোনাই আরো বলেন, উলামায়ে ক্বিরামদেরকে তাদের স্বাতন্ত্র রক্ষা করে দ্বীনের খিদমত করে যেতে হবে। আবহমানকাল ধরে উলামায়ে ইসলামগণ সত্যের পক্ষে আপোষহীনভাবে কাজ করে গেছেন। তাদের অবদানকে সামনে রেখে দল-মত নির্বিশেষে সকলকে ইসলামের জন্য কাজ করার আহবান জানান তিনি। শায়েখে চরমোনাই বলেন, চরমোনাই মাহফিল শুধুমাত্র বার্ষিক উৎসব নয় বরং মানুষের নৈতিক চরিত্রের আমূল পরিবর্তনের একটি কারখানা। এখানে যারা এসেছেন, তারা প্রত্যেকটি বয়ান গুরুত্বসহকারে শ্রবণ করবেন এবং বাকী জীবনে তার উপর আমল করার আপ্রাণ চেষ্টা করে যাবেন। বয়ান শেষে জিকিরের তালীম ও বিশ্বের সকল নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করা হয়। শনিবার সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে তিনদিন ব্যাপী এ মাহফিলের সমাপ্তি হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিতু কুন্ডু দীর্ঘ ২৯ বছর গবেষণার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তুলনামূলক ধর্মতত্ত্ব (কম্পারেটিভ রিলিজিয়ন) নিয়ে জ্ঞান অর্জন করেছেন।

শান্তির এ ধর্মে তিনি দিক্ষিত হয়েছিলেন প্রায় চার বছর আগেই। তবে বিষয়টি সেভাবে জানাজানি হয়নি। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও আপলোড করে নিজের ইসলাম ধর্ম গ্রহণের দীর্ঘ যাত্রার কথা বর্ণনা করেন এ শিক্ষিকা।

তবে ইসলাম ধর্ম গ্রহণের পর নাম পরিবর্তনের বিষয়ে কিছুই জানাননি তিনি। জানা গেছে, রিতু কুন্ডু তার নাম পরিবর্তন করে আদ্রিতা জাহান রিতু রেখেছেন।

ভিডিওবার্তায় এ অধ্যাপক বলেন, ‘দীর্ঘ ২৯ বছরের বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা ও জ্ঞান-বুদ্ধির আলোকে আমি ইসলামের বিষয়ে এক মাসব্যাপী পড়াশোনা শুরু করি। ১৬ দিনের মধ্যেই আমি সত্য উপলব্ধি করি এবং ২০১৭ সালের মার্চে ইসলাম গ্রহণ করি।

এই দীর্ঘ ২৯ বছর পর্যন্ত আমি নিজের পরিবার, সমাজ ও মানুষের আচার-ব্যবহার পর্যবেক্ষণ করি। এ দীর্ঘ সময় অন্যান্য প্রধান সব ধর্মের গ্রন্থাবলি পাঠ করেছি। জাপানেও এ বিষয়ে পড়াশোনা করি। ২০১২ সালে এসে বুঝতে পারি, এগুলো মানুষ রচিত বই (ঐশি বাণী নয়)।’

তিনি যোগ করেন, ‘দীর্ঘ ২৯ বছর পর আমি পবিত্র কোরআনের বাংলা অনুবাদ পাঠ করি। এর পাশাপাশি আমি হাদিসও পাঠ করি। সামনে কোরআনের যে সূরা আর হাদিস পেয়েছি তাই মনযোগ দিয়ে পড়েছি। মহান আল্লাহর নির্দেশনার কারণ ও বিধি-নিষেধ নিয়ে চিন্তা-ভাবনা করি। কখনো এ বিষয়ে স্বপ্নও দেখেছি। তা হয়ত অনেকের অবিশ্বাস মনে হবে।

