বরিশালের বাকেরগঞ্জের লক্ষ্মীপাশা গ্রামে খালেদা আক্তার (১৮) নামে এক তরুণী মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রোববার গভীর রাতে রাজমিস্ত্রী কবির হাওলাদারের মেয়ে খালেদা আক্তার নিজ কক্ষে আত্মহত্যা করেন। সোমবার সকালে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম তরুণীর লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, ঘরের লোকজন ফজরের নামাজ পড়তে উঠে খালেদাকে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার করে। এতে আশেপাশের লোকজন ছুটে এসে খালেদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে থানায় খবর দিলে পুলিশ খালেদার মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে মায়ের সাথে অভিমান করে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।’

 

নিজস্ব প্রতিবেদক ঃ বরিশাল নগরীর টপটেন মার্ট শোরুমে লুটতরাজের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আটক ৫ জনের মধ্যে একজনের স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহণ শেষে ৫ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। ৮ মার্চ সোমবার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান অভিযুক্ত সদর উপজেলার কর্নকাঠি এলাকার মৃত্যু শাহ আলমের ছেলে রাকিবের জবানবন্দি গ্রহণ করেন এবং ৫ জনকে হাজতে পাঠিয়ে দেন। হাজতে যাওয়া অন্য চারজন হচ্ছে বাবুগঞ্জ উপজেলার পূর্ব ভূতের দিয়া গ্রামের মৃত্যু সান্টু শরীফের ছেলে উজ্জ্বল শরীফ (১৯), জামাল হোসেনের ছেলে শাহাদাত হোসেন (১৯), নথুল্লাবাদ শের ই বাংলা সড়কের বাসিন্দা মশিউল আলম পলাশের ছেলে রাশিদ শাবাব রোহান (১৯) ও সদর উপজেলার মিঘিয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২)। এরা সহ নামধারী ২১ জন ও অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন শো রুমের কর্মচারী ইমরান শেখ। অভিযোগে তিনি বলেন, প্রতিদিনের মতো তারা শো রুমে বেচা বিক্রির কাজ করছিল। বিকেল ৫ টা ২০ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল ভাগাভাগি করে শো রুমে প্রবেশ করে শার্ট প্যান্ট কিনবে বলে জানায়। তারা বিভিন্ন ধরনের মালামাল গুছিয়ে নেয়া শুরু করে। তাদের আচরণ অসন্তোষ হলে ক্যাশ কাউন্টারে যোগাযোগ করতে বলা হয়। এতে তারা শো রুমের বিক্রয়কর্মীদের বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ হুমকি ধামকি দেয়। বিল চাইলে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন দেবে বলে জানায়। বিক্রয়কর্মীরা জসিম নামে কেউ বিল দেবে বলে তারা জানেনা বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা লুটতরাজ চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে লক করা কাচের দরজা ভেঙ্গে চলে যায়। এসময় ওই ৫ জনকে তারা আটক করে থানা পুলিশে খবর দেয়। কোতোয়ালি মডেল থানা পুলিশ ৫ জনকে আটক করে থানা হেফাজতে নেয়। ইমরানের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। রাকিব ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। আদালত জবানবন্দি গ্রহণ শেষে ৫ জনকে হাজতে পাঠিয়ে দেন। মামলাটি তদন্ত সহ অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানায় কোতোয়ালি মডেল থানার এস আই মোঃ আশরাফ।

বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গত ৭ মার্চ বরিশাল নগরীর বরিশাল ক্লাব সংলগ্ন এলাকা থেকে মীম আক্তারকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) খাইরুল আলম।

আটককৃত মীমের তথ্য অনুযায়ী তাকে নিয়ে অভিযান চালায় বরিশাল নগরীর পোর্ট রোডস্থ হোটেল রোদেলা ইন্টারন্যাশনালের ২০৯ নং কক্ষে।

সেখান থেকে মীমের স্বামী হামিদুর রহমান এবং তার বন্ধু মনিরুল ইসলামকে আটক করা হয়।

সূত্র জানায়, এসময় মীমকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেয়া তথ্য মতে তার বাসা (বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ডায়াবেটিস হাসপাতালের পাশে) থেকে ২শত পিস ইয়াবা মীম নিজেই উদ্ধার করিয়া ডিবি পুলিশের হাতে তুলে দেয়।

এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে বরিশাল মেট্টােপলিটন পুলিশের মিডিয়া সেল।

বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের । জব্দকৃত ইয়ার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৭৫ হাজার টাকাভ

গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (০৮ মার্চ) দুপুর ৩টার দিকে ওই এলাকার তৃতীয় পুকুর সংলগ্নের বাসিন্দা ফরিদ আলম এর ভাড়াটিয়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- ঘরের ভাড়াটিয়া ও বাকেরগঞ্জ উপজেলার কালিগঞ্জের বাসিন্দা মৃত কামাল এর ছেলে রাসেল হাওলাদার (২৪) ও কাউনিয়া সুন্নিয়া মসজিদ সড়কের লিটন হাওলাদারের ছেলে তানভীর হাওলাদার নবীন (২২)।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, ফরিদ আলম এর ভাড়াটিয়া রাসেল নিজ ঘরে ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় কাউনিয়া থানার উপ-পরিদর্শক মিরাজ মোল্লা।

পরে থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম ও পরিদর্শক তদন্ত এর উপস্থিতিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় তারা দেখতে পান রাসেল বিছানার ওপর ইয়াবা রেখে প্যাকেট করছে।

তখন পুলিশের অভিযানিক দল ৯টি সাদা রংয়ের প্যাকেটে প্রায় পৌঁনে ৭ লক্ষ টাকা মূল্যের মোট ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক ব্যবসায়ীকে আটক করে।

পরে তার দেয়া তথ্য মতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে নগরীর কাউনিয়া থানাধীন ভাটিখানা পান্থ সড়ক এলাকা থেকে মাদক ব্যবসায়ী তানভীর হাওলাদার নবীনকে আটক করা হয়।

আটক দুই মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মহানগরীর কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সময়তার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৮ মার্চ) সকালে সার্কিট হাউস চত্বরে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানের এর আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে নারী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। পরে সার্কিট হাউস ধানসিঁড়ি মিলিয়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল।

বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার,

বরিশালের জেলা পুলিশ সুপার মো.মারুফ হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের বরিশালের সভাপতি রাবেয়া খাতুন, বরিশাল সনাকের সভাপতি শাহ্ সাজেদা প্রমুখ।

বরিশালের নারী উন্নয়নে অবদান রাখার জন্য মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচ নারীকে বিশেষ ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

এছাড়া, বরিশালের জেলা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় বরিশাল নিবার্চন অফিস এর পক্ষে থেকে বিদেশি নাগরিক লুসি হেলেনকে বাংলাদেশি নাগরিকত্ব স্বীকৃতি প্রদান করা হয়।

একই সাথে বরিশাল সমাজ সেবা অফিস এর সহযোগিতায় লুসি হেলেনকে বয়স্কো ভাতার বই প্রদান করা হয়।

বর্তমানে তিনি বরিশালে আক্সফোট, মিশনে বসবাস করেন। এছাড়াও বরিশাল ১৭নং ওয়ার্ডের সাংবাদিক শাহিনা আজমিন, বরিশাল ভাটিখানার জাহানার বেগম সপ্না, বরিশাল ২৩নং ওয়ার্ডের জোবেদা খানম, বরিশাল সদর উপজেলা ভাইরাস চেয়ারম্যান রেহেনা বেগমকেও নারী সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বরিশালে সি এফপি সংগঠন এর পক্ষ থেকে পাঁচ দরিদ্র নারীকে সচল হওয়ার জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল’র সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের নেতৃত্বে বরিশাল জেলা প্রশাসক মো: জসিম উদ্দীন হায়দারের সাথে এক সৌজন্য সাক্ষাত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আজ সোমবার ৮ মার্চ দুপুরে বরিশাল সার্কিট হাউজ হলরুমে এক মতবিনিময় সভায় উপস্থিত সম্পাদকবৃন্দের সাথে জেলা প্রশাসক আন্তরিকতার সাথে সকলের খোজ খবর নেন। তার সাবলিল কথাবার্তা শুনে সম্পাদকবৃন্দ অভিভূত হন।

জেলা প্রশাসক তার চাকুরী জীবনের অতিত অভিজ্ঞতা টেনে বিভিন্ন যুগাপযোগী পরামর্শ দেন সম্পাদকবৃন্দকে।

সাংবাদিকতার মান বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ইত্যাদি বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনায় স্থান পায়।

তিনি মাত্র দু মাস বরিশালে এসেছেন বটে তবে এরই মধ্যে এখানকার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরলস প্রচেষ্টা তাকে আনন্দিত করেছে।

