বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদের ওপর হামলার ঘটনায় মামলায় দুই প‌রিবহন শ্রমিক গ্রেপ্তারের প্রতিবা‌দে এবং তাদের মুক্তির দাবিতে রূপাতলী বাস শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আজ শ‌নিবার সকাল সা‌ড়ে ১০টা থে‌কে রুপাতলী মি‌নিবাস টা‌র্মিনা‌লের সাম‌নে সুরভী চত্ত্বরে এই বি‌ক্ষোভ ক‌রে প‌রিবহন শ্রমিকরা। যা‌তে ব‌রিশাল থে‌কে দ‌ক্ষিণাঞ্চ‌লের ২১‌টি রু‌টে যাত্রী প‌রিবহন বন্ধ র‌য়ে‌ছে।

ব‌রিশাল পটুয়াখালী মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার হো‌সেন শিপন ব‌লেন, বিশ্ববিদ‌্যাল‌য়ের মামলায় আমা‌দের শ্রমিক‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। যারা ওই ঘটনায় জ‌ড়িতই না। আমা‌দের কো‌নো লোক ছাত্রদের মারধর ক‌রেনি। কারা ক‌রে‌ছে তাও জা‌নি না। আমরা তা‌দের ওপর হামলার ঘটনারও নিন্দা জা‌নিয়ে‌ছি। ত‌বে ষড়যন্ত্রমূলকভা‌বে আমা‌দের দুই শ্রমিক‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

 

রুপাতলী বাস শ্রমিক জানান, আমা‌দের শ্রমিকরা কিছু ক‌রেনি। শিক্ষার্থী‌দের ঝা‌মেলা হ‌য়ে‌ছে বিআর‌টি‌সির স্টাফ‌দের সা‌থে। আমা‌দের শ্রমিক‌দের য‌দি না ছাড়া হয় তাহ‌লে অনি‌র্দিষ্টকা‌লের জন‌্য ধর্মঘ‌টে যা‌বো। ইতিম‌ধ্যে ব‌রিশাল থে‌কে সকল রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

রুপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ বলেন, গ্রেপ্তারকৃত দুই শ্রমিকদের মুক্তি না দেওয়া পযন্ত বাস চলচল বন্ধ থাকবে।

ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, শ্রমিকরা বি‌ক্ষোভ কর‌ছে। ওদি‌কে বিশ্ববিদ‌্যাল‌য়ের শিক্ষার্থীরাও আন্দোলন কর‌ছে। আমরা উভয়প‌ক্ষের সা‌থে কথা ব‌লে বিষয়‌টি সমাধা‌নের চেষ্টা কর‌ছি।

উল্লখ্য, মঙ্গলবার দুপু‌রে রুপাতলী বিআর‌টি‌সি বাস কাউন্টা‌রে লা‌ঞ্ছিত করা হয় বিশ্ববিদ‌্যাল‌য়ের দুই শিক্ষার্থী‌কে। এরপর রা‌তে রুপাতলী হাউজিং এলাকার মে‌সে হামলা চালা‌নোর অভি‌যোগ ওঠে প‌রিবহন শ্রমিক‌দের বিরু‌দ্ধে। এতে ১১ শিক্ষার্থী গুরুত্বর আহত হয়। প‌রদিন বুধবার সকাল থে‌কে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ করা হয়। ১০ ঘণ্টা পর প্রশাস‌নের আশ্বা‌সে অব‌রোধ প্রত‌্যাহার করা হয়। হামলার ঘটনায় বিশ্ববিদ‌্যালয় প্রশাসন মামলা দা‌য়ে‌রের পর সেই মামলা প্রত‌্যাখান ক‌রে পুনরায় শুক্রবার সড়ক অব‌রোধ ও মশাল মি‌ছিল ক‌রে শিক্ষার্থীরা। শ‌নিবার সকাল সা‌ড়ে ৯টা থে‌কে ব‌রিশাল বিশ্ববিদ‌্যাল‌য়ের শিক্ষার্থীরা ঢাকা কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে। এদিকে বাস শ্রমিকরা সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ শুরু করায় বিশ্ববিদ‌্যালয় শিক্ষার্থী‌দের ম‌ধ্যে উত্তেজনার সৃ‌ষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: জন্মদিনকে ঘিরে সারপ্রাইজের নামে তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুবকের নাম ইমতিয়াজ মাহমুদ সেজাদ (২৭)। সে বরিশালের সদর উপজেলার লাকুটিয়া বাজার এলাকার আবু তাহের মাহমুদ খোকনের ছেলে। নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ অবস্থিত ওকোহামা লেবেল এন্ড প্রিন্টিং নামক একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় ইমতিয়াজ মাহমুদ সেজাদের সাথে পরিচয় ঘটে ওই তরুণীর।
জানা যায়, ২০১৭ সালে ওই প্রতিষ্ঠানে ‘আর্টওয়ার্ক অ্যাসিসট্যান্ট’ পদে চাকরি নেয় ওই তরুণী। চাকরিরত অবস্থায় একই প্রতিষ্ঠানে কর্মরত ইমতিয়াজ মাহমুদ সেজাদ ওই তরুণীকে প্রথমে প্রেমের প্রস্তাব দেয়। তরুণী এতে সাড়া না দিলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেয় সেজাদ। পারিবারিকভাবে সেজাদের পরিবার ওই তরুণীকে দেখে পরবর্তী ২বছরের মধ্যে উভয়ের বিয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। সেজাদ নিজের পারিবারিক অসহায়ত্ব প্রকাশ করে তরুণীদের বাসায় নিয়মিত আসা-যাওয়া করায় সেজাদকে সরল বিশ্বাস করে তরুণী ও তরুণীর পরিবার।

