TT Ads

বরিশালের ৫নং ওয়ার্ড পলাশপুর ১৭নং গলি একজন ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন করেছেন।

ক্যান্সার আক্রান্ত বৃদ্ধা রোগী পলাশপুর ১৭ নং গলির

মৃত ছইদুরি মিরার কন্যা, ও মৃত আসরাপ আলী হাওলাদারের স্ত্রী।
তিনি একজন ধার্মিক ও ৫ ওয়াক্ত নামাজী।

তিনি দীর্ঘদিন ক্যান্সার চিকিৎসায় জায়গা সম্পত্তি নগদ অর্থ ব্যায় করে বর্তমানে নিঃস্ব হয়ে পড়ছেন।ওই বৃদ্ধার দুইজন ছেলে সন্তান রয়েছে তারা বরিশাল নগরীতে রিকশা চালিয়ে সংসার এবং মার চিকিৎসা চালাচ্ছেন।

ক্যান্সার আক্রান্ত আলেয়া বেগম(৬০) বর্তমানে বিনা চিকিৎসায় রয়েছেন।

সমাজের দানশীল ব্যক্তিদের কাছে অনুরোধ করছেন তার চিকিৎসায় মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

যোগাযোগ- ০১৯৯৫৪৫১৯৯৪ ।
সরাসরি: বড় ছেলে মিন্টু
পিতা-মৃত ছইদুরি মিরা,
স্বামী: মৃত আসরাপ আলী হাং,
৫নং ওয়ার্ড পলাশপুর,
১৭নং গলি, বরিশাল

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *