ভোলা সদর উপজেলায় তিন কেজি গাঁজাসহ মোঃ কাউসার মৃর্ধা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(১২ মার্চ) দুপুর ১ টার দিকে ভোলা সদর থানার ইলিশা কালুপুর চটের মাথা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ কাউসার মৃর্ধা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ফরিদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঈসাপুরা এলাকার মৃত মোঃ ইসমাইল মৃর্ধার ছেলে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফরিদ, এএসআই (নিঃ) মোঃ মাইনুল হাসান, এএসআই মোঃ গুলজার হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে একটি অভিযান পরিচালনা করে।

এসময় ভোলা সদর উপজেলার ইলিশা কালুপুর চটের মাথা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মোঃ কাউসার মৃর্ধা নামে এক যুবককে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউপি নির্বাচন সামনে রেখে নির্বাচনী এলাকায় কোন প্রকল্প গ্রহণ, অনুদান, ত্রাণ বিতরণ কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। প্রভাবমুক্ত নির্বাচনের জন্য নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় নতুন ভিজিডি কার্ড ইস্যু কার্যক্রমসহ নতুন কোন ধরনের অনুদান বা ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা যাবে না। ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ইউপি নির্বাচন। প্রথম দফায় ৩৭১ ইউপিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন রমজানের আগে প্রথম দফায় ভোটের পর রমজানের পুরো মাসে আর কোন ভোট অনুষ্ঠিত হবে না। রমজানের পর ব্যাপক পরিসরে কয়েক দফায় সারাদেশে সাড়ে ৪ হাজার ইউপিতে ভোটগ্রহণের জন্য তফসিল দেয়া হবে। ইতোমধ্যে যেসব ইউপিতে নির্বাচনের জন্য তফসিল দেয়া হয়েছে কেবল সেসব নির্বাচনী এলাকায় এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। বাকি নির্বাচনী এলাকায় তফসিল ঘোষণার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইসির নির্দেশনায় ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ (সংলগ্নী-১) এর বিধি ৪ এর বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে অর্থাৎ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল সরকারী গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত কোন প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষ থেকে অন্য কোন ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ইউনিয়নগুলোর এলাকায় অবস্থিত কোন প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোন ধরনের চাঁদা-অনুদান দেয়া বা দেয়ার অঙ্গীকার করতে পারবেন না। এ বিধিমালার বিধান লঙ্ঘন দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং এ ধরনের অপরাধের জন্য সংশ্লিষ্টরা উল্লিখিত আচরণ বিধিমালার বিধি ৩১ অনুযায়ী দ-িত হবেন।

তবে পূর্বে অনুমোদিত ও চলমান প্রকল্পগুলোর অর্থ অবমুক্ত, অর্থছাড় ও বিল পরিশোধ, অনুমোদিত প্রকল্পের প্রশাসনিক আদেশ জারি, চলমান প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রকল্পের খাত পরিবর্তন (রাজস্ব-মূলধন) এবং অন্যান্য কার্যক্রম গ্রহণ বা কাজ সম্পাদন অথবা আচরণবিধি প্রতিপালনের শর্তে চলমান প্রকল্পের দৈনন্দিন কার্যক্রম গ্রহণে নির্বাচন কমিশনের সম্মতির প্রয়োজন নেই বলে নির্বাচন কমিশনের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

