বরিশালের কীর্তনখোলা নদীর তীরভূমি দখলদারদের কবল থেকে উদ্ধারে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নদী তীরে ডিসি ঘাট দিয়ে এ অভিযান পরিচালিত হয়।

বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দরের বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর অভিযানে নেতৃত্ব দেন।

জানা গেছে, উচ্ছেদ অভিযানে বান্দরোডস্থ বিআইডব্লিউটিএর নিজস্ব জায়গাসহ নদীর সীমানা পিলার থেকে ৫ ফুট থেকে ১০ ফুট অবৈধ দখলে থাকা ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডব্লিউটিএর এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও আনাসার বাহিনী সহায়তা করে।

ঝালকাঠির রাজাপুরে সিদ্দিকুর রহমান সিকদার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চার সন্তানের জননীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ করলে অভিযুক্ত সিদ্দিককে রাতেই আটক করে পুলিশ।

অভিযুক্ত সিদ্দিক শুক্তাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কেওতা গ্রামের মৃত মোহাম্মদ আলী সিকদারের ছেল।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কেওতা মাদরাসার সামনের একটি দোকানে বিকাশ থেকে টাকা তুলতে যান ভুক্তভোগী ওই নারী। এ সময় অভিযুক্ত সিদ্দিক তাকে কাজ শেষে কথা শুনতে বলেন। সিদ্দিকের স্ত্রী তার সাথে কথা বলবেন বলে কৌশলে নিজের ঘরে ওই নারীকে নিয়ে যান সিদ্দিক। এ সময় ঘরে কেউ ছিল না। পরে সিদ্দিক ঘরের দরজা বন্ধ করে ওই নারীর শ্লীলতাহানি ঘটায় এবং ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় পানি খাওয়ার কথা বলে কৌশলে সিদ্দিকের ঘর থেকে বেড়িয়ে আসেন ওই নারী। পরে শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড নারী ইউপি সদস্য মোসা: লাভলী বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে ওই নারী মঙ্গলবার রাতে থানায় এসে সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, গৃহবধূকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বুধবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ হ্রাস পেলেও মৃত্যুর মিছিল আরো দীর্ঘ হচ্ছে। বুধবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৫২৭ জনের নমুনা পরীক্ষায় আরো ৩৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হলেও এসময়ে মৃত্যু হয়েছে ৩ জনের। বরিশাল, ভোলা ও বরগুনাতে মৃত এ ৩ জনের দুজনই নারী। যাদের বয়স ৮৩ ও ৮০ বছর । একমাত্র যে পুরুষের মৃত্যু হয়েছে তার বয়স ৬৫। ৩ দিন থেকে ২০ দিন পর্যন্ত বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পরে তাদের মৃত্যু হল।

এনিয়ে দক্ষিণাঞ্চলে ২ লাখ ৬ হাজার ৬২ জনের নমুনা পরীক্ষায় ৪৪ হাজার ৬৮২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হল। গড় শনাক্তের হার ২১.৭৭%। আর মৃত্যু হয়েছে ৬৭১ জনের। গড় মৃত্যুহার ১.৫০%। গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ৪৭ জন। এনিয়ে সর্বমোট ৪১ হাজার ৫৮১ জনের সুস্থতার খবর দিলে স্বাস্থ্য অধিদপ্তর। গড় সুস্থতার হার এখন ৯৩.০৬%।

বুধবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে নতুন শনাক্ত ৩৫ জনের মধ্যে মহানগরীতে ৭ জন সহ বরিশাল জেলাই সংখ্যাটা ১৬। জেলার আগৈলঝাড়ার ৮৩ বছরের এক বৃদ্ধা ১৫ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পরে মারা গেছেন। এ নিয়ে মহানগরীতে ১০ হাজার ৩৫৭ জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ১৩৪ জনে। মারা গেছেন ২২৮ জন। যারমধ্যে মহানগরীতেই ১০১।