তিনি বলেন, তার দায়িত্ব পালনে কোনো ঘাটতি হবে না। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন।

লিখনীর মাধ্যমে সমাজের সচেতনতা বৃদ্ধি করাই তাদের মূল দায়িত্ব। সাংবাদিকতা একটি কঠিন পেশা।

এখানকার সম্পাদক পরিষদের কর্মকান্ড জেনে আমি মোহিত। জীবনের ঝুঁকি নিয়েই এই পেশায় কাজ করতে হয়।

বরিশালে দৈনিক পত্রিকার আধিক্যতা তাকে বিস্মিত করেছে। বর্তমান সময়ে এই পত্রিকা প্রকাশনায় পত্রিকা কর্তৃপক্ষকে অর্থনৈতিকভাবে হিমশিম খেতে হয়।

তারপরেও তারা পত্রিকা প্রকাশনা অব্যাহত রেখেছেন যা প্রসংশার দাবি রাখে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া,

এ্যাড. এসএম রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো: খলিলুর রহমান, সহ-সভাপতি ডা: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন,

সহ: সাধারণ সম্পাদক শেখ শামীম হোসেন, সহ: সাধারণ সম্পাদক কে.এম. তারেকুল আলম অপু, সাংগঠনিক সম্পাদক কাজী মো: জাহাঙ্গীর,

দপ্তর সম্পাদক সাইদুর রহমান মাসুদ, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক নাছির আহম্মেদ রনি, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মোস্তফা কামাল জুয়েল,

নির্বাহী সদস্য কাজী আল মামুন, নির্বাহী সদস্য মো: হাবিবুর রহমান, সদস্য সরদার খালেদ হোসেন স্বপন, উপদেষ্টা মেহেরুন্নেসা বেগম প্রমুখ।

 

নিজস্ব প্রতিবেদক|| বরিশাল মুলাদী উপজেলার মৃধারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৭ ই মার্চ জাতীয় দিবস পালন না করার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি জাতীয় দিবস পালন না করে বি এন পির ইউনিয়ন সভাপতি মোতাহার হোসেন বাচ্চু সরদার এর নেতৃত্বে বিএনপি কর্মী, জুয়া পরিচালনাকারী সাবেক মেম্বার বেলাল এর নির্বাচনী মিছিল করেছে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা জানান সচেতন মহল। মিছিলটি চরকালেখান বাজার হয়ে ময়না বাজার ঘুরে মৃধারহাট বাজার এসে শেষ হয়। ঘটনাটি ঘটেছে গত ৭ ই মার্চ রবিবার বিকেল চারটার সময়। এ ব্যাপারে সেলিম নামের এক বাসিন্দা জানান,ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। সে একজন সহকারী শিক্ষক ছিল। ২০১৯ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকে আইনের তোয়াক্কা না করে নিজের ইচ্ছা খুশিমতো স্কুলটি পরিচালনা করে এবং এলাকার একজন বিএনপি এবং জামাত এর অর্থ দাতা হিসেবে সবাই তাকে চেনে। বিএনপি কর্মী সাবেক মেম্বার জুয়া পরিচালনাকারী বেলালকে নির্বাচনের জয় করার জন্য বিএনপি’র লোকজন নিয়ে উঠে পড়ে লেগেছে। কিন্তু গত বছরও সাবেক মেম্বার বেলাল জুয়া খেলার অভিযোগে হুমায়ুন মাতব্বরের বাসায় বসে প্রশাসনের হাতে আটক হয়।এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,ওই প্রধান শিক্ষক নিজেও জুয়া খেলে এবং সুদে টাকা দেন।যা উভয়ই দণ্ডনীয় অপরাধ। সে আরো বলে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে এর বিচার চাই। (সমস্ত কথার অডিও রেকর্ড রয়েছে)। স্থানীয় আরেকটি সূত্র জানান,৭ ই মার্চ জাতীয় দিবসে স্কুলে সে পতাকা উত্তোলন না করে সে বিএনপি’র মিছিলে অংশগ্রহণ করেন। এ ব্যাপারে তার কাছে ফোন দিলে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান,আমি কোনো মিছিল করিনি।আমি একটি বিয়ে খেয়ে এসে সেখানে দাঁড়িয়ে আছি। ওই ঘটনার একটি ভিডিও রয়েছে এ ব্যাপারে তাঁর কাছে জানতে চাইলে,সে জানান, আপনার কাছে ভিডিও থাকলে নিউজ করে দেন।

বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুরের রহমানিয়া কিরাতুল কুরআন হাফেজি মাদ্রাসা ও এতিমখানার ১০ জন এতিম ও অসহায় ছাত্রদের পবিত্র সুন্নাতে খাতনা অনাড়ম্বর ভাবে সম্পন্ন হয়েছে। এ সময় স্থানীয় বিপুল সংখক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে গতকাল মাদ্রাসায় এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডাক্তার ওহাব হোসেন এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল ইসলাম ফিরোজী এতিম অসহায় ছাত্র তাওসিন, শাওন, সিজান, মিনারুল, তামিম, ইমাম, সাকিব, ইব্রাহিম, গোলাম রাব্বি, জুবায়ের’র সুন্নাতে খাতনা সম্পূর্ন করেন। এসময় মাদ্রাসার পরিচালক ফিরোজী বলেন, আমাদের এই এতিমখানাটি বর্তমানে করোনায় মধ্যে খুব কষ্টে চলছে। এটা গরিব এলাকা। এখানে কেউ সাহায্যে করার মত নেই। 

কিন্তু কি করবো এতিমদের তো না খেয়ে রাখতে পারিনা। তিনি আরো বলেন, এখানে কেউর বাবা নেই। আবার কেউর মা নেই এবং দুনিয়ায় কেউ নেই এরকমের ছাত্রও আছে কয়েকজন। এদের নিয়েই চলছে আমার জীবন। তবে এদের দেখা শুনা করার জন্য নিজের পৈত্তিক সম্পত্তি বিক্রি করে এদের নিয়েই আছি।

তিনি কান্না জড়িত কন্ঠে আরো বলেন, এরাই হলো আমার জীবন। জীবনে যেতদিন বাঁচবো এদের নিয়েই বাচবো। তাই এদের মা-বাবা জীবিত থাকতে যে কাজ গুলো সন্তানদের জন্য করতো সেগুলো আমি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, এই পলাশপুরে প্রথমে ছোট একটি ভাঙ্গা ঘরে শুরু হয় এতিদের ইসলাম শিক্ষা।

পরে মন্ত্রী আবুল হাসানত আবদুল্লাহ্ সাহেব এবং তার ছেলে মেয়র সাদিক আবদুল্লাহ্ এতিম শিশুরা কষ্ঠের আছে খবর শুনে মন্ত্রী আবুল হাসানত আবদুল্লাহ সাহেব একটি ভবন করে দেয়। ভবনের এক তলার কাজ শেষ। কিন্তু ছাত্র বেড়ে যাওয়ার কারনে তাদের বর্তমানে থাকার স্থান সংকট হয়ে পড়েছে।

 

