বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, সেবা দেওয়ায় আরও স্বচ্ছতা, দক্ষতা, পারদর্শিতা বাড়িয়ে অনাগ্রহ দূরীকরণে উদ্দীপনামূলক কর্মশালাসহ যে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সেগুলোর প্রতি আরও মনোযোগী হতে হবে। সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো মামলা পেন্ডিং থাকবে না।

সাজাপ্রাপ্ত আসামি ও সাধারণ গ্রেপ্তারি ওয়ারেন্টের ক্ষেত্রে আরও আন্তরিক হতে হবে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে পুলিশ কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, মামলা তদন্ত ও নিষ্পত্তিতে কারো কোনো গাফিলতি রয়েছে কি না বা কোনো নিরীহ সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নিয়মিত তদারকি করতে হবে।

তিনি বলেন, মাদক নির্মূল তৎপরতা তথা চুরি বন্ধে গোয়েন্দা বিভাগের পাশাপাশি সকল বিভাগের থানা ও ফাঁড়িগুলোতে আরও তৎপরতা বাড়াতে তাগিদ দেন।

চুরি ডাকাতিসহ যেকোন অপরাধ প্রতিরোধে জনসাধারণকে উজ্জীবিত করে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনে গুরুত্ব আরোপ করতে হবে।
সকলের আন্তরিক সদিচ্ছা, স্বচ্ছতা ও নির্ভেজাল সেবা প্রদানের মাধ্যমে একটি নিরাপদ নগরী উপহার দেওয়া সম্ভব বলে তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন।

সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) মো. নাসির উদ্দীন মল্লিকের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মো. জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান পিপিএম-বারসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

গত ১৯ জানুয়ারি বুধবার বরিশাল থেকে প্রকাশিত দৈনিক কলমের কন্ঠ, দৈনিক বাংলাদেশ বাণী, দৈনিক সময়ের বার্তা সহ বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় কাউনিয়া ট্রাফিক পুলিশের নামে লাখ টাকা হাতাচ্ছে ওরা কারা! শিরোনাম সহ বিভিন্ন শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

সংবাদটিতে ‘ব্যাটারি চালিত হলুদ অটোর টোকেন বাণিজ্য করে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কাউনিয়া বাসের হাটখোলা এলাকার
কয়েকটি সংঘবদ্ধ প্রতারক চক্র, প্রকাশ্যে চাঁদাবাজির যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়।
প্রকৃতপক্ষে সিরিয়াল নিয়ন্ত্রণ করার জন্য প্রতি গাড়ি থেকে ১০ টাকা করে লাইন ম্যান কে দেওয়া হয়। লাইন ম্যান গাড়িগুলো সিরিয়াল করে রাখে এবং যানযট নিরসনের জন্য কাজ করে।সংবাদের মধ্যে প্রতি অটোর শ্রমিকদের থেকে মাসে এক হাজার টাকা করে চাঁদা নেয়ার কথা যে উল্ল্যেখ করা হয়েছে তা প্রকৃত পক্ষে সত্য নয়। একটি কুচক্রী মহল আমাদের নাম ক্ষুন্ন করতে এবং সমাজে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করছে। আমরা সংগঠনের পক্ষ থেকে উক্ত সম্পর্কিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদক_
আসলাম,হায়দার, আকবর, কালাম

কাউনিয়া, বাসের হাটখোলা ২ নং ওয়ার্ড বরিশাল।

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী এলাকায় কোস্টগার্ডের ট্র্রাকের সাথে পুলিশের টহল পিকআপের সংঘর্ষে একজন উপ-পরিদর্শকসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। দুর্ঘটনায় পুলিশের নতুন একটি টহল পিকআপ বিধ্বস্ত হয়। গত বুধবার রাত ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- গৌরনদী থানার উপ-পরিদর্শক মো. আরিফ, সহকারী উপ-পরিদর্শক মো. আমিনুল এবং কনস্টেবল রিয়াজ ও ড্রাইভার কনস্টেবল মো. রহমান। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় পিকআপে থাকা অপর দুই কনস্টেবল অক্ষত রয়েছে।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, কোস্টগার্ডের একটি ট্রাক ঢাকা মালামাল নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলো। বুধবার রাত ৮ টার দিকে ট্রাকটি গৌরনদীর বার্থী এলাকা অতিক্রমকালে থানার একটি টহল পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নতুন পিকআপটি বিধ্বস্ত হয়। আহত হয় পুলিশের ওই ৪ সদস্য। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনি।

