যথাযোগ্য মর্যাদায় ববরিশালে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য কর্মসূচি পালন শুরু করেছে সরকারের বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

কর্মসূচির অংশ হিসেবে আজ (১৭) মার্চ বুধবার সকাল নয়টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হল চত্ত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলােদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজন করে দিবসটি তাৎপর্যসহকারে পালনের।

 

অস্থায়ীভাবে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

 

এর মধ্যে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

 

পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সমন্বয় পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।অপরদিকে সকাল ৯টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বান্দ রোডস্থ বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়েছে।

 

এসময় বরিশাল বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মোঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার, এবং জেলা পুলিশ সুপারসহ সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

 

এছাড়া সকাল দশটায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর দলীয় কার্যলয় সংলগ্ম জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আঃরব সেরনিয়াবাতের অস্থায়ী ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও (সাবেক) সংসদ সদস্য এ্যাড, তালুকদার মোঃ ইউনুস সহ দলীয় নেতৃবৃন্দ।

 

পরে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড,জাহাঙ্গীর হোসাইন ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ হিরন সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।এরপরই দলীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।অন্যদিকে নগরীর সাংবাদিক মাইনুল হাসান সড়কে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধুর স্থায়ী ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানান প্রেস ক্লাব সদস্যরা।

 

নিজস্ব প্রতিবেদক ঃ বরিশাল নগরীর টপটেন মার্ট শোরুমে লুটতরাজের ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এস আই আশরাফুল আলমের রিমান্ড আবেদনের শুনানি শেষে ১৬ মার্চ মঙ্গলবার দ্রুত বিচার আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, রিমান্ড মঞ্জুর হওয়া অভিযুক্তরা হচ্ছে, লুতফর রহমান সড়কস্থ ইউনুস আরিন্দার ছেলে আল আমিন হোসেন সোহান (২১), বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকার মৃত্যু আব্দুর রহিম কাজীর ছেলে মারুফ হাসান টিটু (২৬),বিএম কলেজের সামনের এলাকার আইনুল হকের ছেলে সুখ রানা হক (২৪),কাশিপুর মহুয়া এলাকার আমির হোসেনের ছেলে মিজান শরীফ (২২) ও নগরীর কশাইখানা এলাকার জয়নাল হাজারীর ছেলে নিলয় আহম্মেদ রাব্বি (২০)। গত ৭ মার্চ বিকেলে টপটেন শোরুমে লুটতরাজ চালিয়ে ৫ জনকে আহত বানিয়ে ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায় সন্ত্রাসীরা । এতে গত ৮ মার্চ বরিশাল কোতোয়ালি মডেল থানায় নামধারী ২১ জন ও অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন টপ টেন মার্ট শো রুমের ব্রাঞ্চ ম্যানেজার ইমরান শেখ। এঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ দুইদিনে ওই ৫ জন সহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ১৫ মার্চ আদালতে ওই ৫ জনের ৩ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

নিজস্ব প্রতিবেদকঃ নিজ হেফাজতে গাজা রাখার অপরাধে মাদক কারবারি আল আমিন ও হুমায়ুন কবির হিরনকে ১০ বছর করে কারাদন্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। ১৬ মার্চ মঙ্গলবার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামীদের অনুপস্থিতিতে সাজার এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আল আমিন কুমিল্লা জেলার বুড়িংচর জগৎপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে এবং হিরন একই এলাকার আবু তাহেরের ছেলে। আদালত সূত্র জানান, ২০১৪ সালের ১৫ অক্টোবর রাত পৌনে দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর বান্দ রোডস্থ কেডিসি বালুর এলাকায় অভিযান চালিয়ে মূল গেটের সামনে থেকে তাদের আটক করে মেট্রো ডিবিপুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২১ কেজি গাজা উদ্ধার করা হয়। ওই দিনই ডিবির এস আই আহসান কবির বাদী হয়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। একই বছর ২৫ নভেম্বর তদন্তে সত্যতা পেয়ে তদন্তকারি কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ মামলার চার্জশীট জমা দেন। রাষ্ট্রপক্ষ ৭ জনের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত দুইজনকে সাজা দেন। রায়ের সময় পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

