ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ ৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে দেশের বিভিন্নস্থানে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল: নুরুসহ ৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর আগরপুর রোডস্থ বরিশাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ যুব অধিকার  পরিষদ যৌথভাবে এই মানববন্ধন এর আয়োজন করে।

এসময় বক্তারা বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ভিত্তিহীন। তাকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছে। মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবী জানিয়েছেন বক্তারা।

এ সময় ছাত্র অধিকার পরিষদ মহানগর শাখার সভাপতি মেহেদি হাসান, যুব অধিকার পরিষদের সহসমন্বয়ক রফিকুল ইসলাম এবং ছাত্র অধিকার পরিষদের সহসমন্বয়ক প্রমুখ বক্তৃতা করেন। ঝটিকা মানববন্ধন চলাকালে ঐ এলাকায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কোন উপস্থিতি ছিল না।

পটুয়াখালী: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক-ভিপি নুরুল হক নূরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে পুলিশি হামলা ও হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদ জানানো হয়েছে পটুয়াখালীতে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নূরসহ পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা।

বেলা ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে যুগ্ম-আহবায়ক কেন্দ্রীয় নির্বহী পরিষদ এবং পটুয়াখালী জেলা সমন্বয়ক পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদ মো. শহিদুল ইসলাম ফাহিমের সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ভিত্তিহীন। তাকে হয়রারি করার জন্য মামলা করা হয়েছে।
মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন বক্তারা। এ সময় ছাত্র অধিকার পরিষদের মো. হালিমসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

যশোর: ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূরসহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। ছাত্র অধিকার পরিষদ যশোর শাখার উদ্যোগে দুপুর ১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের জেলা সমন্বয়ক জুবায়ের হোসেনের নেতৃত্বে যশোরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় শিক্ষার্থী নেতৃবৃন্দ বলেন, সরকারের স্বৈরাচারী আচরণের কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। ছাত্র অধিকার পরিষদ ইতিবাচক রাজনীতির মাধ্যমে স্বৈরাচারী রাজনীতির পরিবর্তন চায়। কিন্তু সরকার ও তার পেটুয়া বাহিনী হামলা মামলা করে ছাত্রদের দমিয়ে রাখতে চায়।

যার ধারাবাহিকতায় ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুন, ডাকসু’র সাবেক ভিপি নূরুল হক নূরসহ ৬জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। এমনকি ছাত্রদের উপর হামলা করে আহত এবং ৭জনকে আটক করা হয়েছে। মানববন্ধন থেকে অবিলম্বে হামলা ও গ্রেফতারের নিন্দা জানানো পাশাপাশি হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সিলেট: ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ও হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
মঙ্গলবার  সকাল ১০ টায় নগরের বন্দরবাজার থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট বিভাগীয় সমন্বয়ক নাজমুস সাকিবের সভাপতিত্বে ও বিভাগীয় সহ-সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, দুঃশাসনের বিপরীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে।

ছাত্র অধিকার পরিষদের ইতিবাচক রাজনীতির মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তনের স্বপ্ন দেখে তা স্তব্ধ করার জন্য মামলা হামলা করা হচ্ছে। যার ধারাবাহিকতায় গতকাল সোমবার ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, ভিপি নূরুল হক নূরসহ ছয় জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দেওয়া হয়েছে।

কুয়াকাটায় দু’টি আবাসিক হোটেলের কক্ষ থেকে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

সোমবার দুপুর ১ টায় আল্লার দান নামে আবাসিক হোটেলের ২০৪ নম্বর কক্ষ থেকে মানিক মিয়া এবং সন্ধ্যা ৬টায় সাউথ বাংলা নামের আরেকটি আবাসিক হোটেলের ১১২ নম্বর কক্ষ থেকে সৌরভ জামিল সোহাগের লাশ উদ্ধার করা হয়।

এদের মধ্যে খুলনার বিএল কলেজ সংলগ্ন এলাকার সোহাগকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ঘটনাস্থলে উপস্থিত পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

অন্যজন চট্টগ্রামের বাঁশখালীর সনুয়া গ্রামের মানিক মিয়ার মৃত্যু উদঘাটনের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