গত ২৪ ঘন্টায় ভোলাতে আরো ৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হবার সাথে সদর উপজেলার ইলিশা এলাকার ৮০ বছরের এক বৃদ্ধা বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩দিন চিকিৎসার পরে মারা গেছেন। এনিয়ে দ্বীপ জেলাটিতে ৬ হাজার ৭৫৪ জন আক্রান্তের মধ্যে ৯০ জনের মৃত্যু হল।

বরগুনাতেও গত ২৪ ঘন্টায় নতুনকরে ৬জনের করোনা সংক্রমণের সাথে জেলার পাথরঘাটাতে ১ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এনিয়ে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ মৃত্যুহারের এ জেলাটিতে ৩ হাজার ৮২১ জন শনাক্তের সাথে মৃত্যু হল ৯৭ জনের। জেলাটিতে এখনো গড় মৃত্যুহার ২.৫৪%।

গত ২৪ ঘন্টায় পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠীতে দুজন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন। এরমধ্যে পটুয়াখালীতে ৬ হাজার ১৫৯ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ১০৭ জনের। জেলাটিতে গড় মৃত্যুহার ১.৭৪%। পিরোজপুরে এপর্যন্ত ৫ হাজার ২২৫ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৮৩ জন। আর দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ সংক্রমণ হারের ঝালকাঠীতে ইতোমধ্যে ৪ হাজার ৫৮৯ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৬৯ জনের। জেলাটিতে এখনো গড় সংক্রমণ হার ২৫.৯৬%।

পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে মো. আসলাম তালুকদার (৪০) নামে এ মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার আনুমানিক বেলা ১২ টার দিকে উপজেলার সুটিয়াকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আসলাম ওই গ্রামের মৃত আব্দুল হক তালুকদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঘটনার দিন আসলাম সুপারি পাড়তে সুপারি গাছে উঠে। এক পর্যায়ে সুপারি গাছটি বিদ্যুতের তারের ওপর হেলে পড়লে সে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. শাহিন হোসাইন জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত আসলামকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে তার মৃত্যু হয়।

বরিশালে কলেজছাত্র সোহাগ সেরনিয়াবাত হত্যা মামলার রায়ে দুজনের ফাঁসি এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় অপরাধ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডাদেশ পাওয়া দুই আসামি হলেন— জিয়াউল হক লালন ও রিয়াদ সরদার।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মামুন, ইমরান, বিপ্লব ও ওয়াসিম সরদার।

মামলার বিবরণে বলা হয়, বরিশালের উজিরপুর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের হোসেন সেরনিয়াবাতের ছেলে সোহাগ সেরনিয়াবাত ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর রাতে হত্যাকাণ্ডের শিকার হন। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তার বন্ধুকে বাসায় এগিয়ে দিয়ে ফেরার পথে আসামিরা উজিরপুরের রাখালতলা এলাকায় তার ওপর চড়াও হয়ে রামদা দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

এর আগে আসামিরা এক লাখ টাকা চাঁদার দাবিতে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। পরে নিহতের মামা খোরশেদ আলম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে উজিরপুর থানায় থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২২ নভেম্বর চার্জশিট দাখিল করে।

পরে মামলাটি বিচারে এলে আদালত ৩১ সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ ও আলামত বিবেচনায় আসামি জিয়াউল হক লালন ও রিয়াদ সরদারকে ফাঁসির দন্ডাণ্ডদেশ দেন। এ ছাড়া আসামি মামুন, ইমরান, বিপ্লব ও ওয়াসিম সরদারকে যাবজ্জীবন কারাদন্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

নিহতের বাবা ফারুক হোসেন সেরনিয়াবাত বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। তবে যারা বেকসুর খালাস পেয়েছেন, তারাও হত্যার সঙ্গে জড়িত ছিলেন। রায়ের পূর্ণাঙ্গ আদেশ কপি পেলে তা নিয়ে আমি উচ্চ আদালতে আপিল করব। আশা করি হত্যায় জড়িত থাকার অপরাধে উচ্চ আদালত তাদের শাস্তি দেবেন।

নিহতের মা শাহনাজ পারভীন বলেন, রায়ে খুশি হয়েছি। তবে খালাসপ্রাপ্ত ১০ জনের সাজা দিলে আরও ভালো হতো। তারাও আমার ছেলের হত্যায় জড়িত ছিল।