বরিশাল নগরী থেকে ২১ কেজি গাঁজাসহ আটক মামলায় কুমিল্লার মাদক কারবারি আল আমিন ও হুমায়ুন কবির হিরনকে ১০ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

|আরো খবর
‘বাড়ছে করোনা, সচেতন না হলে আইনগত ব্যবস্থা’
কোটালীপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকা-বরিশাল রুটে নিয়মিত ফ্লাইট চালু করছে বিমান
মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হল- কুমিল্লা জেলার বুড়িংচর জগৎপুর মধ্য পাড়ার সিরাজুল ইসলমের ছেলে আল আমিন এবং একই এলাকার আবু তাহেরের ছেলে হুমায়ুন কবির হিরন।

আদালতের বেঞ্চ সহকারি রেজাউল ইসলাম লিটন জানান, ২০১৪ সালের ১৫ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই আহসান কবির তার সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর বান্দ রোড কেডিসি বালুর মাঠ এলাকায় অভিযান চালান। এ সময় ২১ কেজি গাঁজাসহ আল আমিন ও হুমায়ুন কবির হিরনকে আটক করে মামলা দায়ের করেন।

একই বছর ২৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ আদালতে ওই দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

 

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের এয়ারপোর্টে বাবুগঞ্জের কেদারপুরের ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার লাভলুর বিরুদ্ধে নৌকার প্রতীক ভাংচুর ও একই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জসিমকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী মেম্বার পদপ্রার্থী জসিমের ভাষ্যমতে জানা যায়, ১৪ তারিখ দুপুরে বরিশাল বিমান বন্দরে কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নুরে আলমকে ফুল ও নৌকার প্রতীক দিয়ে শুভেচ্ছা জানাতে যান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী জসিম। একইসময় বর্তমান মেম্বার লাভলু দলবল নিয়ে হাজির হন বিমানবন্দরে। চেয়ারম্যান নুর আলমকে ফুল দিতে গেলে হঠাৎ করে মেম্বার লাভলু তার দলবল নিয়ে আকস্মিক হামলা চালায় জসিমের উপরে এবং জসিমের হাতে থাকা নৌকার প্রতীক ভাঙচুর করে। উক্ত ঘটনায় বাবুগঞ্জ জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

মেম্বার প্রার্থী জসিম সাংবাদিকদের বলেন, হামলাকারী লাভলু একজন সন্ত্রাসী, জুয়াখোর ও ইয়াবা ব্যবসায়ি। সে আগে ঢাকায় থাকত এবং মাছ বিক্রি করত। সে আওয়ামী লীগে অনুপ্রবেশ কারী। তার যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী তাই তাকে এখন আর কেউ জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় না। তার বিরুদ্ধে আমি প্রার্থী হওয়ায় আমার উপরে হামলা করেছে এবং আমার গলার স্বর্ণের চেইন ও হাতের স্বর্ণের ব্রেসলেট নিয়ে যায় ও নৌকার প্রতীক ভাঙচুর করেছে। তাই আমি আমার প্রানের সংগঠন আওয়ামীলীগের প্রতীক নৌকা ভাঙচুর করায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ।

ঘটনা সম্পর্কে জানতে অভিযুক্ত লাভলুকে তার ব্যবহৃত ০১৭৪১…..২২ ফোন দিলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নূরে আলমের কাছে জানতে ফোন দিলে তাকে পাওয়া যায়নি ।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক দুলালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনার সময় আমি বিমানবন্দর ভি আইপি রুমে ছিলাম। পরে ভুক্তভোগী জসিমের মাধ্যমে ঘটনা সম্পর্কে জানতে পারি। নির্বাচনে যদি কেউ দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ।

 