খুব ছোট থেকেই হয়ত আল্লাহ আমাকে ইসলাম কবুলের জন্য তৈরি করেছিলেন। ছোট থেকে আজ পর্যন্ত জীবনের প্রতিটি ঘটনা, শিক্ষা, প্রতিবন্ধকতা আর সমাজের অসংগতি আমাকে ধীরে ধীরে ইসলামের পথে পরিচালিত করেছে। আমি যখন বুঝতে পারলাম, আমাকে নামাজ পড়তে হবে সেদিন থেকে টানা ১৪ মাস আমার নামাজ কাযা হয়নি।

এরপর চাকরির কারণে দু-একবার কাযা হয়ে যায়। আমি যখন অনুভব করলাম, আমাকে পর্দা করতে হবে সেদিন থেকে আমি হিজাব পরা শুরু করি।’ পরিবার ও বন্ধু-বান্ধবের বিরোধিতা সত্ত্বেও তিনি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্তে অবিচল ছিলেন বলে জানান এ শিক্ষিকা।

অধ্যাপিকা বলেন, ‘আমার পরিবার ও বন্ধুরা আমাকে এমনটি করতে মানা করে। কিন্তু আমি তাদেরকে বলি, আমি রাসুল (সা.)-কে ভালোবাসতে পেরেছি। আমি বুঝতে পেরেছি, তিনি কেন আমাদের এত সুন্দর সুন্দর উপদেশ ও নির্দেশনা দিয়েছেন। আজ থেকে আল্লাহর কাছে আত্মসমর্পন করলাম।’

নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও নীলফামারী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন রিতু কুন্ডু । এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

২০১৩ সালে তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পান। ২০১৭ সাল থেকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অধ্যাপনা করছেন।

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রকৌশলী পরিচয়ে ভবন মালিকদের কাজ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টাকালে আবদুস সবুর খান নামে এক প্রতারককে আটক করেছে নগর কর্তৃপক্ষ।

সবুর বরিশাল নগ‌রের বৈদ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি বানারীপাড়া উপজেলা প্রকৌশল দপ্ত‌রের (এলজিইডি) অফিস সহকারী ব‌লে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন।
তিনি আরো জানান, আবদুস সবুর নগরের বিভিন্ন এলাকায় নিজেকে বিসিসির প্রকৌশলী দাবি করে প্রতারণার মাধ্যমে ভবন মালিকদের নানাভাবে হয়রানি করে আসছিলেন। ভবন মালিকদের কাজ থেকে টাকা নিয়ে প্ল্যান পাস করিয়ে দেওয়াসহ নানা ত্রুটির কারণে আটকে থাকা প্ল্যান ছাড়িয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিতেন সবুর।

সম্প্রতি নগরের ২৩ নম্বর ওয়ার্ডের আজিজিয়া হ‌াউজিং এ আঞ্জুমান আরা বেগম নামে এক ভবন মালিকের কাছে যান সবুর এবং নি‌জে‌কে সি‌টি কর‌পো‌রেশ‌নের ফ‌রিদ মাহামুদ না‌মে এক প্র‌কৌশলী হি‌সে‌বে প‌রিচয় দেন। এ সময় তা‌কে জ‌মি না ছে‌ড়ে প্ল্যান ব‌হির্ভূতভা‌বে ভবন নির্মাণ করার না‌মে হয়রা‌নি শুরু ক‌রেন সবুর এবং প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে ওই ভবন মালিকের সন্দেহ হলে বিসিসি কর্তৃপক্ষকে জানান।
পরবর্তীতে বিসিসি কর্মকর্তারা তাকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কৌশলে নগর ভবনে এনে জিজ্ঞাসাবাদ করলে সবুর তার সকল অপকর্মের কথা স্বীকার করে। এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে কাজী মোয়াজ্জেম হোসেন জানান।

বরিশাল নগরীর পলাশপুর রহমানিয়া এতিমখানা ও মাদ্রাসার ১০ জন ছাত্রদের মাঝে কোরআন শরীফের ছবক দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মোঃ নুরুল ইসলাম ফিরোজী, হাফেজ মোঃ জহিরুল ইসলাম ও মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি  মোঃ মালেক সহ অনান্য লোকজন।