বাদীপক্ষের আইনজীবী এটিএম আনিসুর রহমান বলেন, অপরাধ করলে শাস্তি পেতেই হবে, যা এই রায়ের মাধ্যামে প্রমাণিত হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব‌লেছেন, লেবুখালী সেতু খুব শিগগিরই উদ্বোধন হ‌তে যা‌চ্ছে। প্রধানমন্ত্রী এ সেতুর উদ্বোধন কর‌বেন। আগামী মা‌সে এ সেতু দি‌য়ে যানবাহন চলাচ‌ল কর‌তে পার‌বে ব‌লে আশা ক‌রি। পায়রা বা লেবুখা‌লি সেতু‌টি দ‌ক্ষিণাঞ্চ‌লে মানু‌ষের জন্য আরেকটি পদ্মা সেতুর ম‌তো।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বরিশাল বিভাগের ১১টি সেতুর ভার্চ্যুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তি‌নি ব‌লেন, পি‌রোজপু‌রের বেকু‌টিয়া সেতু ৭৫ শতাংশ কাজ শেষ হ‌য়ে‌ছে। এছাড়া নলুয়া-বা‌হেরচর সেতু এ‌কনে‌কে পাস হ‌য়ে‌ছে।

ওবায়দুল কাদের ব‌লেন, নির্ধা‌রিত সম‌য়ের ম‌ধ্যে কাজ শেষ করার সংস্কৃ‌তি শুরু কর‌তে হ‌বে। কা‌জের মান ঠিক রে‌খে কা‌জগু‌লোর গ‌তিসম্পন্ন কর‌তে হ‌বে।

 

উদ্বোধন‌ হওয়া সেতুগু‌লো হ‌লো- ব‌রিশা‌লের রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদি-হিজলা সড়‌কের ২৮ দশ‌মিক ৭৮ মিটার দৈ‌র্ঘ্যের বাবুগঞ্জ সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের খা‌শেরহাট সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের নবা‌বের হাট সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের কাউ‌রিয়া সেতু, ২৫ দশ‌মিক ৭৪ মিটার দৈ‌র্ঘ্যের খা‌শেরহাট সেতু, ব‌রিশাল-ঝালকা‌ঠি-ভান্ডা‌রিয়া-পি‌রোজপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের ৪৪ দশ‌মিক ২ মিটার দৈ‌র্ঘ্যের গুরুধাম সেতু, কাঁঠা‌লিয়া (বান্দাঘাটা)-কৈখালী-বনাইহাট সড়‌কের ৬৯ দশ‌মিক ৮৯৮ মিটার দৈ‌র্ঘ্যের তফ‌সের খেয়াঘাট সেতু।

অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন সড়ক ও জনপথ বিভা‌গের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারেক ইকবাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথসহ প্রকৌশলীরা।

 

বরিশাল অফিস :: বরিশালে পাথর বোঝাই ট্রাক নিয়ে ব্রীজ ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারণে জেলার বানারীপাড়ার সাথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবশ্য ব্রীজের দুই পাড় থেকে যানবাহন চলাচল করছে। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল-বানারীপাড়া মহাসড়কের মাধবপাশা নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে পাথর বোঝাই একটি ট্রাক বানারীপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গুঠিয়া ব্রীজ পার হওয়ার সময় ট্রাকসহ ব্রীজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাক ড্রাইভার ও হেলপার সাতরে পাড়ে উঠে। ফলে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী মান্নান হাওলাদার জানান, মাধবপাশা ব্রীজটি নতুন করে নির্মাণ কাজ চলার কারণে ওই ব্রীজের পাশেই একটি লোহার ব্রীজ দিয়ে যানবাহন চলাচল করতো। তবে খালে পড়ে যাওয়া ট্রাকটি ওভার লোড থাকায় হয়তো ব্রীজটি ভেঙে পড়েছে। ফলে ওই ব্রীজ দিয়ে আপাতত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ব্রীজের দুই পার্শ্ব দিয়ে যানবাহন চলাচল করছে। অবশ্য এতে করে কিছুটা দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ। এদিকে ঘটনার পরপরই উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বেলতলা খেয়াঘাট এলাকা থেকে গাঁজাসহ মিজান শরীফ (২২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বেলতলা খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