নিজস্ব প্রতিবেদকঃ বিক্রির উদ্দেশ্য পিকাপ ভ্যানে করে ফেন্সিডিল সরবরাহ করায় ৪ জনকে সাজা দিয়েছে আদালত। ১৪ মার্চ রবিবার বরিশালের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম বিচারাধীন আদালত ৩ জন আসামীর উপস্থিতিতে ও একজনের অনুপস্থিতিতে সাজার রায় দেন। রায়ে ৪ জনের প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড সহ ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানায়, সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে, যশোর জেলার শার্শা উপজেলার বাগ আচড়া এলাকার আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম ও জহোর আলী কলুর ছেলে আব্দুস ছালাম এবং সাতক্ষীরা জেলার রামের ডাংগা এলাকার রইচউদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম ও রসুলপুর এলাকার হোসেন আলীর ছেলে জাহাঙ্গীর আলী। তাদের বিরুদ্ধে ২০১১ সালের ২৭ এপ্রিল উজিরপুর থানায় মামলা দায়ের করেন বরিশাল র‍্যাব ৮ এর সার্জেন্ট আলতাফ হোসেন । অভিযোগে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে ২০১১ ২৭ এপ্রিল উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। সন্দেহ ভাজন ভাবে আসা একটি পিকাপ ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এধরণের অভিযোগ দিয়ে মামলা দায়ের হলে তদন্তে সত্যতা পেয়ে ২০১১ সালের ১১ মে থানার এস আই নাসির উদ্দিন আসামীদের বিরুদ্ধে চার্জশীট জমা দেন। রাষ্ট্রপক্ষ ৭ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত ৪ জনের প্রত্যেককে সমান সাজা দেন। রায়ের সময় ছালাম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয় এবং উপস্থিত বাকি ৩ জন আসামীকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

নিজস্ব প্রতিবেদকঃ জি মরফিন ইনজেকশন বিক্রির অপরাধে গোলাম মাহবুব মনোজ নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড সহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দিয়েছে আদালত। ১৪ মার্চ রবিবার বরিশালের জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম বিচারাধীন আদালত সাজার এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির জানায়, সাজাপ্রাপ্ত আসামি মনোজ বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার খান সড়কস্থ আব্দুর রব খানের ছেলে। তাকে গতবছর ৬ অক্টোবর বরিশাল নগরীর সাগরদী বাজার সংলগ্ন মসজিদের পাশে ইসলামি ব্যাংকের এটিএম বুথের সামনে রাস্তা থেকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছে থাকা শপিং ব্যাগের মধ্যে কসটেপ প্যাচানো মোড়ক করা ৭০ এম্পুল জি মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। এতে ওইদিনই তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন থানার এস আই রিয়াজুল ইসলাম । একমাস তদন্ত করে সত্যতা পেয়ে থানার এস আই রোজিনা বেগম গতবছর ১৫ নভেম্বর আসামীর বিরুদ্ধে চার্জশীট জমা দেন। রাষ্ট্রপক্ষ ৯ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে উপস্থিতিতে মনোজকে ওই সাজা দেয় আদালত । রায় শেষে তাকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলাটি রাষ্ট্রপক্ষে আইনী লড়াই লড়েন এডভোকেট এ কে এম জাহাঙ্গির।

নলকূপ থেকে পানি পান করার সময় আট বছর বয়সি শিশুকে নির্জন ঘরের মধ্যে টেনে নিয়ে বিবস্ত্র করে শিশুর স্পর্শকাতর স্থানে হাত দেয়ার অভিযোগে হেলাল হাওলাদার (৫০) নামের এক লম্পটকে আটক করেছে পুলিশ। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাঘার গ্রামের।

ভুক্তভোগি শিশু ও তার পিতা জানান, শুক্রবার দুপুরে বাঘার দিঘিরপাড় কীর্তন অনুষ্ঠান থেকে মামা বাড়িতে যাওয়ার পথে নলকূপ থেকে পানি পান করছিলো শিশুটি।

এসময় লম্পট হেলাল হাওলাদার শিশুটিকে একলা পেয়ে নির্জন ঘরের মধ্যে বিবস্ত্র করে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়।

পরবর্তীতে শিশুর ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে লম্পট হেলালকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন।