আইন অনুযায়ী ইউপি নির্বাচন হবে দলীয় ভিত্তিতে। শুধু চেয়ারম্যান পদের প্রার্থী দলীয় প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এর বাইরের সদস্য পদে ভোট হবে নির্দলীয়। আইনানুযায়ী চেয়ারম্যান পদের কোন প্রার্থীকে দলীয় পরিচয়ে ভোট করতে চাইলে তাকে অবশ্যই ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের হয়ে ভোটে অংশ নিতে হবে। দল থেকে আগে মনোনয়ন নিশ্চিত করতে হবে। দলের প্রত্যয়ন নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। এর বাইরে অন্য প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। দল থেকেও প্রার্থী মনোনয়নের জন্য দলের ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির নাম পদবি এবং নমুনা স্বাক্ষর ও রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়ার নির্দেশনা দিয়েছে ইসি। প্রথম দফায় ইউপি নির্বাচনে অংশ নিতে আগামী ১৮ মার্চের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই মার্চ ১৯, প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ। ভোটগ্রহণ ১১ এপ্রিল। ইসির তফসিল অনুযায়ী প্রথম ধাপে ভোট হবে কক্সবাজার, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, সুনামগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বরিশাল, সাতক্ষীরা, পটুয়াখালী ও রংপুর জেলার ৩৭১টি ইউনিয়ন পরিষদে। এর মধ্যে ৩০টিতে ইভিএম ব্যবহার করা হবে।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ের ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। আগামী ১৫ মার্চের মধ্যে কেন্দ্রের তালিকা ইসিতে পাঠাতে হবে। এ সংক্রান্ত চিঠি সকল সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন জনগণের প্রত্যাশা পূরণে অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দল-মত-নির্বিশেষে সকলের আস্থাভাজন আওয়ামীলীগের নৌকার প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ আহম্মেদ শাহরিয়ার বাবু কে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী।

নির্বাচনকে কেন্দ্র করে চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় সর্বত্র এখন নির্বাচনী আমেজ। দলমত নির্বিশেষে ইউনিয়নের ভোটারদের মুখে মুখে তার নাম শোনা যায়।
এলাকার একাধিক প্রবীণ ত্যাগী আওয়ামীলীগ কর্মীরা বলেন, সে খুব ভদ্র ছেলে, আমরা তার মধ্যে আগামীর ভবিষ্যত দেখতে পাই তাকে রায়পাশা কড়াপুর ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেকে উৎসর্গ করবেন আমাদের বিশ্বাস।

জানা যায়,,করোনাকালিন সময়ে আহম্মেদ শাহরিয়ার বাবু নিজ অর্থায়নে সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং শীতার্তদের মাঝে গোপনে কম্বল বিতরন ও সাহায্য সহযোগীতা অব্যাহত রেখেছিলেন। তিনি মসজিদ মাদ্রসা ও ধর্মীয় কাজে ও গরিব দুঃখি অসহায় পরিবারের মাঝে গোপনে মেয়ের বিয়েতে সাহায্য সহযোগিতা করেন। তিনি ছাত্র জীবন থেকে ছাত্রলীগ ও আওয়ামী রাজনীতির সাথে নিজেকে অব্যাহত রেখেছেন সুনামের সহিত।

তার নিজ অর্থায়নে এলাকার দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক সাহায্য প্রদান করেছেন।
এমনকি একাধিক নতুন ভোটার বলেন, আমাদের তরুনদের আইডল বাবু ভাই। আমরা মনে করি মোঃ আহম্মেদ শাহরিয়ার ভাই‌ কে আওয়ামীলীগ থেকে এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে মোঃ আহম্মেদ শাহরিয়ার বাবু জানান আমি ১৯৯১ সালে সরকারি হাতেমআলী কলেজের ছাত্রসংসদের জিএস ছিলাম, দীর্ঘদিন ধরে তিনি দলের জন্য কাজ করে চলেছেন। সব কিছু বিবেচনা করে দল যদি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন দেয় তবে চেয়ারম্যান নির্বাচিত হলে রায়পাশা কড়াপুর ইউনিয়নের যুব সমাজকে লেখাপড়ায় মনোযোগী ও খেলাধুলায় আগ্রহী করে তুলেছেন। মাদক ও নেশা থেকে যুব সমাজকে দূরে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করবেন। ত ইউনিয়নবাসীর পাশে থেকে তাদের বিভিন্ন সরকারি সাহায্য সরকারী সেবা ইউনিয়নবাসীর দ্বারপ্রান্তে পৌছে দিবেন এবং গরীব অসহায় মানুষের পাশে থেকে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি নিজ ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগনের কাছে দোয়া চেয়েছেন।