সোমবার দুপুর দুইটার দিকে আল্লার দান হোটেলের ২০৪ নম্বর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। হোটেলের রেজিষ্ট্রার খাতা অনুযায়ী মানিক চট্টগ্রামের বাঁশখালী থানার সনুয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গতকাল রাতে মানিক ওই হোটেলের কক্ষ ভাড়া নিয়ে রাত্রি যাপন করেন। আজ দুপুর পর্যন্ত মানিক কক্ষ থেকে বের না হলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে হোটেলে কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

ট্যুরিস্ট পুলিশ থানা পুলিশকে বিষয়টি অবগত করলে থানা পুলিশ এসে হোটেল কক্ষের দরজা ভেঙে খাটের পাশে পড়ে থাকা অবস্থায় মানিকের লাশ দেখতে পায়। তবে হোটেলে থাকা রেজিস্ট্রারে দেখা গেছে নিহত মানিকের সাথে লিটন নামে আরও এক ব্যক্তি ওই কক্ষে অবস্থান করছিল। সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি।

আজ সন্ধ্যা ৬ টার দিকে আবাসিক হোটেল সাউথ বাংলার ম্যানেজারের ফোন পেয়ে ১১২ নম্বর কক্ষ থেকে সোহাগ নামে আর একজনের লাশ উদ্ধার করা হয়। মৃত সোহাগ তার বন্ধু টুকুকে নিয়ে একটি প্রাইভেটকারে চড়ে রোববার ভোর ৫টা ৪৫মিনিটের সময় ওই হোটেলে আসেন এবং পরে ওই কক্ষে প্রবেশ করেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে হোটেল বয় রুমের দরজা খোলা দেখে খাটের পাশে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন জানান, হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এছাড়াও প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে।

ময়নাতদন্তের জন্য লাশ দু’টি পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ভোলার তজুমুদ্দিনের মেঘনার মধ্যবর্তী চরজহিরউদ্দিনের চারতলা স্কুল আশ্রয় কেন্দ্রটি নদীগর্ভে বিলীন হতে চলেছে। স্থানীয়রা প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুতল এ ভবনটি ভাঙন থেকে রক্ষার দাবি জানালেও কার্যক্রম পদক্ষেপ নিতে পারেনি কর্তৃপক্ষ। একাধিক দপ্তরের টানাপোড়েনের জন্য ভবনটি অপসারণ করাও যায় নি।    

স্থানীয় সুত্র জানায়, দুর্যোগের সময় চরজহিরউদ্দিনের মানুষের আশ্রয় ও শিক্ষা কার্যক্রম চালানোর জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) ২০১০-১১ অর্থ বছরে দুই কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। ওই ভবনে ২০০৮ সালে প্রতিষ্ঠিত নিশ্চিন্তপুর শিকদার বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালিত হচ্ছে। ১৯৫ ফুট দৈর্ঘ্য ২১ টি কক্ষ বিশিষ্ট এই বিশাল ভবনে ২০১৭ সালে এমপিও ভুক্ত হয়ে দুর্গম চরের ২১৬ জন শিক্ষার্থীকে ১২ জন শিক্ষক কর্মচারী রয়েছে এ শিক্ষা কার্যক্রমের সাথে। সম্প্রতি মেঘনার ভাঙনে এর একাংশ ভেঙে গেছে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বই-আসবাবপত্র-সোলার প্যানেল সহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নুরুন্নবী সিকদার বাবুল জানান, ভাঙনে থেকে এ ভবনটি রক্ষা করতে পারলে চরবাসীর উপকারে আসবে। এখন চরের মানুষের আশ্রয় ও শিক্ষার প্রসার অব্যাহত রাখতে দ্রত বিকল্প ব্যবস্থা করা প্রয়োজন।

উপজলা নির্বাহী অফিসার আল নোমান জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছেন। ভবনটি অপসারনের জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু নদী ভাঙ্গনের তীব্রতা বেশী হওয়ায় ভবনের একাংশ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকিটা সরিয়ে আনাও সম্ভব হবে না।

ঝালকাঠিতে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় মিনারা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ. মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। পলাতক থাকায় আসামির অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।

এ মামলার অপর ২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৪ অক্টোবর সকাল ১০ টা ৪৫ মিনিটের দিকে ঝালকাঠির গাবখান সেতুর টোল ঘর সংলগ্ন এলাকায় দণ্ডপ্রাপ্ত মিনারা বেগম মাদক বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মিনারা বেগমকে আটক করে ঝালকাঠি থানা পুলিশে। এ সময় তাকে তল্লাশি করে ২২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিনডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই মাইনুল ইসলাম বাদী হয়ে মিনারা বেগম, কামাল হোসেন ও জামাল হোসেনকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