ব‌রিশা‌লে বাস শ্রমিককে মারধ‌রের ঘটনায় এবার বন্ধ করে দেওয়া হয়েছে ব‌রিশাল নদী বন্দ‌র থে‌কে ঢাকাগামী ল‌ঞ্চের যাত্রা।

এর আগে শ্রমিক‌কে মারধ‌রের অভিযো‌গে দা‌য়ের করা মামলার আসামি‌দের গ্রেফতা‌রের দা‌বিতে ব‌রিশা‌লের নথুল্লাবাদ ও রুপাতলী বাস টা‌র্মিনালে সড়ক অব‌রোধ ক‌রেছে মা‌লিক-শ্রমিকরা।

সন্ধ্যা ৭টায় ব‌রিশা‌ল থে‌কে সব রু‌টের বাস চলাচলসহ সব ধর‌নের পণ্যবা‌হী যানবাহন চলাচল বন্ধ র‌য়ে‌ছে।
মহানগর শ্রমিক লী‌গের সাধারণ সম্পাদক নেতা প‌রিমল চন্দ্র দাস জানান, শ্রমিক নেতা‌কে মারধ‌রের ঘটনায় দা‌য়েরকৃত মামলার আসামি‌দের গ্রেফতার করার দা‌বি‌তে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।নদী বন্দর সূ‌ত্রে জানা গে‌ছে, ব‌রিশাল থে‌কে আজ রাত ৯টার দি‌কে অ্যাড‌ভেঞ্চার-৯, পারাবত-১০, ১২, কুয়াকাটা-২, সুন্দরবন-১১ ও সুরভী- ৯ লঞ্চ যাত্রী‌দের নি‌য়ে রওয়ানা দেওয়ার কথা ছি‌লো। এসব ল‌ঞ্চে রাজধানীমু‌খী ক‌য়েক হাজার যাত্রী র‌য়ে‌ছে।

ব‌রিশাল সদর নৌ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, লঞ্চগু‌লো যাত্রী‌দের নি‌য়েই ঘা‌টে অবস্থান কর‌ছে। ত‌বে কি কারণে লঞ্চগু‌লো সময় হওয়ার প‌রেও ঘাট ত্যাগ কর‌ছে না সে বিষ‌য়ে সু‌নি‌র্দিষ্ট কেউ কিছু জানায়‌নি।

ত‌বে বিষয়‌টি খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে।

বাস শ্রমিককে মারধ‌রের অভি‌যো‌গে ব‌রিশা‌লের নথুল্লাবাদ ও রুপাতলী বাস টা‌র্মিনালে সড়ক অব‌রোধ ক‌রে‌ছেন মা‌লিক ও শ্রমিকরা। বন্ধ হ‌য়ে গে‌ছে ব‌রিশা‌ল থে‌কে সব রু‌টের বাস চলাচল।

মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত সড়ক অব‌রোধ চল‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বাস মা‌লিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

জানা গেছে, ব‌ুধবার দুপু‌রে ইভ‌টি‌জিংয়ের অভি‌যো‌গে বি‌সিকের শিল্প কারখানার শ্রমিকরা সোহাগ হাওলাদা‌র নামে এক যুবককে মারধর ক‌রে পু‌লি‌শে সোপর্দ ক‌রে।

এক নারী শ্রমিক‌কে উত্ত্যক্ত করার প্রতিবা‌দে ওই যুবক‌কে আটক করে পু‌লি‌শে সোপর্দের কথা জা‌নি‌য়ে‌ছেন ফরচুন গ্রু‌পের চেয়ারম্যান মিজানুর রহমান।

এ ঘটনার পর সন্ধ্যা ৭টা থে‌কে ব‌রিশা‌লের নথুল্লাবাদ কে‌ন্দ্রীয় বাস টা‌র্মিনাল ও রুপাতলী বাস টা‌র্মিনালের মা‌লিক শ্রমিকরা এক যো‌গে বাস চলাচল বন্ধ ক‌রে দেয়। একইসঙ্গে সড়ক অব‌রোধ ক‌রেন তারা।

এছাড়া মারধরের শিকার সোহাগ আওয়ামী লীগ কর্মী হওয়ায় ব‌রিশা‌লের কাউনিয়া থানা ঘেরাও ক‌রেছে তার দলের কর্মীরা।

ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রু‌পের যুগ্ম সাধারণ সম্পাদক কি‌শোর কুমার দে  জানান, নগরীর বি‌সিক রো‌ডের এক‌টি ফ্যাক্ট‌রির লোকজন প‌রিবহন শ্রমিক সোহাগ হাওলাদার‌কে দুপুরে আট‌ক করে মারধর ক‌রে। একপর্যা‌য়ে পু‌লিশের হা‌তে তু‌লে দেওয়া হয়। খবর পে‌য়ে শ্রমিকরা থানা ঘেরাও কর‌লে পু‌লিশ সোহাগ‌কে ছে‌ড়ে দেয়। ত‌বে ওই শ্রমিক‌কে মারধরের প্রতিবা‌দে জড়িতদের বিরু‌দ্ধে থানায় মামলার আবেদন করা হ‌লে পু‌লিশ মামলা নি‌তে চায়‌নি ব‌লে দাবি করা হয়। মামলা নেওয়ার দাবিতে থানা ঘেরাও ও সড়ক অব‌রোধ করা হয়।

এদিকে টেম্পু, মা‌হিন্দ্রা ও থ্রি হুইলার মা‌লিক শ্রমিক স‌মি‌তির সভাপ‌তি কামাল হো‌সেন মোল্লা লিটন জানান, মামলা না নেওয়া এবং মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত সড়ক অব‌রোধ অব্যাহত থাক‌বে।

ব‌রিশা‌ল জেলা সড়ক প‌রিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফ‌রিদ হো‌সেন জানান, তা‌দের শ্রমি‌কের ওপর নির্যাতন করা হ‌য়ে‌ছে। সে আহত হ‌য়ে‌ছে। এ ঘটনার আইনানুগ বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখ‌বেন।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় দু‌র্ভো‌গে প‌ড়ে‌ছেন সাধারণ যাত্রীরা। বি‌ভিন্ন গন্ত‌ব্যের উদ্দেশে রওনা করা যাত্রীরা আটকা প‌ড়ে‌ছেন বাস টা‌র্মিনা‌লে। সড়‌কের দুপা‌শে গা‌ড়ির দীর্ঘ লাইন প‌ড়ে‌ছে।

রুপাতলী মি‌নি বাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার হো‌সেন শিপন জানান, শ্রমিক‌কে মারধর করায় আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাক‌বে।

ফরচুন গ্রু‌পের চেয়ারম্যান মিজানুর রহমান দাবি ক‌রেন, তার এক নারী কর্মী‌কে উত্ত্যক্ত করেছিল সোহাগ না‌মে এক যুবক। তা‌কে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ করা হয়। ত‌বে মারধ‌রের অভি‌যোগ অস্বীকার ক‌রেন তি‌নি।

পু‌লিশ ক‌মিশনার শাহাবু‌দ্দিন খান  জানান, এ ঘটনায় এক‌টি মামলা করা হ‌য়ে‌ছে। মামলায় ফরচুন গ্রু‌পের চেয়ারম্যান মিজানুর রহমানমহ তিনজন‌কে আসামি করা হ‌য়ে‌ছে। তদন্ত ক‌রে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আলোচনা চল‌ছে, অল্প সম‌য়ের ম‌ধ্যে বাস চলাচল স্বাভা‌বিক হ‌বে ব‌লে আশা প্রকাশ ক‌রেন তি‌নি।

শামীম আহমেদ :: বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে এক লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত টাকার জাল নোটসহ এক নারীকে আটক করা হয়েছে। আটক নারী মোঃ নান্নু মিয়ার স্ত্রী শারমিন জাহান মনি(৩০)।

মঙ্গলবার রাতে নগরীর ২৯ নং ওয়ার্ড হযরত শাহ জালাল সড়কের একতা লেনের জনৈক আইয়ুব আলী খানের ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আজ বুধবার (২০ জানুয়ারী) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বিষয়টি জানিয়েছেন।