বরিশাল মহানগরীর প্রাণ কেন্দ্র সদর রোডের কাকলী মোড়ের সকাল সন্ধ্যা ডিপার্টমেন্টল স্টোর-এ মঙ্গলবার বিকেলে এক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় সদর রোডের একটি অংশে যান চলাচল বন্ধ করে দেয়ায় নগরীর অনেক এলাকায় যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে অনতিদূরের ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে ঝাপিয়ে পরে। প্রায় আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরনে এ অগ্নিকান্ডের সূত্রপান বলে প্রাথমিকভাবে জনা গেলেও বিষয়টি তদন্ত করছে দমকল বিভাগ।

এ অগ্নিকান্ডে কেউ হতাহত না হলেও ৫ লক্ষাধীক টাকার সম্পদ বিনষ্ট হয়েছে বলে প্রতিষ্ঠানটির সত্বাধিকারী বিষু ঘোষ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ৮৪০ পিস ইয়াবাসহ মোঃ জাহিদুর রহমান ওরফে নাইম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)।

সোমবার (৮ মার্চ) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে বিমানবন্দর থানাধীন পূর্ব ক্ষুদ্রকাঠী এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যা মঙ্গলবার দুপুরে এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বরিশাল র‌্যাব সদর দপ্তর।

গ্রেপ্তারকৃত মোঃ জাহিদুর রহমান ওরফে নাইম বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের মৃত বজলুর রশিদের ছেলে।

র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সোমবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে বিমানবন্দর থানাধীন পূর্ব ক্ষুদ্রকাঠি এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাহিদুর রহমান ওরফে নাইমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৮৪০ পিস ইয়াবা ও সেনাবাহিনী ইউনিফর্ম এবং নগদ ১৪ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়।’

এ ঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।’

বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ’র মায়ের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

বরিশাল নগরীতে ১০ মণ জেলিযুক্ত চিংড়িসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় বরিশাল জেলা মৎস্য অফিস ও সদর নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে নগরীর পোটরোডের মৎস্য আড়ৎ ট্রাক থেকে ৪০ ককসেট জেলি ও চিংড়ি মাছ ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- সাতক্ষীরার পারুলিয়ার দেবহাটা গ্রামের মৃত লিয়াকত বিশ্বাসের ছেলে মো. আবদুল আজিজ ও সাতক্ষীরার পারুলিয়ার দেবহাটার একই গ্রামের মৃত আমজাত হোসেনের ছেলে মো. জাহিদ হোসেন। তাদের মধো আ‌জিজ ট্রাক চালক ও জা‌হিদ হেলপারি।

আটককৃতদের পড়ে বরিশাল সদর নৌ পুলিশের কার্যলায় নিয়ে আসার পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সময় উপস্থিত থেকে বরিশালের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দছতগির ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আং মাচিং মারমা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় দুইজনকেই ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য কমকর্তা মো. আসাদুল জামান ও বরিশাল ইলিশ মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস, বরিশাল সদর নৌ থানার পুলিশের ইন-চার্জ এস আই অলোক চৌধুরী প্রমুখ।

এ বিষয়ে বরিশাল ইলিশ মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, একটি ট্রাক সাতক্ষীরা থেকে রাতে বরিশালে আসছে। এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে জে‌লিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। আমারা জেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নগরীর পোট রোডের মৎস্য আড়ৎ এলাকায় ট্রাক থেকে ৪০ কয়কসেট জেলি ও চিংড়ি মাছসহ দুইজনকে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়।

তিনি আরো বলেন, ৪০ ককসেট এ প্রায় ৪০০ কেজি এই জেলি চিংড়ি মাছ যা বাজার মৃল্য দুই লাখ টাকা। এই কয়কসেট ভর্তি চিংড়ির মাছ বরিশাল নগরীর ডিসিঘাট এলাকা থেকে টলারে নিয়ে গিয়ে বরিশালের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দছতগির ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আং মাচিং মারমা এর নিরর্দেশে কীর্তনখোলা নদীতে ধংস করা হয়।

ঝালকাঠি সদর হাসপাতালকে ডায়াগনোস্টিক সেন্টারের দালালমুক্ত করায় চাপ বেড়েছে প্যাথলোজি বিভাগে। রোববার (৭ মার্চ) ও সোমবারে (৮ মার্চ) গড় হিসেবে প্রতিদিন প্রায় শ’খানেক রোগী বিভিন্ন টেস্ট নিয়ে প্যাথলোজি বিভাগে ভিড় জমান।