গৌরনদী মডেল থানার এসআই সহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এবিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বর্ষা শুরুর আগেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বরিশাল নগরীর বাসিন্দারা । মশকনিধনে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) তেমন কার্যক্রম না থাকায় মশা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্ষা শুরুর আগেই মশা নিধনে আগাম ব্যবস্থা না নিলে করোনার সঙ্গে ডেঙ্গুর প্রদুর্ভাব বেড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।

বিসিসি সূত্রে জানা গেছে, ৫৮ বর্গকিলোমিটারের বরিশাল সিটিতে পাঁচ লক্ষাধিক মানুষের বাস। ৩০টি ওয়ার্ডে বিভক্ত এ সিটির মশা নিয়ন্ত্রণে কাজ করেন মাত্র ৭০ কর্মচারী। আধুনিক সরঞ্জাম বলতে রয়েছে দুটি ফগার মেশিন।

আর রয়েছে ৭০টির মত হস্তচালিত স্প্রে। যারা এসব পরিচালনা করছেন, তাদের নেই কোনো প্রশিক্ষণ। ফলে তারা জানেন না কোথায় কোন প্রজাতির মশা রয়েছে। কোন মশার জন্য কী ধরনের কীটনাশক ব্যবহার করতে হয়। আর কীটনাশক প্রয়োগের মাত্রার সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা কতটুকু।

নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে মশার উপদ্রব অনেক বেশি বলে জানান সেখানকার বাসিন্দারা।

এখানকার রূপতলী হাউজিং এলাকার ২৫ নম্বর রোডের ১ লেনের বাসিন্দা হেমায়েত ইসলাম বলেন, ছয়তলায় একটি ফ্লাটে স্ত্রী ও দুই ছেলে মেয়ে নিয়ে থাকি। মশার উৎপাত এতই বেশি যে সন্ধ্যার পর ছেলে মেয়েকে মশারির মধ্যে রাখতে হয়। মশার জ্বালায় বাসায় কোথাও একটানা বসে থাকা যায় না।

মশার কামড়ে স্বাভাবিক কাজ করা কঠিন হয়ে পড়েছে। কিন্তু মশা মারতে করপোরেশনের লোকজনের দেখা মিলে না।

তিনি বলেন, নগরীর অন্য এলাকার তুলনায় এটি নিম্নাঞ্চল। সারা বছরই এ ওয়ার্ডে পানি জমে থাকে। এর মধ্যে নতুন নতুন বহুতল ভবন গড়ে উঠছে।

এছাড়া রূপতলী হাউজিং এলাকার পাশেই বাস টার্মিনাল। যার কারণে টায়ার ও পরিত্যক্ত টিউব যন্ত্রপাতি পরিত্যাক্ত অবস্থায় প্রায় পড়ে থাকে।

টার্মিনালের রাস্তার দুই পাশের ড্রেন ও নালায় অসংখ্য প্লাস্টিকের কাপ, পানির বোতল, কর্কশিটের বাক্স, ডাবের খোসা, ঠোঙা জমে আছে। এখানে প্রচুর মশা জন্মায়। কিন্তু এ এলাকায় সিটি করপোরেশন মশার ওষুধ ছিটায় না।

নগরীর ১৯ নং ওয়ার্ডের নতুন বাজার কালী মন্দির গলির বাসিন্দা স্বপন দাস জানান, নতুনবাজার হলো মশার কারখানা। সন্ধ্যার পর বাইরে বের হলে মশা যেভাবে ঘিরে ধরে মনে হয় উড়িয়ে নিয়ে যাবে।

দিনেও মশা কামড়ায়। ২৪ ঘণ্টা কয়েল জ্বালিয়ে রাখতে হয়। দুই দিন ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাতে দেখেছি। মশা মরার কথা। অথচ মশার উপদ্রব একটুও কমেনি।

নগরীর ২১ নম্বর ওয়ার্ডের অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা ও সবুজ আন্দোলন ফাউন্ডেশনের বরিশাল জেলা শাখার সভাপতি কাজী মিজানুর রহমান ফিরোজ জানান, বিকেল হলেই মশার উৎপাত শুরু হয়।