২০১১ সালের ৩১ নভেম্বর এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৫ সালের ২৭ অক্টোবর মামলার অভিযোগ গঠন করা হয়। সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।

আসামিরা জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।

ঝালকাঠিতে অপহরণ করে মুক্তিপণ আদায় ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পর এক নারীকে চুল কেটে দেয়ার অভিযোগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ৬ জনের নামে আদালতে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্যাতিত নারী পারভিন আক্তার বাদী হয়ে দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার বাদী আইনজীবী মোজাম্মেল হোসেন জানান, বিচারক জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে-ওসি এজাহার গ্রহণের নির্দেশ দেন। পাশাপশি বাদীর সম্পূর্ণ নিরাপত্তা প্রদানের আদেশ দিয়েছেন তিনি।

বাদীর আইনজীবী মোজাম্মেল হোসেন আরো বলেন, ভিকটিমের স্বামী বোরহান উদ্দিনের তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীর ভাই ঝালকাঠি শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু ও তার সহযোগী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকাসহ ৮-১০ জন গত ৩০ আগস্ট সন্ধ্যায় ঝালকাঠি জেলা পরিষদের সামনের বাসায় যায়। এসময় তারা বাসায় প্রবেশ করে ওই নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। পরে ওই নারীকে অপহরণ করে শহরের ভিআইপি সড়কের একটি হোটেলে নিয়ে গিয়ে আটকে রেখে রাতভর নির্যাতন করে। পরে তার চুল কেটে দেয় তারা। এসময় ওই নারীর কাছ থেকে কয়েকটি সাদা কাগজেও সই নেয়া হয়। পরে ওই নারীর ভাইকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ চায় আসামিরা।

পরের দিন সকালে মুক্তিপণের ২ লাখ টাকা দিলে নির্যাতনের শিকার ওই নারীকে ছেড়ে দেয় দেয়া হয়।

তবে এ ঘটনা সাজানো দাবি করে এটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমী কেকা ও ঝালকাঠি শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করা হয়নি। একের পর এক তারিখ বলা হচ্ছে, জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, দল জমা দিয়ে দিলেন বিসিবির কাছে। বিসিবি সভাপতি অনুমোদন দেয়ার পরই সেটা প্রকাশ করা হবে।

তবে কোয়ারেন্টাইন বিষয়ক জটিলতার কারণে যদিও সফর নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। এমনকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও আনুষ্ঠানিকভাবে সূচিও প্রকাশ করেনি।

কিন্তু তাই বলে তো প্রস্তুতি নেয়া বন্ধ রাখা যাবে না। চলতি মাসের শেষ সপ্তাহেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী মাসের (অক্টোবর) শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ।

যে কোনো সফরের আগেই সরকারের অনুমতি (জিও বা অনাপত্তি পত্র) নিতে হয়। এই কার্যক্রম আগে থেকেই সেরে রাখে সংশ্লিষ্ট বোর্ড বা ফেডারেশন। শ্রীলঙ্কা সফর নিয়েও আগে থেকে ২৭ জন ক্রিকেটারের বিষয়ে অনুমতি নিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও জাগো নিউজে আগেই সংবাদ প্রকাশ হয়েছে, শ্রীলঙ্কা সফরের দল হতে পারে ২০ বা ২১ জনের। ২৭জন খেলোয়াড়ের জিও করে রাখার অর্থ, কয়েকজনকে রিজার্ভে রাখা হবে।

ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যে জিও করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ২৭ খেলোয়াড়ের সঙ্গে ১৫ কর্মকর্তার নাম। মোট ৪২ জনের (খেলোয়াড় ও কর্মকর্তা-কর্মচারি মিলিয়ে) নামে সরকারের কাছ থেকে সফরের অনুমতি নেয়া হয়েছে।

তবে, একটা সমস্যা রয়েছে এতে। আগে থেকে জানা, বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাবে সেপ্টেম্বরের শেষ অংশে। আর সিরিজ শুরু করবে অক্টোবরের শেষ অংশে। কিন্তু জিও তথা সরকারি অনুমতি পত্রে দেখা যাচ্ছে সফরের অনুমতি দেয়া হয়েছে ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