প্রয়োজনীয় জনবল না থাকায় টেস্টের নমুনা সংগ্রহ ও রিপোর্ট নিয়ে ব্যস্ত থাকেন কর্মরতরা। সরকার নির্ধারিত ফি রোগীরা পরিশোধ করার পর তা হাসপাতালের রেজিস্ট্রার বুকে লিপিবদ্ধ করা হলেও পর্যাপ্ত জনবল না থাকায় মানি রিসিট দিতে পারছেন না প্যাথলোজি বিভাগ।

সোমবার সকালে সদর হাসপাতালের বহির্বিভাগের টিকিট সংগ্রহ করেন রহিমা বেগম (২৫)। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১৩৫৪৯/৩৬নং টিকিটে তিনি প্যাথলোজি বিভাগে ডায়াবেটিস পরীক্ষার জন্য রক্ত পরীক্ষা করেন। তার কাছ থেকে ফি রাখা হয় ৬০ টাকা। তবে তাকে দেয়া হয়নি কোনো মানি রিসিট।

অভিযোগ উঠেছে মানি রিসিট না দিয়ে প্রতিদিন হাজার হাজার টাকার পরীক্ষা করে মৌখিক হিসেব রেখে অফিসিয়াল কার্যক্রম শেষ করা হচ্ছে। এছাড়া এই পরীক্ষা ফির বড় একটা অংশ কর্মরতরা ভাগাভাগি করে নেন বলেও অভিযোগ উঠে।

প্যাথলোজি বিভাগে কর্মরত আ. সত্তার ভাগাভাগির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমরা তিনজন এখানে কাজ করি। আমাদের দায়িত্ব শুধু টেস্টের জন্য নমুনা নেয়া এবং রিপোর্ট দেয়া। প্রতিদিন যে পরিমাণে রোগী পরীক্ষা-নিরীক্ষা করাতে আসেন তাতে আমাদের হিমশিম খেতে হয়’।

তিনি আরও বলেন, ‘সব কাজ করে মানি রিসিট দিতে গেলে প্রয়োজনীয় সেবাকাজ বিঘ্নিত হবে। সরকারিভাবে ক্যাশ কাউন্টারের ব্যবস্থা করা হলে টেস্টের জন্য আসা রোগীদের মানি রিসিট দেয়া সম্ভব হতো’।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাফর আলী দেওয়ান জানান, হাসপাতালে সকল নাগরিকের সেবা নেয়ার সমান অধিকার আছে।

প্যাথলোজিতে মানি রিসিট দেয়া নাহলে রোগীরা নিজেদের উদ্যোগে চেয়ে নিতে পারেন বলেও জানান তিনি।

 