নিজস্ব প্রতিবেদক ||জেলার বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুড়িয়া  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম জুলফিকার হায়দার ১৯৮৪/১৯৮৫  সাল থেকে ছাত্র রাজনীতি থেকে রাজনীতি শুরু করেন। বিরোধী দল থাকাকালীন অবস্থায় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে। তার  গারুড়িয়া ইউনিয়নে ২০১১ সালে বাকেরগঞ্জ ১০ নং গারুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন করেন এবং বিপুল ভোটে নির্বাচিত হন। ২০১৬ সালে দলীয় প্রতীক নৌকার কান্ডারী হয়ে নির্বাচন করলে ইউনিয়ন বাসী  তাকে পুনরায় নির্বাচিত করেন এবং তিনি বর্তমানে ১০ নং গারুড়িয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছে।নির্বাচনে জয়লাভ করার পর থেকে বর্তমান সরকার ও আওয়ামী লীগের উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রাখেন।
এছাড়া এলাকায় নিজেকে একজন নিষ্ঠাবান চেয়ারম্যান হিসেবে পরিচিতি অর্জনের পাশাপাশি বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন । যার ফলে সরকারের তৃণমূল মানুষের জন্য সাহায্য সহযোগিতা করে আসায় ইউনিয়নের সাধারণ মানুষ তার সুফল ভোগ করছে। তার আমলে যে সমস্ত উন্নয়নমূলক কর্মকান্ড হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, নিজ অর্থায়নে বিলকিস জাহান কলেজের দুই তলা ভবন নির্মাণ করা। যা গত বছর এমপিওভুক্ত হয়েছে। কাঞ্চন সিকদার বিদ্যা নিকেতন মাধ্যমিক  বিদ্যালয় করা,তুলাতুলি নদীর উপর ব্রিজ নির্মাণ, খয়রাবাদ বোয়ালিয়া ব্রিজ পাস করা,নীলগঞ্জ কৃষ্ণকাঠি একটি ব্রিজ পাস করা,কাটাখালি কয়ার চর তিনটে ব্রিজ কাজ পাস করা। নিজ ইউনিয়নে ১১ কিলোমিটার পাকা রাস্তা কাজ করা। ৩০/৩৫ টি কালভার্ট করা,এবং এরি মধ্যে আরে ১০ টি  ব্রিজের  কাজ শেষ  হয়েছে। এবং আরো ১২ টি ব্রীজের  টেন্ডারের অপেক্ষায়। তার আমলে প্রায় ২৫ থেকে ৩০ টি গভীর নলকূপ স্থাপন হয়েছে। খয়রাবাদ বাজার এবং নিলগঞ্জ বাজার উন্নয়নের কাজ করা হয়েছে। ১ হাজার লোক নামাজ পড়ার জন্য আধুনিক মসজিদ নির্মাণ করেছেন।এছাড়াও আরো অনেক উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। প্রধানমন্ত্রীর দেওয়া গৃহহীনদের ঘর ইউনিয়ন বাসীদের মধ্যেই সঠিকভাবে বন্টন  করেছেন। ইউনিয়ন বাসির মধ্যে ভিজিএফ ভিজিডি চাল, বিধবা প্রতিবন্ধী ও বয়স্কদের  ভাতার কার্ড সঠিকভাবে বন্টন করে ইউনিয়ন বাসের মধ্যে। প্রধানমন্ত্রী এবং সিনিয়র নেতা কর্মীদের দিক নির্দেশনা মেনে তার ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন তৈরি করেছে।যার ফলে আওয়ামী নেতাকর্মীর এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা অর্জন করেছে। তার উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপারে ওই ইউনিয়নের রফিকুজ্জামান নামের এক বাসিন্দার সাথে কথা বললে সে জানান,জুলফিকার ভাই চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের ইউনিয়ন উন্নয়নের জোয়ারে ভাসছে। নিজ অর্থায়নে অনেককে সাহায্য-সহযোগিতা করে আছে দীর্ঘদিন যাবৎ। আমি এখন অব্দি দেখিনি তার কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে এসেছে। তার আমলে যে সমস্ত উন্নয়ন কর্মকান্ড হয়েছে তা বিগত আমলে আমরা দেখিনি।এ ব্যাপারে রানী বেগম জানান, গরিব দুঃখী অসহায় হতদরিদ্রদের বন্ধু চেয়ারম্যান জুলফিকার।এ ব্যাপারে চেয়ারম্যান জুলফিকার জানান,আমি যতদিন বেঁচে আছি ১০ নং গারুড়িয়া ইউনিয়ন বাসীর খেদমত করে যাব। পৌর মেয়র বলেন, নির্বাচন সামনে থাকায় একটি গ্রুপ নানা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তাতে দলের কিছু হবে না।সরকারের উন্নয়ন সাধারণ মানুষের দারগোড়ায় পৌঁছে গেছে। সাধারণ মানুষ আমাদের পাশে আছে।

মো:রাজিবুল হক ( বরগুনা প্রতিনিধি )||
বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়ের ৫ নং ওয়ার্ডের সদস্য প্রদপ্রার্থী মোঃ ফোরকান হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন করার অভিযোগ উঠছে পুর্ব বলইবুনিয়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রবিউজ্জামান মিলটন ও জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সগীর হোসেনের বিরুদ্ধে।ঐ সদস্য পদপ্রাথী মোঃ ফোরকান তার ফেইজ বুক আইডি থেকে নির্বাচনী প্রচারনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লে।ঐ অভিযুক্ত শিক্ষকদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পরলে সমালোচনার ঝড় উঠে।সরকারী শিক্ষক হয়ে নির্বাচনী প্ররোচনায় অংশ করা বে আাইণী বিধায় ।তাদের বিরুদ্ধ আইনী ব্যবস্হা নেওয়ার
জন্য উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যায়।
অভিযুক্ত শিক্ষক মোঃ রবিউজ্জামান মিলটন বলেন আমি রাস্তা দিয়া হেটে যাচ্ছি লাম।নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন করিনাই।সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ছবি যে ছড়িয়ে পড়েছে সে বিষয় জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন তদন্ত করে দেখা হবে তারা দোষি হলে প্রোয়জনীয়৷ ব্যবস্হা গ্রহন করা হইবে।