এখন যদি অক্টোবরের শেষ অংশে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়, তাহলে সেই সিরিজ কি ১৩ নভেম্বরের মধ্যে শেষ করা সম্ভব? এখনও পর্যন্ত কোনো সূচি প্রকাশ না হওয়ায়- এ বিষয়ে আসলে উত্তর পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আবার জিও’তে উল্লেখ করা হয়েছে, সফরকালে বাংলাদেশ দল তিনটি তিনদিনের প্রস্তুতি ম্যাচও খেলবে।

অর্থ্যাৎ, ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর- মোট ৪৬ দিনের সফর। এর মধ্যে অন্তত সাতদিনের কোয়ারেন্টাইন। বাংলাদেশ দলের প্রস্তুতি, তিনটি তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচ এবং সর্বশেষ তিন ম্যাচের টেস্ট সিরিজ। কিভাবে সম্ভব? আপাতত সূচি প্রকাশ না হওয়া পর্যন্ত এর সমাধান জানাও সম্ভব নয়।

যে ৪২ জনের নামে (২৭ খেলোয়াড়, ১৫ কর্মকর্তা-কর্মচারী) সরকারের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে, তারা হলেন…

ক্রিকেটার
১. মুমিনুল হক, ২, লিটন কুমার দাস, ৩. মোহাম্মদ মিঠুন, ৪. মুশফিকুর রহীম, ৫. মাহমুদউল্লাহ রিয়াদ, ৬. তামিম ইকবাল, ৭. সৌম্য সরকার, ৮. মোহাম্মদ সাইফউদ্দিন, ৯. আবু জায়েদ চৌধুরী রাহী, ১০. মোস্তাফিজুর রহমান, ১১. রুবেল হোসেন, ১২. মোসাদ্দেক হোসেন সৈকত, ১৩. মেহেদী হাসান মিরাজ, ১৪. নাঈম হাসান, ১৫. ইমরুল কায়েস, ১৬. তাইজুল ইসলাম, ১৭. এবাদত হোসেন চৌধুরী, ১৮. সাদমান ইসলাম, ১৯. মোহাম্মদ আল আমিন হোসেন, ২০.সানজামুল ইসলাম, ২১. নাজমুল হোসেন শান্ত, ২২.হাসান মাহমুদ, ২৩. মেহেদী হাসান, ২৪. শফিউল ইসলাম, ২৫. ইয়াসির আলি চৌধুরী, ২৬. তাসকিন আহমেদ, ২৭. কাজী নুরুল হাসান সোহান।

কর্মকর্তা-কর্মচারী
২৮. জালাল ইউনুস (বিসিবি পরিচালক), ২৯. আকরাম খান (চেয়ারম্যান, ক্রিকেট অপারেশন্স কমিটি, বিসিবি), ৩০. নাসির আহমেদ (পারফরম্যান্স অ্যানালিস্ট), ৩১. সাব্বির খান শাফিন (টিম অপারেশন্স ম্যানেজার), ৩২. রাবিদ ইমাম (মিডিয়া ম্যানেজার), ৩৩. ইমাম হোসাইন (সিকিউরিটি ম্যানেজার), ৩৪. আবু মোহাম্মদ হুমায়ুন মোর্শেদ (সিকিউরিটি ম্যানেজার), ৩৫. মিনহাজুল আবেদিন নান্নু (প্রধান নির্বাচক), ৩৬. কাজী হাবিবুল বাশার সুমন (নির্বাচক), ৩৭. দেবাশীষ চৌধুরী (ডাক্তার), ৩৮. মনজুর হোসেন চৌধুরী (ডাক্তার), ৩৯. মোহাম্মদ সোহেল (সাপোর্ট স্টাফ), ৪০. বুলবুল আহমেদ (সাপোর্ট স্টাফ), ৪১. রমজান আলি (ট্রেইনিং অ্যাসিস্ট্যান্ট), ৪২. রতন আলফ্রেড গোমেজ (ফটোগ্রাফার)।

ঝালকাঠির রাজাপুরে বিদ্যুতায়িত হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার এ মর্মান্তিক মৃত্যু হয়। মো. অলি খান নামে ওই ছাত্র উপজেলা সদর ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকার মো. নাসির উদ্দিন রুবেল খানের ছেলে। সে বরিশাল পলিটেকনিক কলেজ এর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

অলির চাচা মো. আল-আমিন খান জানান, সোমবার বিকেলে বাড়ির পাশে পানির পাম্প দিয়ে নালা সেচ করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল অলি। এ সময় পানির পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয় সে। পরিবারের লোকজন অলিকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করা হবে। তবে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে বলেও জানান তিনি।