নিজস্ব প্রতিবেদক ঃ বরিশাল নগরীর টপটেন মার্ট শোরুমে লুটতরাজের ঘটনায় আরও ১৪ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। ৯ মার্চ মঙ্গলবার দ্রুত বিচার আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান অভিযুক্তদের হাজতে পাঠিয়ে দেন। হাজতে যাওয়া অভিযুক্তরা হচ্ছে, বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকার মৃত্যু আব্দুর রহিম কাজীর ছেলে মারুফ হাসান টিটু (২৬),নিউ সার্কুলার রোড এলাকার সেলিম মৃধার ছেলে মুহিদুল ইসলাম মুহিদ (২০), লুতফর রহমান সড়কের বাসিন্দা আজিজ হাওলাদারের ছেলে তাজিম হাওলাদার (২২), কলেজ রো এলাকার সৈয়দ মহসিন হিমুর ছেলে সৈয়দ আলিফ হোসেন হিরা (২৪), সুভাষ চন্দ্র শীলের ছেলে শুভ শীল (২৪), বিএম কলেজের সামনের এলাকার আইনুল হকের ছেলে সুখ রানা হক (২৪), গনপাড়া এলাকার বাগান আলী সিকদারের ছেলে সুজন (২২), মেহেন্দীগঞ্জ উপজেলার আমিরগঞ্জ এলাকার আঃ জলিলের ছেলে নাজমুল হাসান রনি (২১), নগরীর হাটখোলা রোড এলাকার নাসির হোসেনের ছেলে নাদিম মাহমুদ হৃদয় (২০), কলেজ রো এলাকার সোহরাব হোসেনের ছেলে ফাহিম হোসেন (২১),লুতফর রহমান সড়কস্থ ইউনুস আরিন্দার ছেলে আল আমিন হোসেন সোহান (২১), কাশিপুর মহুয়া এলাকার আমির হোসেনের ছেলে মিজান শরীফ (২২), মেহেন্দীগঞ্জ উপজেলার নয়নপুর এলাকার সবুজ মোল্লার ছেলে ইকবাল হোসেন (২০) ও নগরীর কশাইখানা এলাকার জয়নাল হাজারীর ছেলে নিলয় আহম্মেদ রাব্বি (২০)। ৮ মার্চ বরিশাল কোতোয়ালি মডেল থানায় নামধারী ২১ জন ও অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন টপ টেন মার্ট শো রুমের ব্রাঞ্চ ম্যানেজার ইমরান শেখ। অভিযোগে তিনি বলেন, প্রতিদিনের মতো তারা শো রুমে বেচা বিক্রির কাজ করছিল। বিকেল ৫ টা ২০ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল ভাগাভাগি করে শো রুমে প্রবেশ করে শার্ট প্যান্ট কিনবে বলে জানায়। তারা বিভিন্ন ধরনের মালামাল গুছিয়ে নেয়া শুরু করে। তাদের আচরণ অসন্তোষ হলে ক্যাশ কাউন্টারে যোগাযোগ করতে বলা হয়। এতে তারা শো রুমের বিক্রয়কর্মীদের বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ হুমকি ধামকি দেয়। বিল চাইলে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন দেবে বলে জানায়। বিক্রয়কর্মীরা জসিম নামে কেউ বিল দেবে বলে তারা জানেনা বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা লুটতরাজ চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে লক করা কাচের দরজা ভেঙ্গে চলে যায়। এসময় ওই ৫ জনকে তারা আটক করে থানা পুলিশে খবর দেয়। কোতোয়ালি মডেল থানা পুলিশ ৫ জনকে আটক করে থানা হেফাজতে নেয়। ইমরানের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।তাদের মধ্যে রাকিব ওইদিনই ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। ৮ মার্চ আদালত জবানবন্দি গ্রহণ শেষে ৫ জনকে হাজতে পাঠিয়ে দেন। তার জবানবন্দী ও ঘটনার সময়ে ধারনকৃত সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে থানা পুলিশ আরও ১৪ জনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়ে তাদের জেল হাজতে আটক রাখার আবেদন জানায় কোতোয়ালি মডেল থানার এস আই আশরাফুল আলম। আদালত ১৪ জনকে হাজতে পাঠিয়ে দেন বলে আদালত সূত্র নিশ্চিত করেন।

 

নিজস্ব প্রতিবেদক ঃ নিজ হেফাজতে ইয়াবা রাখার অপরাধে মাদক কারবারি তপন কুমার শিকারীকে ৯ বছর কারাদন্ড ও মোখলেছুর রহমানকে ৭ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া দুজনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। ৯ মার্চ মঙ্গলবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত তপন কুমার শিকারী পটুয়াখালী জেলার গলাচিপার বোয়ালিয়া এলাকার হরলাল শিকারীর ছেলে। এছাড়া মোখলেছুর রহমান কুমিল্লা জেলার মেঘনার বড় নয়াগাঁও এলাকার আঃ জলিল মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তপন ও মোখলেছুর আদালতে উপস্থিত ছিল। বেঞ্চ সহকারি হেদায়েতুন নবী জাকির জানান, ২০১৭ সালের ১৬ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর ডিএডি সৈয়দুজ্জামান তার সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশালের দোয়ারিকা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ তপন কুমার শিকারী ও ৬২০ পিস ইয়াবাসহ মোখলেছুর রহমানকে আটক করে মামলা দায়ের করেন। একই বছর ২৭ এপ্রিল তদন্তকারি কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই সুমন হালদার মামলার চার্জশীট জমা দেন। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় ঘোষণা করেন। রায় শেষে আসামীদ্বয়কে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।