আটক মিজান শরীফ পেশায় মোটরসাইকেল চালক। তিনি সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলতলী এলাকার কামাল শরীফের ছেলে।

জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই মেহেদী হাসানের নেতৃত্বে এএসআই মিজান, এএসআই কিবরিয়া, এএসআই শহীদুল সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বেলতলা খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে মিজান শরীফকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক মিজান শরীফ বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন- মিজান দীর্ঘদিন যাবত চরমোনাই ইউনিয়নে মাদক ব্যবসা চালিয়ে আসছে। মাদক বিক্রির জন্য তার একটি গ্যাং রয়েছে। সে তার গ্যাং নিয়ে প্রকাশ্যেই মাদক ব্যবসা চালায়। তার আটকে সংবাদ ছড়িয়ে পড়লে গ্যাংএর সদস্যরা গা ঢাকা দিয়েছে।

 

নানা বাড়ি বেড়াতে গিয়ে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে মারজানা আক্তার কেয়া (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দুপুরে লাশের ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। গৃহবধূ কেয়া একই উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের রাজন চোকদারের স্ত্রী। সে বরিশাল বিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার চরকুতুবপুর গ্রামে নিহতের নানা বাড়িতে। খবর পেয়ে রাতেই নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, গত বৃহস্পতিবার উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে চরকুতুবপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায় গৃহবধু কেয়া। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অজ্ঞাত কারনে বসতঘরের বারান্দায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে (কেয়া)। তবে কি কারনে গৃহবধূ কেয়া আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

 

চাকুরী দেয়ার কথা বলে কিশোরীকে উজিরপুরে আটকে রেখে জোর পূর্বক ধর্ষণ। থানায় মামলা দায়ের। গত সোমবার রাতে ওই কিশোরী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় বহু বিবাহিত নারী লোভী মাসুম হাওলাদারকে আসামি করে ধর্ষন মামলা দায়ের করেছে। জানা যায় ধর্ষক বরিশাল বিমানবন্দর থানার পাংশা গ্রামের আঃ ছালাম হাওলাদারের পুত্র ।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলার তালতলী উপজেলার সোবহান পাড়া গ্রামের এক দিনমজুরের মেয়ে(১৭) বাবা-মায়ের সাথে অভিমান করে গত রবিবার বরিশাল সদরে বান্ধবী ফাতেমার কাছে চাকরির খোজে চলে আসে।

ফাতেমা ওই দিন সন্ধ্যায় উজিরপুর উপজেলার হারতা বাজারের ব্রিজের পাশে স্বপন মন্ডলের বাড়িতে ভাড়াটিয়া প্রতারক মাসুম হাওলাদারের কাছে চাকুরী দেয়ার কথা বলে নিয়ে আসে।

ওই রাতে মাসুম (৩২) কিশোরীকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে। গত সোমবার সকালে মাসুমের দ্বিতীয় স্ত্রী রুমানা ধর্ষনের বিষয় জানতে পেরে ওই কিশোরীকে বাপের বাড়ী বরগুনাতে যাওয়ার জন্য ২ হাজার টাকা দিয়ে পাঠিয়ে দেয়।

কিশোরী বাড়িতে না গিয়ে বরিশাল কোতোয়ালি থানায় হাজির হয় এবং তাকে ধর্ষন করা হয়েছে বলে ওসিকে জানালে তিনি উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদকে জানায়।

এরপর উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদের নির্দেশে পুলিশ কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ১৩ সেপ্টেম্বর রাতে কিশোরী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাসুম হাওলাদারকে আসামি করে ধর্ষন মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন জানান ওই কিশোরীকে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান মামলা নেয়া হয়েছে এবং অভিযুক্ত আসামি মাছুমকে শনাক্ত করা হয়েছে তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।