আলোচিত রিফাত শরিফ হত্যা মামলার প্রাপ্ত বয়স্ক আসামিদের যুক্তিতর্ক শেষ হয়েছে (রোববার ৬ সেপ্টেম্বর)। আগামী ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি শেষে রায়ের দিন ধার্য করবেন বিচারক।

মিন্নিসহ আসামিপক্ষের আইনজীবীদের অভিযোগ, পুলিশ তাদের ফাঁসাতে অভিযোগপত্রে নানা মিথ্যা তথ্য দিয়েছে। যা যুক্তিতর্কে বিচারককে বোঝাতে সক্ষম হয়েছেন তারা। আর রাষ্ট্রপক্ষ বলছে, আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করবে তাদের যুক্তি।

গত বছরের ২৬ জুন প্রকাশ্য বরগুনার কলেজ রোড এলাকায় কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরিফকে।

গত ১ জানুয়ারি পুলিশের অভিযোগপত্র দাখিলের পর আলোচিত এ হত্যার ঘটনায় প্রাপ্তবয়স্ক আসামিদের জন্য করা মামলায় প্রায় দুই মাসে ৩০ কার্য দিবসে ৭৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। গত ২৬ আগস্ট শুরু হয় যুক্তিতর্ক।

আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে মিন্নির আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহাম্মদ জানান, অভিযোগপত্রে মিন্নিকে ফাঁসাতে পুলিশের নানা মিথ্যা তথ্য ছিল। আদালতে দেয়া ভিডিও কাট-ছাট করাসহ গোপন করা হয়েছে নানা আলামত। যা তাদের যুক্তির মাধ্যমে তুলে ধরেছেন তারা।

এদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. মজিবুল হক কিসলু জানান, আগামী ১৬ সেপ্টেম্বর আসামিপক্ষের দেয়া যুক্তির বিরুদ্ধে পাল্টা যুক্তি তুলে ধরবেন তারা এবং ওই দিনই প্রাপ্ত বয়স্কদের জন্য করা মামলার রায়ের দিন নির্ধারণ করবে আদালত।

এদিকে গত ৮ জানুয়ারি করা মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানিও হবে ১৬ সেপ্টেম্বর। এ মামলায় প্রাপ্ত বয়স্ক ১০ আসামির বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগ পত্রে ৭ জনের বিরুদ্ধে ৩৪ ও ৩০২ ধারায়, দুই জনের বিরুদ্ধে ২১২ ও ১২০ বি এ ধারায় এবং এক জনের বিরুদ্ধে শুধু ১২০ বি এ ধারায় অভিযোগ রয়েছে।

মহামারি করোনাভাইরাস মোকাবেলায় মস্কোর বহির্বিভাগের ২ নম্বর, ২২০ নম্বর ও ৬২ নম্বর ক্লিনিক প্রথম দফার ভ্যাকসিন গ্রহণ করেছে। মস্কোর ডেপুটি মেয়র আনাস্তাসিয়া রাকোভা সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘আজ মস্কো মেডিকেল ইনস্টিটিউশন ট্রায়াল পূর্ববর্তী নিবন্ধনের জন্য করোনাভাইরাসে মোকাবেলার প্রথম দফার ভ্যাকসিন গ্রহণ করেছে। এক্ষেত্রে পৌরসভা বহির্বিভাগের ২ নম্বর, ২২০ নম্বর ও ৬২ নম্বর ক্লিনিক অগ্রদূত হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠানটি পরীক্ষা কার্যক্রম শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আগামী সপ্তাহে এ কাজ শুরু হবে।’

ডেপুটি মেয়র জানান, ভ্যাকসিনগুলো সুনির্দিষ্ট অনুকূল পরিবেশে বিশেষ ফ্রীজারে রাখা হয়েছে। আজ থেকেই মস্কোর বাসিন্দারা এ পরীক্ষায় অংশ গ্রহণে আবেদন করে প্রথমে এ ভ্যাকসিন নিতে পারবেন।

ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদনে ক্লিনিকগুলোর চালানো এ পরীক্ষা কার্যক্রম রাশিয়ার স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় স্বীকৃতিপ্রাপ্ত। এ কর্মসূচির আওতায় ভ্যাকসিন দেয়ার পর বিশেষজ্ঞরা সম্ভাব্য প্রতিলক্ষণগুলো নির্ধারণে স্ক্রীনিং কার্যক্রম পরিচালনা করবেন। এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের ছয় মাস ধরে নিয়মিত মেডিকেল পর্যবেক্ষণে রাখা হবে।