এ সময় তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাগেছে এয়ারপোর্ট থানাধীন ২৯ নং ওয়ার্ড হযরত শাহ জালাল সড়কের একতা লেনের জনৈক আইয়ুব আলী খানের ভাড়াটিয়া টিনসেড বাসায় কতিপয় ব্যাক্তি জাল টাকা সহ অবস্থান করছে। এ সময় ডিসি খাইরুল আলমের নির্দেশে এসআই আলমগীর হোসেন ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শারমিন জাহান মনিকে আটক করে এবং তার রুমের বিছানার তোষকের নিচ থেকে ৫ শ টাকার ৩শ ১১টি জাল নোট উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শারমিন জাহান মনির স্বামী নান্নু মিয়া ও জাহাঙ্গীর হোসেন নামে অপর ব্যাক্তিরা পালিয়ে যায়।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান, আটক জাল টাকা গুলো কোথা থেকে কিভাবে এলো, এর গন্তব্য কোথায় এবং বাকী দুই জনকে ধরতে পুলিশের অভিযান চলমান থাকবে। আটক নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :: ভোলার চরফ্যাশনের শশীভূষণে চেতনানাশক ওষুধ খাইয়ে সৌদি প্রবাসী ঘর ডাকাতি করে স্বর্ণলংকারসহ টাকা পয়সা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার গভীর রাতে শশীভূষণ ২নং ওয়ার্ডের নুরু মোহাম্মদ বেপারী বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় চেতনাশাক খাবার খেয়ে আহত হয়েছেন, রাশেদা (৬৫), রুমা খানম (৩২), জসিম (৫০),রতনা (১৫), জিহাদ (১৪), জাবেদ হোসেন (৪) সহ ৬ জন আহত হয়েছের। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতাল ভর্তি করেছেন।

এলাকা সূত্রে জানা গেছে, বুধবার রাতে শশীভূষণ ২ নং ওয়র্ডের নুরু মোহাম্মদ বেপারী বাড়ির সৌদি প্রবাসী নুর হোসেনের বসত ঘরে একদল দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনাশাক মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে আহতরা অচেতন হয়ে পরেন। এসময় দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ঢুকে আলমারি ভেঙে প্রায় ৭ ভড়ি স্বর্ণলংকার, নগদ টাকাসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

এব্যাপারে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটার সত্যতা পেয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মহিপুরে বাবার ইঞ্জিনচালিত ভ্যানের নিচে চাপা পড়ে নিহত হয়েছে মো. বাবুল (১১) নামে এক শিশু। এ ঘটনায় বাবুলের বাবা মো. রুহুল আমিন আহত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে মহিপুর সদর ইউনিয়নের নিজশিববাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল ওই ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাবুল ও তার ছেলে মাহিমসহ প্রায় ৫৫ জনের একটি দল কুয়াকাটায় ভ্রমণে আসেন। পরে দুপুরে তারা তিন-চারজন মিলে সৈকতে গোসল করতে নামেন।

এ সময় বাবুল উচ্ছ্বসিত হয়ে লাফ দেন এবং মাটিতে পড়ে ঘাড়ে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পরেন। স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মহিপুরে বাবার ইঞ্জিনচালিত ভ্যানের নিচে চাপা পড়ে নিহত হয়েছে মো. বাবুল (১১) নামে এক শিশু। এ ঘটনায় বাবুলের বাবা মো. রুহুল আমিন আহত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে মহিপুর সদর ইউনিয়নের নিজশিববাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল ওই ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে রুহুল আমিন নিজের ভ্যানে গাছবোঝাই করে মোয়াজ্জেমপুর থেকে মহিপুরের স’মিলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তার ছেলে বাবুল ভ্যানের ওপর বসেছিল।

ভ্যানটি নিজশিববাড়িয়া এলাকায় পৌঁছে রাস্তার খাদে পড়ে গেলে বাবুল গাছের নিচে চাপা পড়ে মারা যায়। এ ঘটনায় বাবা রুহুল আমিনের ডান পা ভেঙে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের নাজিরপুরে দুই যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিয়েছেন প্রতিপক্ষরা। এ সময় অপর এক যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবং মো. ফারুক হাওলাদার, শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিঠু ও সহ-সভাপতি রনি হাওলাদার।

গুরুতর আহত রনি হাওলাদার ও মিজানুর রহমান মিঠুকে রাতেই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফারুক হাওলাদার বলেন, রাতে নাজিরপুরে দলীয় কাজ সেরে তিনজন একটি মোটরসাইকেলে করে শ্রীরামকাঠী বন্দরের দিকে যাচ্ছিলাম। এ সময় ভীমকাঠীর বালাবাড়ির কাছে পৌঁছালে দেখতে পাই সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলা রয়েছে।

সেখানে পৌঁছাতেই সড়কের দুপাশ থেকে অপেক্ষায় থাকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান সবুজ ও স্থানীয় মহিউদ্দিনের নেতৃত্বে প্রায় ২৫-৩০ সন্ত্রাসী দা-রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলেও জানান তিনি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান সাংবাদিকদের জানান, রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।