সন্ধ্যা নাগাদ তা চরমে পৌঁছে। সন্ধ্যার পর কয়েল বা স্প্রে ছাড়া ঘরে থাকা যায় না। এরপরও মশক নিধনের কোনো কার্যক্রম দেখা যায় না।

 

তিনি আরও বলেন, সামনে বর্ষা মৌসুম। বৃষ্টি হলে এডিস মশা বাড়বে। আবার গরমে বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও মশা বাড়বে।

তাতে ডেঙ্গুর প্রকোপও বৃদ্ধির আশঙ্কা আছে। সাধারণত জুন-সেপ্টেম্বর সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। এ সময়কে ডেঙ্গুর মৌসুম বলা হয়। তবে সিটি করপোরেশন যে ওষুধ ছিটাচ্ছে, তা মশা মারতে কতটা কার্যকর তা পরীক্ষা করে দেখা দরকার।

নগরীর ১১নং ওয়ার্ডের বাসিন্দা ও বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শাহ্ সাজেদা বলেন, নগরীর সবখানেই মশার উৎপাত। সিটি করপোরেশনের মশকনিধন কার্যক্রম চাললেও মশা কমছে না।

মশা নির্মূলে আগাম ব্যবস্থা না নিলে করোনার সঙ্গে ডেঙ্গুর প্রদুর্ভাব বেড়ে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, আমি নিয়মিত ট্যাক্স দেই। নাগরিক সুযোগ-সুবিধা পাওয়া আমার অধিকার। সেই জায়গা থেকে মশার থেকে রেহাই পেতে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার দাবি জানাচ্ছি।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মশার উপদ্রব বেশি। তাই জ্বর, মাথা ও চোখব্যথা, গায়ে ফুসকুড়ি বা র‌্যাশ এসব উপসর্গ নিয়ে কোনো রোগী সরকারি হাসপাতালে আসলে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমানর বক্তব্য জানতে চাইলে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মশক নিধন কর্মসূচি চলমান রয়েছে। নগরীর খাল ও ড্রেন, জলাশয়, ডোবা, নালা, নর্দমা পরিষ্কার করা হচ্ছে। খাল পুনঃখননের জন্য পরিকল্পনা নেয়া হয়েছে। মশার উপদ্রব আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।

তিনি আরও বলেন, কাজের গতি বাড়াতে আরও ১০ ফগার মেশিন কেনা হচ্ছে। আশাকরি কয়েকদিনের মধ্যে মেশিনগুলো চলে আসবে।

এছাড়া মশার কবল থেকে নগরবাসীকে রক্ষা করতে ১৭ মার্চ থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। বিশেষ অভিযানে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে গতি আসবে। আশা করছি মাসখানেকের মধ্যে মশার উৎপাত কমে যাবে।

দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার দায়ে আবুল হোসেনকে (২৪) পুলিশ গ্রেফতার করেছে।
কলাপাড়া থানা পুলিশ টিয়াখালীর বাদুরতলী গ্রাম থেকে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আবুলকে গ্রেফতার করে। তবে মূল হোতা রবিউল চৌকিদার ও অপর সহযোগী জাহিদুল পলাতক রয়েছে।
এ ঘটনায় কলাপাড়া থানায় তিনজনকে আসামি করে শুক্রবার একটি মামলা হয়েছে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুর রহমান জানান, আনুমানিক বৃহস্পতিার রাত নয়টার দিকে ওই কিশোরী কিছু কেনাকাটার জন্য বাসা থেকে নিকটস্থ দোকানে যাচ্ছিল।
পথিমধ্যে কিশোরীকে আটকে একই এলাকার তিন যুবক ধর্ষণ চেষ্টা চালায়। কিশোরীর ডাক-চিৎকারে লোকজন এগিয়ে আসলে এরা সটকে পড়ে। গ্রেফতারকৃত আবুল হোসেন বাদুরতলীর ফারুক হোসেনের ছেলে।