ডেপুটি মেয়র আরো বলেন, ‘মস্কো সরকার ও গামালিয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব ইপিডিমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি অব রাশিয়া হেলথকেয়ার মিনিস্ট্রি কোভিড-১৯ মোকাবেলায় এ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল পূর্ববর্তী নিবন্ধনে অংশ নিতে রাজধানীর বাসিন্দাদের আমন্ত্রণ জানায়। এ কর্মসূচির আওতায় ৪০ হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে। বিনা মূল্যে এ টিকা দেয়া হচ্ছে।’

এ কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের জন্য প্রেগনেন্সি পরীক্ষার ফলাফল অবশ্যই নেগেটিভ হতে হবে এবং যেসব পুরুষ এতে অংশ নিতে যাচ্ছেন তারা পরবর্তী তিন মাস সন্তান জন্ম দেয়ার চেষ্টা করতে পারবেন না।

আগের কয়েক বছরের তুলনায় আগামী দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা বেশি থাকবে বাংলাদেশের। এই দুই বছরে তিন ফরম্যাট মিলিয়ে অন্তত ১১১টি ম্যাচ খেলবে টাইগাররা। নতুন সূচি অনুযায়ী, ২০২১ সালে ৫৭টি আর ২০২২ সালে ৫৪টি ম্যাচ খেলার কথা রয়েছে ডমিঙ্গোর দলের।

ক’দিন পর থেকে দম ফেলার সুযোগটাও পাবে না ক্রিকেটাররা। এফটিপি বলছে, গেলো ক’মাসে অনুষ্ঠিত না হওয়া একাধিক সিরিজের পাশাপাশি নতুন করে অনেক খেলাই যোগ হচ্ছে আগামী দু’বছরের সূচিতে।

টাইগারদের ম্যারাথন দৌড়ের শুরুটা হচ্ছে ২০২১ সালের জানুয়ারিতে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে যাত্রাও শুরু এ সিরিজেই।

২০ ফেব্রুয়ারি সিরিজ শেষ হতেই ডমিঙ্গোর দল উড়াল দেবে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। এপ্রিল মাসটায় বিশ্রাম পাবে দল। চলতি বছর ডিসেম্বরের ওয়ানডে সিরিজটি পিছিয়ে আগামী বছর মে’তে খেলতে আসবে শ্রীলঙ্কা।

জুন মাস বরাদ্দ এশিয়া কাপের জন্য। ফাইনাল পর্যন্ত গেলে যেখানে বাংলাদেশ দল খেলবে ৬টি টি-টোয়েন্টি।

জুন-জুলাইয়ে টাইগারদের গন্তব্য জিম্বাবুয়ে। দেশে ফিরে আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে করোনায় স্থগিত থাকা টেস্ট সিরিজ। সেপ্টেম্বরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা অস্ট্রেলিয়ার। তবে, অজিদের বিপক্ষে স্থগিত থাকা টেস্ট সিরিজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও কাছাকাছি সময়ে বাংলাদেশে আসায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চাইছে বিসিবি। এছাড়া, সেপ্টেম্বর-অক্টোবরে ইংল্যান্ডকে আতিথ্য দেবে বোর্ড।

অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে। প্রাথমিক পর্বে ৩ ম্যাচ। সেটি পেরোতে পারলে শীর্ষ ১২’তে আরও ৫টি।

নভেম্বর-ডিসেম্বরে আসবে পাকিস্তান। এর পরপরই টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ডে যাবে মুশফিক-মুমিনুলরা।

২০২২’এর শুরুটা আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। ফেব্রুয়ারি-মার্চে রশিদ খানরা খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এরপরই টেস্ট ও ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকায়। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ টাইগাররা খেলবে প্রোটিয়াদের বিপক্ষেই।

মে’তে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের পর দল যাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেখানে পূর্ণাঙ্গ সিরিজ শেষে ধরতে হবে আফ্রিকার বিমান। জিম্বাবুয়েতে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ জুলাই-আগস্টে।

সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ। আর অক্টোবরে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। এরপর অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায়।

বছরটা শেষ হবে ভারতের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। নভেম্বর-ডিসেম্বরে কোহলিরা খেলবে টেস্ট ও ওয়ানডে।