তরুণী জানায়, ২০১৯ সালের ১ মার্চ জন্মদিন উদযাপন করার কথা বলে ইমতিয়াজ মাহমুদ সেজাদ ওই তরুণীকে রাজধানীর মুগদায় কর্মরত ফয়সাল নামের এক বন্ধুর কক্ষে নিয়ে যায়। ওই বন্ধু নামাজের কথা বলে তাদের দুজনকে কক্ষে রেখে বাইরে দিয়ে ছিটকানি লাগিয়ে দেয়। এ সময় বিয়ের কথা টেনে তরুণীর সাথে শারিরীকভাবে লিপ্ত হতে চাইলে তরুণী রাজি না হলে একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্কে লিপ্ত হয় সেজাদ। এই ঘটনার পর তরুণী বারবার বিয়ের কথা তুললে নানা অজুহাত দেখায় ইমতিয়াজ মাহমুদ সেজাদ।

ওই তরুণী আরও জানায়, পরিচয়ের পর থেকে সেজাদ প্রতি মাসে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে তরুণীর কাছ থেকে টাকা নিত। এমনকি পিতার লোনের টাকা পরিশোধ করতেও ওই তরুণীর কাছ থেকে মোটা অংকের টাকা নেয় ইমতিয়াজ মাহমুদ সেজাদ। শুধু তাই নয়, ওই বছরেরই সেপ্টেম্বর মাসে রাজধানীর খিলগাঁও এলাকায় ময়ূরী নামক এক চাচাতো বোনের বাসায় এনে ২য় বারের মতো সেজাদ তরুণীকে ধর্ষণ করে বলে জানান ওই তরুণী।

তরুণীর অভিযোগ, একাধিকবার শারিরীক সম্পর্ক স্থাপনের পর সেজাদকে বিয়ের কথা বললে, তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে প্রেমিক সেজাদ বরিশাল নিজ গ্রামের বাড়ি চলে যায়। নিজ বক্তব্যে ভুক্তভোগী তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক, সেইসাথে চাকরি হারিয়ে সে চরমভাবে মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। এমনকি একাধিকবার আত্মহত্যা করতেও উদ্যত হয় সে। গেল বছরের করোনাকালীন সময়ের তিন মাস যাবৎ কাউন্সিলিংয়ের মাধ্যমে নিজেকে শক্ত করে তোলেন বলে জানান তরুণী। পরবর্তীতে সেজাদ গ্রাম থেকে ফিরে গোপনে ওই প্রতিষ্ঠানের গুলশান শাখায় যুক্ত হয়েছে জানতে পেরে সেজাদের খোঁজে সেখানে যায় সে।

কিন্তু, সেজাদের কোন পাত্তা না পেয়ে শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে পিটিশন (পিটিশন নং-৪৪২/২০) দায়ের করে ভুক্তভোগী তরুণী। আইনজীবী সূত্রে জানা যায়, পিটিশনটি বর্তমানে পিবিআই তদন্তে রয়েছে।

অপরদিকে, অভিযুক্ত ইমতিয়াজ মাহমুদ সেজাদের কাছে মুঠোফোনে অভিযোগটির বিষয়ে জানতে চাইলে ওই তরুণীর সাথে শারিরীক সম্পর্ক স্থাপনের বিষয়টি অস্বীকার করেন তিনি।

সেজাদের দাবি, তরুণীকে নিয়ে সে বন্ধুর কক্ষ কিংবা বোনের বাসায় যায়নি বরং একাধিক রেস্টুরেন্টে বসেছে। এছাড়াও পারিবারিকভাবে ওই তরুণীর সাথে বিয়ের সিদ্ধান্তের বিষয়টিও স্বীকার করেছেন সেজাদ।

সেজাদের ভাষ্যমতে, পারিবারিকভাবে বিয়ের কথা হলেও মেয়েটি বারবার বিয়ের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। সেসময় নারায়নগঞ্জে এলাকার যুবকদের হাতে মারধর হওয়ার ঘটনায় ওই তরুণীর হাত রয়েছে বলে দাবি করেন সেজাদ। এ ঘটনার পরই তরুণীকে বিয়ে না করার সিদ্ধান্ত নেয় বলে জানান তিনি।

এ বিষয়ে ওকোহামা লেবেল এন্ড প্রিন্টিং (বিডি) লি. কোম্পানীতে ওই তরুণী ও ইমতিয়াজ মাহমুদ সেজাদের চাকুরীর বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ইকবাল হোসেন। তবে, উভয়ের মধ্যে চলা বিয়ে ও প্রেমের সম্পর্কের বিষয়ে জানতেন না বলে প্রতিবেদককে জানান তিনি।’

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলা ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শেষ বর্ষের ছাত্র বাহাউদ্দিন আবিরের উপস্থাপনায় মানববন্ধনে, মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে ও হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন ববি’র ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আহমেদ শান্তা, ববি’র শিক্ষার্থী সানবির রেহমান সজীব, রুবেল, হাফিজ আর রহমান ও হৃদয়, ঢাবি’র শিক্ষার্থী আদনান হাবিব খান, জাবি’র শিক্ষার্থী ফাইজার আহমেদ শাওলিন প্রমুখ।

পরে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে মিছিল শেষ করে শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরগুনার আমতলী পৌরসভার প্যানেল মেয়র ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান মীরের বিরুদ্ধে লুটের অভিযোগে আমতলী থানায় মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মামলাটি করেন আকন ব্রিকসের মালিক মো. কামাল আকন।
কামাল জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আকন ব্রিকসের শ্রমিকদের সাপ্তাহিক মজুরী দেয়ার জন্য ৬ লাখ টাকা নিয়ে তিনি, তার ভাতিজা সাইফুল ইসলাম সুজন, ব্রিকসের ম্যানেজার মো. ইমরান ও রিজন হাওলাদার যাচ্ছিলেন। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা পৌছলে প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান মীরের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে তাদের এলোপাতাড়ি পেটায়। এ সময় সাইফুল ইসলাম সুজনের সাথে থাকা একটি ব্যাগে নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. হাবিবুর রহমান মীরকে প্রধান আসামী করে তার শ্যালক বেল্লাল গাজী, আরিফ, আমানউল্লাহ, মনির, আবু কালাম, আল-আমিন ও হাচানসহ ৯ জনের বিরুদ্ধে ৬ লাখ টাকার লুটের মামলা দায়ের করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক, মঠবাড়িয়া:: পিরোজপুরের মঠবাড়িয়ায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এমাদুল হককে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বেতমোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এমাদুল হক উপজেলার বেতমোর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মকফের আলীর ছেলে।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ সাইফ বরিশালটাইমসকে জানান, ২০১৮ সালে আদালতে একটি এনজিওর করা টাকা আত্মসাৎ মামলায় এমাদুল হকের পাঁচ বছরের সাজা হয়। এ ছাড়া তাকে এক লাখ পাঁচ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বরিশালটাইমসকে জানান, এমাদুলকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঝালকাঠির নলছিটি উপজেলা সংলগ্ন সুগন্ধা নদীতে নৌকাডুবিতে নুরে আলম সিকদার নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের মগড় এলাকায় সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ষাটোর্ধ্ব নুরে আলম সিকদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ডালমারা গ্রামের হাশেম আলী সিকদারের ছেলে।
স্থানীয়রা জানায়- মাটির তৈরি হাড়ি-পাতিল বিক্রি করার জন্য দুই শিশুকে নিয়ে নুরে আলম নৌকায় করে যাচ্ছিলেন। ঢাকাগামী বড় একটি লঞ্চ নদী দিয়ে যাওয়ার সময় স্রোত ও ঢেউ ওঠে। এতে নৌকায় থাকা নুরে আলম সিকদারসহ অপর দুই শিশু নৌকা উল্টে নদীতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরে আলমকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বরিশালটাইমসকে বলেন, এ বিষয়ে থানা পুলিশকে কেউ অবগত করেনি। বিষয়টি নিয়ে ফেসবুক ও সাংবাদিকদের কাছ থেকে আমরা শুনেছি। স্থানীয়ভাবেও কেউ কিছু এখনও জানাতে পারেননি।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে।

গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মহসিনউদ্দিন বরিশালের কোতয়ালী থানায় মামলাটি করেন।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হামলা করে তাদের আহত করেছেন এই মর্মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মহসিনউদ্দিন মামলাটি করেছেন। আমরা হামলার বিষয়ে তদন্ত করছি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।’

সাধারণ ছাত্র প্রতিনিধি মাহামুদুল ইসলাম তমাল জানান, শুক্রবার বিকেল ৫টায় আমাদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হবে। এর মধ্যে যদি দোষীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আলোচনা করে নতুন কর্মসূচি দেওয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, এই ঘটনায় প্রশাসন যাতে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় সেজন্য পুলিশ ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

সাধারণ ছাত্ররা অভিযোগ করেছেন, পরিবহন শ্রমিকরা সরকার দলীয় রাজনৈতিক মদদে এই হামলা চালিয়েছে। তারা পরিবহন শ্রমিক নেতা, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি কাওসার হোসেন শিপনের নাম উল্লেখ করে গতকাল রাতে ক্যাম্পাসে প্রেস কনফারেন্স করে।

তবে, কাওসার হোসেন শিপন দ্য ডেইলি স্টারকে জানান, তিনি বা পরিবহন শ্রমিকরা এই হামলার সঙ্গে যুক্ত নয়।

বরিশালে ছাত্রদলের এক নেতাকে কুপিয়েছেন প্রতিপক্ষরা।

আহত শাহজাদা মোল্লা (৩০) নামের ওই নেতাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে নগরীর ২০নং ওয়ার্ড কলেজ অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির বরিশাল বিভাগীয় সম্মেলনে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষের জেরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির যুগান্তরকে বলেন, জিলা স্কুল মাঠে সমাবেশ শেষ করে রাতে নিজ এলাকায় বাসার পাশেই একটি চায়ের দোকানে বসে ছিল শাহজাদা। এ সময় প্রতিপক্ষ গ্রুপের কামরুল, টিপু, কাদের এসে হামলা চালায়। তাদের দেশীয় অস্ত্রের আঘাতে শাহজাদার দুই হাতেই গুরুতর জখম হয়েছে। আহত শাহজাদা মহানগর ছাত্রদলের সহসভাপতি পদপ্রত্যাশী বলে জানান তিনি।

প্রসঙ্গত ছয় সিটি করপোরেশনে ক্ষমতাসীন দলের ভোট কারচুপির প্রতিবাদে বৃহস্পতিবার বরিশাল জিলা স্কুল মাঠে বিভাগীয় সম্মেলন হয়। সেখানে কেন্দ্রীয় নেতাদের সামনেই সংঘর্ষে জড়ায় মহানগরের সভাপতি রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরের অনুসারীরা।

 

 

নিজস্ব প্রতিবেদক ঃ নিজ হেফাজতে ফেন্সিডিল রাখার অপরাধে মাদক কারবারি আনছার আলী মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাস কারাদন্ডের আদেশ দেয়া হয়। ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আনছার সাতক্ষীরা জেলার বেচনা এলাকার নেয়াম উদ্দিন মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিল। বেঞ্চ সহকারি হেদায়েতুনবী জাকির জানান, ২০২৯ সালের ১১ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশের এসআই মনিরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে গোল চত্বর থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করেন।এঘটনায় পরের দিন বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয় । একই বছর ১০ জুন তদন্তে সত্যতা পেয়ে থানার এস আই আকতার হোসেন আসামি আনছারের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।রাষ্ট্রপক্ষ ৪ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত তাকে ওই সাজা দেন। রায় শেষে তাকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

নিজস্ব প্রতিবেদক ঃ অনিয়ম ও কারচুপির মাধ্যমে গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারন আসনে আতিকুর রহমান শামীমকে কাউন্সিলর নির্বাচিত দেখিয়ে তার নাম গেজেটভুক্ত করায় নির্বাচন বাতিল চেয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী সোহেল ভূইয়াকেও অভিযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার যুগ্ম জেলা জজ ১ম আদালত এবং স্থানীয় সরকার নির্বাচন ২০২১ পৌরসভা নির্বাচনী ট্রাইব্যুনালে গৌরনদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি ও বর্তমান সভাপতি এবং কাউন্সিলর প্রার্থী সুমন মোল্লা মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক শায়েলা শারমিন মামলাটির আদেশ দানে পরবর্তী দিন ধার্য্য করেন । আতিকুর রহমান শামীম উপজেলার গোবর্দ্ধন এলাকার মৃত আশ্রাফ উদ্দিনের ছেলে ও সোহেল ভূইয়া উত্তর বিজয়পুর এলকার মৃত শামসুল হক ভূইয়ার ছেলে। মামলা পরিচারনাকারি আইনজীবী আজাদ রহমান জানান, গত ৩১ জানুয়ারি বরিশালের গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারন আসনে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্টিত হয়। কাউন্সিলর পদে সুমন মোল্লা উট পাখি প্রতীকে ও তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আতিকুর রহমান শামীম টেবিল ল্যাম্প ও অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী সোহেল ভূইয়া ডালিম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মনোনয়নপত্র দাখিলের পর থেকে আতিকুর রহমান শামীম নির্বাচন বিধিমালা ও আচরনবিধি ভঙ্গ করেন। বে-আইনি ও অবৈধ কর্মকান্ডের মাধ্যমে আতিকুর রহমান এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন ও সুমন মোল্লার সর্মথক ও এজেন্টদের ভয়ভীতি দেখান। আতিকুর রহমান নির্বাচন বিধি বর্হিভুত প্রায় ১ কোটি টাকা খরচ করেন। এর প্রভাবে ভোট গনণার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যাপক কারচুপির আশ্রয় নিয়ে বাতিল হওয়া ৬৬ ভোটের মধ্যে অধিকাংশ বাতিল ভোট সুমন মোল্লার পক্ষে গণনা করেন। সুমন মোল্লা আপত্তি জানালেও কর্মকর্তারা তা কর্ণপাত করেন নাই। এছাড়া সুমন মোল্লার বৈধ ভোট প্রতিপক্ষ আতিকুর রহমান শামীমের লটের মধ্যে ডুকিয়ে তার পক্ষেই গণনা করেন। ফলে সুমন মোল্লাকে ২৯ ভোটের ব্যবধানে পরাজিত হয়। এঘটনায় একই দিন সুমর মোল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেন। এছাড়া ১ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে আতিকুর রহমান শামীমের প্রার্থীতা বাতিল করা ও নির্বাচনী গেজেট স্থগিত করার আবেদন করেন। ৪ ফেব্রুয়ারি বরিশাল জেলা প্রশাসকের কাছে নির্বাচন বাতিল, গেজেট স্থগিতসহ ব্যালট পেপার, মুড়িপত্র, বৈধ ভোট, বাতিলকরা ভোট পুনরায় গণনার আবেদন করেন সুমন মোল্লা। কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট কতৃপক্ষ তা আমলে না নেয়ায় গতকাল নির্বাচন বাতিল মামলাঠি দায়ের করা হয়।